নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://devidchiran.com/

চিরান ডেভিড

চিরান ডেভিড › বিস্তারিত পোস্টঃ

"পানি দে "

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৮

আমাদের টেলিভিশনে একটা বিজ্ঞাপন দেখানো হতো, পন্যের নাম মনে নাই। তবে বিষয় খুব সুন্দর ছিল। সেখানে স্থানীয় সরকার জনপ্রতিনিদি এক ছেলেকে তুচ্ছ করে বলছে ক্ষেত - কৃষকের বাচ্ছা বলে।
ছেলে বাবার কাছে গিয়ে নালিশ করছে যে, আমাকে ক্ষেত - কৃষকের ছেলে বলে তুচ্ছ করা হয়েছে। জবাবে, কৃষক পিতা বলছে,হ্যাঁ ' তোর বাপ কৃষক, যে কৃষক সারাদিন রৌদে পুরে - বৃষ্টিতে বিজে সোনালি শস্য - ধান ফলায়। এ কাজ সবাই পারেন না , বাজ্জান।।'
হ্যাঁ- , কথা সত্য। সবাই সোনালি শস্য - ধান ফলাতে পারেনা। ধান ফলানো সহজও নয়। অনেক পরিশ্রম করতে হয়।

আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, এটা কৃষকের দেশ। এখানে কৃষি কাজ মানেই এখানে বসবাসরত মানুষের জীবন - জীবিকা।
আমাদের কথিত সরকার প্রধান কিছুদিন আগে ভারত গেলেন। সবার আশা ছিল গেলেন, হয়তো ৬ বছর হল এবার মনে হয় উত্তরের মানুষের অনেক দিনের প্রত্যাশিত তিস্তার পানি নিয়ে দেশে ফিরবেন।

আবার উত্তরে সোনালি ফসলের উৎসব আসবে।

না! ব্যর্থ কথিত সরকার প্রধান, প্রধানমন্ত্রী, আপা।
'' আপা ব্যর্থ ''

আমরা এ কথা বললাম কেন। আপার লোকেরা আমাদের গাল দিয়ে বলে ' ওই ক্ষেত - এত কিছু আনসে সেইগুলা চোখে পড়ে না।'

ভাইজান, সত্য অন্যকিছু আমাদের চোখে পড়ে না। আমি ক্ষেত, আমি কৃষকের বাচ্ছা, আমার পানি চাই। আমাদের পানি ছাড়া আর কিছু চোখে পড়ে না। পানি ছাড়া আমাদের আর কিছু চাই না। পানি দে।

"পানি দে "

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৩

শাহিন-৯৯ বলেছেন: ভাইজান, সত্য অন্যকিছু আমাদের চোখে পড়ে না। আমি ক্ষেত, আমি কৃষকের বাচ্ছা, আমার পানি চাই। আমাদের পানি ছাড়া আর কিছু চোখে পড়ে না। পানি ছাড়া আমাদের আর কিছু চাই না। পানি দে। এককথায় অসম লেখা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.