![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এডিসি হারুন অর রশিদ :
২০তম বিসিএস ক্যাডারে পুলিশের চাকরি নেয়া হারুন ১৯৯৮ সালে ছাত্রলীগের বাহাদুর-অজয় কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একসময় চাকরি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়ে বিসিএস পুলিশ ক্যাডারে চাকরি নেয়ার পর থেকেই ঘুষ বাণিজ্যে জড়িয়ে পড়েন তিনি।
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ি হওয়ার সুবাদে জাতীয় সংসদের স্পিকারের নাম ভাঙিয়ে তিনি নানা অপকর্ম করেও পার পেয়ে যাচ্ছেন। নিজেকে তিনি স্পিকারের ভাতিজা বলেও পরিচয় দেন। আর স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে তিনি ব্যবসায়ীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে মোটা অংকের চাঁদাবাজি ও মোহাম্মদপুর এলাকায় দখলবাজির রাজত্ব কায়েম করেছেন বলেও অভিযোগ আছে।
গুলশানে এডিসি থাকাকালে একটি নামকরা প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়ে আরেকটি প্রতিষ্ঠানের আমদানিকৃত বিপুল পরিমাণ গুঁড়াদুধ ভেজাল বলে আটক করেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছিল। ছাত্রলীগের সাবেক নেতা হওয়ার দাপটে তিনি সব সময়ই পুলিশের চেইন অব কমান্ড ভেঙে নিজের কর্তৃত্ব জাহির করতে চান। একই সঙ্গে তিনি বিভিন্ন মন্ত্রী-এমপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ আছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর কোতোয়ালি থানার এক ব্যবসায়ীর কাছ থেকে তিনি ১০ লাখ টাকা চাঁদা আদায় করেছিলেন। মুক্তিযোদ্ধা ওই ব্যবসায়ীকে আটক করে ক্রসফায়ারেরও হুমকি দেন এডিসি হারুন। এ অভিযোগ পাওয়ার পর ওই বিভাগের তত্কালীন ডিসি ঘটনার তদন্তে সত্যতা পেয়ে শাস্তি হিসেবে তাকে এপিবিএনে বদলি করা হয়। সেখানে যোগদান না করে তদবিরের মাধ্যমে তিনি ওই আদেশ বাতিল করে তেজগাঁও জোনে পোস্টিং নেন।
১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে থাকাকালে তার বিরুদ্ধে শিশু অপহরণ করে হলে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগ ছিল। ওই সময় ঘটনাটি পত্রিকায় ছাপা হয়। হারুনের স্ত্রী আমেরিকা প্রবাসী হওয়ার কারণে তিনি অনেক সময় ধরাকে সরা জ্ঞান করেন। স্ত্রী আমেরিকার নাগরিক হওয়ার সুবাদে হারুনেরও রয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। মাঝে মাঝেই তিনি আমেরিকায় যান। ক্ষমতার অপব্যবহার করে মোটা অংকের টাকা কামিয়ে বিদেশে পাড়ি জমানোর চিন্তা তার মধ্যে রয়েছে বলেও তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তার ঘনিষ্ঠ অনেকেই বলেছেন, বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে আলোচনায় এসে ভবিষ্যতে মিঠামইন এলাকা থেকে এমপি নির্বাচনে অংশ নেয়ারও খায়েশ রয়েছে হারুনের।
এসি বিপ্লব কুমার সরকার:
অন্যদিকে মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমারের বিরুদ্ধে চাকরি জীবনের শুরু থেকেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। ২১তম বিসিএস ক্যাডারে চাকরি নেয়া বিপ্লব সরকার ছিলেন ছাত্রলীগ জগন্নাথ হল শাখার সেক্রেটারি। পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর নিজের অতীত কৃতকর্মের কথা ভেবে ২০০৩ সালের অক্টোবরে সারদায় ট্রেনিং করেই ডিভি ভিসা পেয়ে আমেরিকায় চলে যান। ৭ বছর আমেরিকায় থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ফেব্রুয়ারিতে দেশে আসেন। পুলিশের ভাষায়, এসময় তিনি ছিলেন ফেরারি। কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয়। কিন্তু দীর্ঘ ৭ বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে পুনরায় চাকরি ফিরে পান তিনি। অজ্ঞাত কারণে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বিপ্লবের স্ত্রী ভারতে পড়াশোনা করছে। কিছুদিন পর পর তিনি ভারতে গিয়ে স্ত্রীর সঙ্গে কাটিয়ে আসেন বলে জানা গেছে।
সূত্র জানায়, কিশোরগঞ্জ সদরের বাসিন্দা বিপ্লবকে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে রাজধানীর মোহাম্মদপুর জোনে বদলি করা হয়। তিনি জয়নুল আবদিন ফারুককে লাথি মেরে ফেলে দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন।
তাদের অ্যাকশন দেখে অনেকেই প্রশ্ন করেছেন—পুলিশের পোশাকে এরা আসলে কারা? আওয়ামী লীগ এমপি-মন্ত্রীদের নজর কাড়তেই হরতালে অতিউত্সাহী সাবেক এই ছাত্রলীগ ক্যাডার হারুন অর রশিদ এবং বিপ্লব কুমার সরকার সবার দৃষ্টি আকর্ষণে সফল হয়েছেন।
সূত্র
২| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:০৯
হ্যামিলনের বাঁশিওয়ালা বলেছেন:
জয়নালের মত কুকুরছানা গুলোকে পিটায়ে মেরে ফেললে বরং আরও খুশি হতাম। (
(
জনগণের সহ্যেরও একটা সীমা আছে কুকুরের বাচ্চারা ! (
(গালি কাদের উদ্দেশ্যে বুঝতেই পারছেন)
বাস্টার্ড রাজনীতিবিদদের প্রতিঃ
ট্যাক্স দিচ্ছি সাংসদদের মাস শেষে বেতন ভাতা দেবার জন্য, শুল্কবিহিন বিলাসবহুল গাড়ি আমদানি করার জন্য। বিনিময়ে হতভাগা জনগণের দাবী আদায় করতে সংসদে যেয়ে কথা বলার জন্য।
রাস্তায় থেকে দিনের পরদিন দেশকে অচল করবার জন্য নয় ।
আমার ট্যাক্সের টাকা খেয়ে সংসদে না গিয়ে, দেশ অচল করে, আমার অফিসে যাবার পথ আটকে, আমার নিজের রক্ত পানি করা পরিশ্রমের টাকায় কেনা গাড়ি ভেঙ্গে, আমার ফ্যাক্টরির রপ্তানিমুখী পন্যের চালান আটকে দিয়ে রাস্তায় গিয়ে গলাবাজি করবি বাস্টার্ডের দল ? পণ্য রপ্তানি আটকে গেলে কোত্থেকে মেহনতি শ্রমিকদের বেতন দিব? তোদের গলায়, বুকে পারা দিয়ে শ্রমিকের বেতন আদায় করবো?
পুলিশ তোদের মত বাস্টার্ড কে আজ জানে মেরে ফেললে বরং মিলাদ দিতাম।
৩| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:১২
shapneel বলেছেন: এক্স ছাত্রলীগ পুলিশ শাখা। পুলিশের নতুন ডিপার্টমেন্ট।
৪| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:১২
যোগী বলেছেন: ভাই নাসিম কে মাইর দিয়েছিল যেন কে????
৫| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:১৩
সোহেল চৌধুরী বলেছেন: @যোগি: সহমত। ইনজুরড হাত দিয়ে ফারুকের এভাবে মোবাইল ছুড়ে মারতে যাওয় ঠিক হয়নি। পুলিশ উপযুক্ত কাজই করেছে। ভিডিও দেখুন
http://www.youtube.com/watch?v=TZ_d8tSOyJk
৬| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:১৬
েদশী বারুদ বলেছেন: এই দিন দিন নয়, আরও দিন আছে
এই দিনেরে নিয়া যামু সেই দিনেরি কাছে
৭| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:১৬
মো: আবু জাফর বলেছেন: কোনটা কুকুর আর কোনটা শুকর .......আমরা সবাই জানি আবার আমরাই তাদের হাতেই ক্ষমতার চাবি তুলে দেই
৮| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:১৬
সবখানে সবাই আছে বলেছেন: খুব খুশি হতাম যদি দেখতাম আলু ফালুর কারখানাতে জয়নাল সাহেব ঢিল মারছেন। কিন্তু কাক যেহেতু কাকের মাংস খায় না তাই ফালু সাহেবের গার্মেন্টস, নাজমুল হুদার ফার্ম আর ড্যান্ডি ডায়িং খালেদার প্যান্টি উতপাদনের কাজ চালু রেখেছে এই হরতালের মধ্যে। অসাধারন।
৯| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:২২
টি-ভাইরাস বলেছেন: যোগী আপনে খারাপ খারাপ বলতে শিখেন , একজন BNP হওয়া পোস্ট করলো আপনে BAL হওয়া করলেন , কুত্তার মত এমন কামরা কামড়ি করার জনে বাংলাদেশ এর এই অবস্তা ,
১০| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:২৪
asmabk বলেছেন: এই দিন দিন নয়, আরও দিন আছে
এই দিনেরে নিয়া যামু সেই দিনেরি কাছে ?
১১| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:২৮
বটতলার টারজান বলেছেন: পুলিশ আজকেহ হাসিনা-খালেদা -এরশাদ- নিজামি সহ সবগুলারে এমনে পিটাইলে খুশি হইতাম
১২| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:৩১
মো আব্দুল করিম বলেছেন: আসলে এই পুলিশের চরিত্র তো তাদের নিজের নয়। এটা আওয়ামী লীগের আসল চরিত্র।
ভুয়া মুক্তিযোদ্ধা সনদ, চাঁদাবাজি, দখলবাজির রাজত্ব, ক্রসফায়ারের ভয় দেখানো, মিথ্যা মামলায় ফাসানো এসবতো ছাত্রলীগে থাকা অবস্থায়ই দলীয় নীতি হিসেবে শিখে এসেছে।
এখনতো শুধু সেগুলো বাস্তবায়ন করছে।
আওয়ামী লীগ আরেকবার ক্ষমতায় গেলে এ দু'জন রাষ্ট্রদূতের চাকরি পাবে এ কথা নিশ্চত।
১৩| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:৩৪
SAlamrocks বলেছেন: বর্তমান রাজনৈতিক দল গুলো যে ব্যবহার শুরু করেছে তাতে তাদের মার হয়নি আর মারের দরকার ছিল। দেশটা কি রাজনৈতিক দল গুলোর কেনা যে যখন যা ইচ্ছা তাই করবে। আমাদের কামাই খাবে আবার আমাদের বুকে লাথি দিবে। পুলিশ ঠিক কাজ করেছে আরও বেশি করা দরকার ছিল যাতে কোন রাজনৈতিক দল ভবিষতে হরতাল না ডাকে। আমার সকল পুলিশ ভাইদের কাছে অনুরোধ আপনার সবাই হারুন ও বিল্পবে পথ অনুসরন করুন। যাতে আর হরতাল না আসে এমন প্যাদানি দেবেন যাতে বাপের নাম ভুলে যায় তাই বলে শুধু এখন নয় ভবিষতে যদি আওয়ামি লীগ ক্ষমতা থেকে নামার পর হরতাল দিলে তখনও। আমাদের জোর করে ঘরে আটকে রাখা না দেখ কত মজা।
১৪| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:৩৭
ইিলয়াস আমীন বলেছেন: @সোহেল চৌধুরী: শেষ বক্তব্যটা এরকম "ফারুক ভাই আমার জামাটা ছাড়েন", আ্ওয়ামী জাহেলীয়াতের জয় হোক ???
১৫| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:৪৩
জয় শান্ত বলেছেন: বিরোধী দলীয় চিফ হুইপের উপর এমন হামলা সমর্থন যোগ্য নয়। তবে , একটু ক্লিক করুন ও পড়ুন......
ক্লিক করুন ও পড়ুন
১৬| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:৪৩
জয় শান্ত বলেছেন: বিরোধী দলীয় চিফ হুইপের উপর এমন হামলা সমর্থন যোগ্য নয়। তবে , একটু ক্লিক করুন ও পড়ুন......
ক্লিক করুন ও পড়ুন
১৭| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:৪৩
কলাবাগান১ বলেছেন: খুব খুশি হতাম যদি দেখতাম আলু ফালুর কারখানাতে জয়নাল সাহেব ঢিল মারছেন।
১৮| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:৪৬
মেহদী১০ বলেছেন: সংসদ সদস্যকে মারবে ১জন পুলিস এটা কোনভাবেই মানা যায় না । এটা বিনপি এর বেলায় হোক আর আওয়ামিলিগের বেলায় হোক ।
১৯| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:৫৭
এস এইচ খান বলেছেন: দিন বদলাইছে!!
২০| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:৫৭
হাফিজুর রহমান মাসুম বলেছেন: হারুন-রে ভালোমত চিনি। হালায় আমাদের সূর্যসেন হলের 'ভাত ক্যডার' ছিল। ভাত ক্যাডার হলো ক্যান্টিনে ফাও খাওয়া পাটি।
২১| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:৫৮
সোহেল চৌধুরী বলেছেন: কোন রিয়েকশনিস্ট এর প্রতি কেউ যদি রিয়েকশনিস্ট সুলভ মনোভাব পোষন করি তাহলে সে নিজেওতো একজন রিয়েকশনিস্ট।
নাসিমকে পুলিশ পিটিয়েছিল বলে ফারুকে পুলিশের পেটানো ঠিক, মানুষের এরকম আক্রমনাত্মক সরু চিন্তা দেখে গান্ধীর একটা কথা মনে পড়েগেল। "চোখের বদলে চোখ শেষপর্যন্ত সবাইকে কানায় পরিনত করবে।" (কথাটার মধ্যে মোট তিনটিস্তরেরর অর্থ আছে। আবিস্কার করলে কথাটার গুরুত্ব আরও বেশিকরে অনুভব করা যায়।) যাইহোক, আমাদের দেশের রাজনীতির ক্ষেত্রেও এ কথাটি বিশেষভাবে প্রযোজ্য।
এসব দেখলে একটা গান খুব গাইতে ইচ্ছে করে - "Imagine all the people living life in peace..."
২২| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১১:০১
যু ব তী বলেছেন: ভাইরে আমি কিতা কইতাম আমার বলার ভাষা নাই। তয় হ্যামিলনের বাঁশিওয়ালা ভাইএর সাথে কিঞ্ছিত একমত।
২৩| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১১:০৯
পাস্ট পারফেক্ট বলেছেন: হাম্বালীগে কি একটাও ভালা মানুষ নাই?
২৪| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১১:১৫
পাস্ট পারফেক্ট বলেছেন: বিভিন্ন জায়গায় হিন্দু পোস্টিং দেওয়ার মারাত্নক সুফল!
২৫| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১১:১৫
পুংটা বলেছেন: বিচিটাল বাংলাদেশ
২৬| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১১:১৯
চাঁন মিঞা সরদার বলেছেন:
এই দিন দিন না আরো দিন আছে!
হাসিনা বেগমরে সয়ং দাদারা ও রক্ষা করতে পারবে না।
২৭| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১১:৩৩
shapneel বলেছেন: @যোগী...কি বুঝান মানুষরে! ভাল কইরা দেখেন উনার হাতে মোবাইল, আর মোবাইল দিয়ে কি উনি বাসে ঢিল ছোড়তে গিয়েছিলেন? একটু লক্ষ করলেই বুঝতে পারবেন পিছনে পুলিশের হাত থেকে ছোটার জন্য তার এই ভঙি।
২৮| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ১২:১১
আমি মাতাল বলেছেন: হাতি পাতি সবাইরে যে পিডা দিল..
আমাদের মত চুনোপুটি সাধারন জনগন পাইলে কি করত?
২৯| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৫৫
এম আই টু বলেছেন: ক্ষমতায় গেলে হরতাল খারাপ, দেশের বারোটা বাজে।অফিসগামী বয়স্ক লোকের প্যান্ট খোলার সময় BAL এর নেতা কর্মীদের এইটা মনে থাকেনা? অসহযোগ আন্দোলন করে দেশের পু_কি মারার সময় সবচেয়ে বড় দেশপ্রামিক হাসিনার এইটা মনে ছিলনা?কেয়ারটেকার বাস্তবায়ন করে জনগনের আধিকার ফিরায়া দিসিলেন, এখন ঐটা বাতিল করেও একই ডায়লগ
!!
বাংগালিরে আবাল পাইসেতো।কি আর করা
।এই আবাল বাংগালিরাই যে সময় মতো ওদের পু-কি মারবে, তখন টের পাবে বাংগালী কি চিজ।
৩০| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ১:৩৯
আকিক পাথর বলেছেন: মুক্তিযোদ্ধা ভাত ক্যাডার ।এদের বিরুদ্ধে আবার একটা যুদ্ধ করতে হবে ।তাহলেই এই হারুন-বুপ্লব গং দের থেকে দেশ মুক্তি পাবে।
৩১| ০৭ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২৭
বাংলাদেশী পোলা বলেছেন: এরাতো দেখছি বাই বর্ণ দু পেয়ে জানোয়ার!
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:০৩
যোগী বলেছেন: এদের আর দোস কি ?

ফারুকও কম যায়না