![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটু অলস ধরনের তবে যেটা করি চেষ্টা করি নিখুত ভাবে করতে।। ১০টা বললে আমি ১০টাই বুঝি মানে আমি কথার দাম দেই এবং আমার সাথে যারা থাকে তারাও কথা দিয়ে কথা রাখুক। যেকোন ছোট বিষয় এ ও আমি এই কথার ব্যাপারে অতিমাত্রায় সিরিয়াস। ।
-আব্বু ১হাজার টাকা দাও
-কি করবি টাকা দিয়ে ?
-একটা টর্চ লাইট কিনব।
-হঠাত টর্চ লাইটের প্রয়োজন পরলো কেন?
-লাগেনা কত কাজে,,,,!
-তাই বলে একহাজার টাকা টর্চ লাইট কেনার জন্য লাগবে!
-এইটা একটু আপডেটেড টর্চ লাইট তাই ১হাজার টাকা...
- টর্চলাইট তা ও আবার আপডেটেড !! কি এমন আপডেট হইছে শুনি এই টর্চ লাইটে ???
-এই টর্চ লাইটে ২টা সিম লাগানো যায় একটা মেমরি কার্ড লাগানো যায়, fm ধরে,ব্লুটুথ আছে,আবার একটা ক্যামেরা ও,,,,,,,,,
এই পর্যন্ত বলতে না বলতেই কি হাসি আব্বুর হো হো করে আর থামেই না
আমি কিই বা করতে পারতাম শুনি আমার একটা ট্যাব আছে (হোক না একটু কমদামি তবুও ট্যাব তো) সনি এক্সপেরিয়া একটা এন্ড্রয়েড আছে(হোক না একটু ওল্ড মডেল)...আছে তো ! এই অবস্থায় কিভাবে বলি আব্বু একটা কমদামি মোবাইল লাগবে তো এইটা শুনে এত হাসির কি আছে শুনি!! যে হেসে বাড়ি মাথায় তুলতে হবে
বি.দ্র: ইতি মধ্যে আমি একটা টর্চ লাইট পেয়ে গেছি
২| ০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
ডেজার্ট রেইন বলেছেন: হাহাহাহা....ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:

ভারাইতো ধূরন্ধর হইছেন!!!
বাপেও সেইরাম বুদ্ধিমান- পোলারে তাই ডিজিটাল টর্চলাইট কিইন্যা দিছে