![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি দেশ কতটুকু নিরাপদ এবং সুশাসন বিরাজমান তার মাপকাঠি হল সেই দেশের বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু এবং শিশু-নারীর অবস্থা।
রমেল চাকমা (১৯) কে হত্যা করা হয়েছে। ৫ এপ্রিল ২০১৭
কারা হত্যা করেছে, তাদের নাম - ঠিকানা সবাই জানে।
প্রশ্ন হল প্রতারক - বেঈমানদের শাসনমালে কল্পনা চাকমা , চলেশ রিছিল ,সোহাগী জাহান তনু, রমেল চাকমারা ন্যায় বিচার পাবে তো ?
২| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫২
করুণাধারা বলেছেন:
সম্ভাবনা ১.০০০০৩৪% বিচার হবার।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০২
বাংলাদেশী জিসান বলেছেন: ভালো বলেছেন!
তবে 'সংখ্যালঘু' এই শব্দটা শুনতেই আমার কেমন কেমন লাগে।
মনে হয় যেন এই শব্দটাতেই কোনো এক সম্প্রদায়কে চেপে দেয়া হচ্ছে!
.
আর হ্যাঁ, বিচার?
বিচার এর কথা টানলে দেখুন না কত কিছুর বিচারই এখনো বাকি!
ওরা দিব্যি বেখেয়াল হয়ে ঠিকই মৌজ করে ঘুরে বেড়াচ্ছে!
যে মারা যায় তাকে নিয়ে মাতম করাটাই এখন যেখানে দায়!
সেখানে বিচার আশা করবে কোন অসহায়?