নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব ধর্মের চেয়ে কোন বড় ধর্ম নাই এই জগত সংসারে।

মোঃ শিলন রেজা

আমার নাম মুহাম্মদ শাহিদ শিলন রেহমান। আমি মেহেরপুর জেলার পিরোজপুর গ্রামে আমার ছোট বেলা কাটিয়েছি। আমি এইচএসসি পাশ করি ঢাকা মোহাম্মদ পুরের বাবর রোডের ছোট্ট একটা বেসরকারি কলেজে থেকে। কলেজ টার নাম হল, ঢাকা এডিনবার্গ ইন্টারন্যাশনাল কলেজ। পরে আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়

মোঃ শিলন রেজা › বিস্তারিত পোস্টঃ

বাবা দিবসঃ আমার বাবা

২১ শে জুন, ২০১৫ সকাল ৮:১০

বাবা তোমার জন্য আকুতি

তোমার রৌদ্রক্লান্ত মুখখানায় তখন থাকতো অভাবের অনাবিল আছড়,
আমাকে শুধু শুধুই বকতে, ভালবাসায় কখনই কাছে নাওনি।
বারবার এমন আচরণে আমি তোমার থেকে বিক্ষিপ্ত হয়ে গেছিলাম,
আমার ভাবনায় ছিলনা, আমি কেন অন্যদের মত হতে পারিনা।

কিন্তু বাবা, আমি সেদিন দেখেছিলাম তোমার চোখের জলকে, আমার
চাকরির খবরে তুমি কতটা খুশি হয়েছিলে, বুকটা তোমার অনেকটা চওড়া হয়েছিল
আমার সব প্রয়োজন কে তুমি গুরুত্ব দিতে না, যেটা আমি মনে করতাম। আমার
কাছে একরকম থাকলেও ঠিকই আমার প্রয়োজন তুমি পূরণ করতে।

জানো বাবা, আজকে বাবা দিবস, তোমাকে দিবো বলে একটা পাঞ্জাবি আমি কিনে রেখেছি
যেটা তোমার খুব পছন্দ, তুমি মেহেরপুর শহরে গেলে এই ধরনের পোশাক নেড়ে চেড়ে দেখতে
কিন্তু অর্থাভাবে তুমি সেটা নিতে পারতে না। শহরে গো-হাটের ফুটপাথের বাজার থেকে
সস্তা দামের পোশাক কিনতে নিজের জন্য এবং আমাদের জন্য।

কিন্তু আমার খুব ইচ্ছা করতো, অই পোশাক কিনতে যা শোভন, তুষার, রাজিব এরা পরতো,
কিন্তু তোমার সামর্থ্য ছিলনা তা দেবার, কিন্তু এই লজ্জা কে ঢাকতে তুমি কাদতে কখনো একা, কখনো মায়ের কাছে। জানো বাবা একদিনের কান্নার প্রবত্তা আমি দেখেছিলাম, তারপর থেকে আর কখনো চাইনি কিছু।

শোভন, তুষার, রাজিব আর আমার দুরত্ব কে আমি বুঝে গেছি, নিজেকে একটা পর্যায়ে নেবার সন্ধিক্ষণ খুজতেছি, বাবা তোমার ক্লান্ত মুখখানা এখন আমার কাছে খুব প্রিয়। তোমার সাথে আমার এতোটা
দূরত্ব কেন বুঝিনা। কেন যে আমি অথবা তুমি দুজনেই দুজনার কাছাকাছি আসতে পারিনা?

দূরে থাকলে বুঝি বাবা, আমি তোমাকে কতটা ভালবাসি কিনবা তুমিও, কিন্তু কাছে গেলে সেই খুনসুটি লেগে যায়। তোমার বকাবকি, কে আমার নামে কি বলল, কেন বলল, আমি নাকি জীবনে কিছুই করতে পারবো না, আমার নাকি ভাত জুটানোর টাকা ইনকাম করতেও পারবো না,

কিন্তু বাবা তুমি কি জানো এখন আমার একটা ভাল চাকরি হয়েছে, ভাল বেতনও কিন্তু, এখন
আর বকতে পারবে না। জানো বাবা তোমার সাথে আজ বাবা দিবসে ঘুরতে ইচ্ছে করতেছে এই চট্টগ্রাম শহরে, একই রিক্সাতে দুজন পাশাপাশি। অন্য দের বাবা অন্যদের কত কাছে বন্ধুর মত কিন্তু তোমার সাথে আমার দুরত্ব কখনই কমাত্রে পারিনি, ভবিষ্যতে পারবো কিনা তাও জানিনা।

আজ কেন যেন তোমার কথা ভেবে নিজের চোখের জল কে আটকে রাখতে পারছি না, এত ভালবাসি বাবা তোমাকে কিন্তু জানি কখনই বুঝাতে পারবো না, কিনবা তুমিও। তোমার পাঞ্জাবি টা অনেক সুন্দর হয়েছে, এটা পরলে আমি নিশ্চিত তোমারে ৩৫ বছরের যুবক লাগবে।

জানো বাবা আজকে তোমাকে বুকে আলিঙ্গন করতে ইচ্চে করছে, কিন্তু জানি আমি কিনবা তুমি কেউ এতটা সহজ হতে পারবো না। তাই বাবা দিবসে তোমার রোগমুক্ত দীর্ঘ সুখি জীবনের শুভকামনা করছি।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪০

বাংলার ফেসবুক বলেছেন: জানো বাবা, আজকে বাবা দিবস, তোমাকে দিবো বলে একটা পাঞ্জাবি আমি কিনে রেখেছি
যেটা তোমার খুব পছন্দ,

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: প্রিয় বাবার প্রতি ভালোবাসার অনবদ্য প্রকাশ.......

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪

প্রামানিক বলেছেন: বাবার কথা অনেক মনে পড়ে। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.