![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...
তোর বাগিচায়, ঝরে-পড়া-যত ফুলগুলো সব,
তোর আনমনে, করে-ফেলা-যত ভুলগুলো সব,
তোর গাল বেয়ে, নেমে-আসা-ঐ চুলগুলো সব,
প্রেম সবটুকু তোকে ঘিরে আজ, হোক কলরব।।
আমার ঠোঁটে, লেগে-থাকা-যত নিকোটিন সব,
তোর লিপস্টিকে, দাগ-লেগে-যাওয়া শার্টগুলো সব,
আমার বুকে, জমে-থাকা-যত কান্নাগুলো সব,
অভিমান সব তোকে ঘিরে আজ, হোক কলরব।।
তোর সানগ্লাসে, রোদমাখা-যত দুপুরগুলো সব,
তোর হাত ধরে, উষ্ণতামাখা বিকেলগুলো সব,
ভোর-মাঝরাতে, নির্ঘুম-চোখে স্বপ্নগুলো সব,
আমি সবটুকু তোকে ঘিরে আজ, হোক কলরব।।
তোর সবটুকু আমি হব আর, আমার বাকীটা তুই-হবি-সব,
আমি সবটুকু তোকে ঘিরে আজ, হোক, হোক, হোক কলরব।।
২| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৩:৫৩
নিহত ভবিষ্যৎ বলেছেন: তোর বাগিচায়, ঝরে-পড়া-যত ফুলগুলো সব,
তোর আনমনে, করে-ফেলা-যত ভুলগুলো সব,
তোর গাল বেয়ে, নেমে-আসা-ঐ চুলগুলো সব,
প্রেম সবটুকু তোকে ঘিরে আজ, হোক কলরব।।[/sb
অসম্ভব সুন্দর লিখনি। ভালো লাগা থাকল।।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১২
কাঠের ঘোড়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে ৷ কেবল শখের বশেই দুলাইন লেখা ৷ পড়ার জন্য ধন্যবাদ ৷
৪| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৩
তিসান বলেছেন: অনেক ভাল লাগল। এমন লেখা আরো চাই।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৩:১৮
ডঃ এম এ আলী বলেছেন: তোর সানগ্লাসে, রোদমাখা-যত দুপুরগুলো সব,
তোর হাত ধরে, উষ্ণতামাখা বিকেলগুলো সব,
ভোর-মাঝরাতে, নির্ঘুম-চোখে স্বপ্নগুলো সব,
আমি সবটুকু তোকে ঘিরে আজ, হোক কলরব।
ভাল লাগল কবিতার কথামালা