![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটু অলস ধরনের তবে যেটা করি চেষ্টা করি নিখুত ভাবে করতে।। ১০টা বললে আমি ১০টাই বুঝি মানে আমি কথার দাম দেই এবং আমার সাথে যারা থাকে তারাও কথা দিয়ে কথা রাখুক। যেকোন ছোট বিষয় এ ও আমি এই কথার ব্যাপারে অতিমাত্রায় সিরিয়াস। ।
এখনকার সময়ে টিনএজদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাবা মায়েদের সাথে তাদের দূরত্ব খুব বেশি!!যার ফলে একই ছাদের নিচে থাকলেও তারা যেন বাবা মায়েদের থেকে যোজন যোজন দূরে……
যার কারনে তারা যেকোন রিলাশানে খুব সহজেই জরিয়ে পরে এবং বাবা মায়েদের চেয়ে bf/gf কে বেশি আপন মনে করে এবং বাবা মা এর চেয়ে তাদেরকেই বেশি বিশ্বাস করে!! আর এভাবেই অনেক ছেলে মেয়ে নিজের অজান্তে নিজের ক্ষতি করে ফেলে…ভুল সময়ে ভুল পথে পা বাড়িয়ে কিংবা ভুল মানুষকে ভালবেসে!
আর এ জন্য পুরোপুরি না হলেও বাবা মা ই বেশি দায়ী। কেননা তাদের সন্তানকে তারা পর্যাপ্ত পরিমানে সময় দেয়না…যার ফলে একটু একটু করে সন্তানের সাথে তাদের দূরত্ব বাড়তে থাকে এবং এই একটু একটু করে কখন যে দূরত্বটা অনেকখানি বেশি হয়ে যায় বাবা মায়েরা সেটা কখনই বুঝতে পারেনা!! তাই নিজের কাজের একটুখানি ক্ষতি হলেও আপনার সন্তানকে নিয়মত সময় দিন…তাদের সাথে সব কথা শেয়ার করুন…এবং এভাবে সন্তানের কথাও শুনুন এবং তাদের কথা শেয়ার করার অভ্যাস গড়ে তুলুন , এতে সম্পর্ক সহজ হয়।
আপনার একটুখানি কাজের ক্ষতি নিচশয় আপনার সন্তানের উজ্বল ভবিষ্যতের চেয়ে কোন অংশে বড় না তাই না?????
©somewhere in net ltd.