নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি হাবিজাবি

মানুষ চিনতে ভুল করি , চিনিনা বললে ও ভুল হবেনা

ডেজার্ট রেইন

আমি একটু অলস ধরনের তবে যেটা করি চেষ্টা করি নিখুত ভাবে করতে।। ১০টা বললে আমি ১০টাই বুঝি মানে আমি কথার দাম দেই এবং আমার সাথে যারা থাকে তারাও কথা দিয়ে কথা রাখুক। যেকোন ছোট বিষয় এ ও আমি এই কথার ব্যাপারে অতিমাত্রায় সিরিয়াস। ।

ডেজার্ট রেইন › বিস্তারিত পোস্টঃ

এবং একটি অনলাইন নিউজপোর্টালের গল্প :-B

০১ লা জুন, ২০১৫ দুপুর ২:৩৪

বেশিরভাগ অনলাইন পত্রিকার সবচেয়ে মজার দিকটা কি জানেন ?? এরা ঘরে বসে বসে স্টোরি লিখে। আপনিও কিন্তু চাইলে একটা ডোমেইন কিনে ঘরে বসে সারাদেশের নিউজ কাভার করতে পারেন একটা নিউজ পোর্টাল খুলে । এজন্য আপনাকে বেশি কিছু করতে হবেনা শুধু নামিদামী সকল নিউজপেপার থেকে একটা দুইটা করে নিউজ কপি পেস্ট করে বসায়ে দিবেন অনেকটা এইভাবে,
মনে করুন আপনি দৈনিক প্রথম আন্ধার পত্রিকা থেকে নিলেন, "তারাহুরা করে ধর্ষণ করতে যেয়ে প্যান্টের জিপারে ধর্ষন যন্ত্র আটকে গুরুতর আহত সেঞ্চুরী ঘানিক"
দৈনিক চুলের কন্ঠ থেকে নিলেন, " আবার ধর্ষণের শিকার হইলো লানী সিওন"
দৈনিক খাইখাই দিন থেকে নিলেন, "ব্যাটরিনার কুত্তার লগে কালমানের শেয়ালের প্রেমের নামে প্রতারনা"
দৈনিক তাগোরদেশ থেকে নিলেন, "সপ্তম বারের মত ব্রোকেন হইলো হার্ট খানের হার্ট. আর এবার তার হার্ট ভাংগনের পিছে আছিলো কুজানা"
দৈনিক লিমনের ফেসবুকপাতা থেকে নিলেন, "কতিপয় দুষ্ট প্রকৃতির গরুর হাতে ধর্ষিত হলো কিছু অনলাইন নিউজপোর্টাল এর আবাল অ্যাডমিন!!"
দৈনিক খাইছি তরে থেকে নিলেন,"লিমন নামের একফাজিল পোলার উলটাপালটা পোস্ট পড়ে মাথা খারাপ হয়ে গেল কিছু নিরীহ সাধারন ফেসবুকারের"

আর মাঝে মাঝে শুধু মনের মাধুরি মিশিয়ে একটা করে নিউজ/স্টোরি লিখবেন আর প্রতিটা স্টোরির জন্য আলাদা আলাদা প্লেসের নাম দিবেন :-P
এই যেমন ধরেন
______ এলাকার ____ থানার দারোগার বউ পালায়ে গেল কামের বেডি জরিনার হাত ধইরা
______এ গরু ছাগলের মত চিতকুর পাইরা কইছে মাইরাফালাইলো রে.
______এলাকার চেয়ারম্যান কাডাল চুরি কর্তে যায়ে ধরা পর্ছে তার্পর জনগনরে ধইরা গনধোলাই দিছে.
______জেলায় মোরগের চাইরডা ডিম ফুটে বের হইছ সাতটা বিলায়ের বাচ্চা
_____তে ট্রেনের চাক্কার পাম ছারতে যায়ে হাতেনাতে ধরা পর্ছে লুলা মফিজ

(উপরের সকল "____" এর জায়গায় ঢাকা/ কুমিল্লা /বরিশাল/ হরিদাশপাল..... বসায়ে দেন চোখ বন্ধ কইরা)

তবে স্টোরি গুলি লেখার সময় এটুকু খেয়াল রাখতে হবে যেন , এমন নিউজ না আসে যে গত মংগলবার ব্যাপক ভীড় লক্ষ করা গেছে নিউ মার্কেটে :-P (অনেক অনলাইন নিউজ পোর্টালে কিন্তু আসে এমন নিউজ, কিন্তু ছাগলা পাবলিক কিছুই বুঝেনা ;) ) ও হ্যা যারা জানেন না তাদের জন্য বলছি, মংগলবার কিন্তু নিউমার্কেট অফ থাকে :-P

আর এভাবেই হতে পারেন আপনিও একজন একটি অনলাইন নিউজপোর্টালের হর্তাকর্তা :-P

মন্তব্য ৩১ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৫ বিকাল ৩:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা । কঠিন। এটাই বাস্তবতা! সামহোয়্যারইন ব্লগের কন্টেন্ট চুরি করেও বেঁচে আছে অনেক অনলাইন এজেন্সি।

০১ লা জুন, ২০১৫ রাত ১০:০৫

ডেজার্ট রেইন বলেছেন: ধন্যবাদ ভাই... হ্যা তা তো কম বেশি চোখে পরে বৈকি :-)

২| ০১ লা জুন, ২০১৫ বিকাল ৩:৪৬

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: কই থাইক্যা যে এত রস আসে আপনাগো মাথায়। =p~ :P পোস্ট পড়ে হাসতেইছি। :#) :#)

০১ লা জুন, ২০১৫ রাত ১০:০৬

ডেজার্ট রেইন বলেছেন: ধন্যবাদ ভাই... এইত কিভাবে কিভাবে যেন চলে আসে :-P

৩| ০১ লা জুন, ২০১৫ বিকাল ৫:০০

শতদ্রু একটি নদী... বলেছেন: যুগে যুগে বিনোদনের নতুন মাধ্যম আসে। অনলাইন পোর্টালগুলা এইযুগের সেইরকম বিনোদন।

০১ লা জুন, ২০১৫ রাত ১০:০৮

ডেজার্ট রেইন বলেছেন: হাহাহা..তা যা বলছেন!! :-D

৪| ০১ লা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

কাজী রায়হান বলেছেন: এসব নিউজ যারা পড়ে তেমন কাউকে দেখার আমার খুব শখ । সব কিছুতেই বিনোদিত হই আজকাল ।
ধণ্যবাদ

০১ লা জুন, ২০১৫ রাত ১০:১০

ডেজার্ট রেইন বলেছেন: ভাই বহুত লোক আছে.।.। অনেকে তো প্রবল ভক্তিভরে সেইসকল নিউজ শেয়ার ও করে :D

৫| ০১ লা জুন, ২০১৫ রাত ৯:৪৬

অতঃপর জাহিদ বলেছেন: তুমিও একটা খুলে ফেলো, যেখানে রেইন সংক্রান্ত নিউজ থাকবে।

যেমন : এই বছরের প্রথম বৃষ্টিতে ভেজার পর অনুভূতি কেমন?

বৃষ্টিতে ভিজে কার কার মেক আপ ধুয়ে গেছে।

বৃষ্টিতে ভিজে কার কার জ্বর হইয়েছে, আর কার ঠান্ডা লেগেছে।


বৃষ্টির দিনে গড়ে কত জন প্রেমিক প্রেমিকা রিক্সাতে ঘুড়তে বেড়িয়েছে।

কার কার বাড়িতে ভুনা খিচুরি রান্না হইয়েছে।

নাপা বিক্রি কত পারসেন্ট বেড়েছে।

কে কে বৃষ্টি বিলাস পছন্দ করে আর কে কে বৃষ্টি অপছন্দ করে।

লাগলে আরো আইডি দিবো, তবে পেপারের নাম হবে কিন্তু ডেজার্ট রেইন।

০১ লা জুন, ২০১৫ রাত ১০:১৫

ডেজার্ট রেইন বলেছেন: জাহিদ ভাই.।.। দৈনিক লিমনের ফেসবুক পাতাতে (পোস্টের মাঝামাঝিতে দেয়া আছে কিন্তু দেখেন :-P ) লিখেই কুল পাইনা, আবার নিউজ পোর্টাল !! মাফ চাই ভাই :-P ( ও হ্যা দৈনিক লিমনের ফেসবুক পাতাতে ও কিন্তু নাম অই ডেজার্ট রেইন। :D )

৬| ০১ লা জুন, ২০১৫ রাত ১০:৪৩

সাহসী সন্তান বলেছেন: ফেসবুকের মত কমেন্ট করতে হলো ভাই, কিছু মনে কইরেন না! "ওরে আমারে কেও মাইরালা"

০২ রা জুন, ২০১৫ রাত ৩:১৩

ডেজার্ট রেইন বলেছেন: মনে করলাম না :-P

৭| ০১ লা জুন, ২০১৫ রাত ১১:৩৫

ডেজার্ট রেইন বলেছেন: এইটা দেখার পর আমার ফিলিংস ও''ওরে আমারে কেও মাইরালা"



৮| ০১ লা জুন, ২০১৫ রাত ১১:৫৬

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

০২ রা জুন, ২০১৫ রাত ৩:১৪

ডেজার্ট রেইন বলেছেন: ধন্যবাদ ভাই...

৯| ০২ রা জুন, ২০১৫ রাত ১:২৫

সচেতনহ্যাপী বলেছেন: চমৎকার!! এর চেয়ে আর ভাল বা জুতা মারা হয় কিভাবে,জানতে চাই।। কেউ দয়া করে জানাবেন কি??

০২ রা জুন, ২০১৫ রাত ৩:১৫

ডেজার্ট রেইন বলেছেন: ধন্যবাদ

১০| ০২ রা জুন, ২০১৫ রাত ১:৩৫

একলা ফড়িং বলেছেন: =p~ =p~ =p~ =p~

০২ রা জুন, ২০১৫ রাত ৩:১৬

ডেজার্ট রেইন বলেছেন: :-P

১১| ০২ রা জুন, ২০১৫ সকাল ১১:১৮

সংসপ্তক বেদুইন বলেছেন: একটা জিনিস দিতে ভুলে গেছেন ভাই, "তারাহুরা করে ধর্ষণ করতে যেয়ে প্যান্টের জিপারে ধর্ষন যন্ত্র আটকে গুরুতর আহত সেঞ্চুরী ঘানিক ( ভিডিও সহ)" !!!!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

ডেজার্ট রেইন বলেছেন: আসলেই তো!!! মারাত্মক ভুল হয়ে গেলো দেখা যাচ্ছে :-P

১২| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ha ha ha

Fact is strange than fiction !!!!!!!!!!!!!!!


+++++++++++++

০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

ডেজার্ট রেইন বলেছেন: :D

১৩| ০২ রা জুন, ২০১৫ দুপুর ২:২৩

সাদিকনাফ বলেছেন: হা হা হা হা হা হা হা হাহা হা হা

০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

ডেজার্ট রেইন বলেছেন: :P

১৪| ০২ রা জুন, ২০১৫ দুপুর ২:২৩

সাদিকনাফ বলেছেন: হা হা হা হা হা হা হা হাহা হা হা

১৫| ০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০১

জুলহাস খান বলেছেন: কপি পেস্ট

০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

ডেজার্ট রেইন বলেছেন: জ্বি কপি পেস্ট...লেখাটি সর্বপ্রথম আমার ব্যাক্তিগত ফেসবুক ওয়ালে শেয়ার করা হয়েছিল...এই যে এখানে Click This Link

১৬| ০২ রা জুন, ২০১৫ রাত ৯:২৭

তামান্না তাবাসসুম বলেছেন: দৈনিক প্রথম আন্ধার - নামটা ভাল্লাগছে :p

০২ রা জুন, ২০১৫ রাত ১১:১৯

ডেজার্ট রেইন বলেছেন: ধন্যবাদ :D

১৭| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:৫০

প্রোফেসর শঙ্কু বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.