নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://devidchiran.com/

চিরান ডেভিড

চিরান ডেভিড › বিস্তারিত পোস্টঃ

আজকে একটা বিষয় আবিষ্কার করলাম। আর আরেটা বিষয় শেয়ার করব-

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

১.

তো প্রতিদিনকার মত সকালে ওঠতে কষ্ট, নিজের কষ্ট নিজের কাছে, কাকে বলি ভাই! তাও ওঠলাম।মেজাজ তা প্রথমে খারাপ হল এই ভেবে যে, রাত এত কম সময়ের হয় কেন। আবার ভাবলাম শীতের ভোর সকালে এত কুয়াশার মাঝেও যদি সূর্য আলো দিতে পারে, হাসতে পারে। আমি কেন ওঠতে পারবো না, হাসতে পারবো না। নিজেকে সান্তনা দিলাম আজকের দিনটাই তো, কাল ছুটির দিন। সারাদিন ঘুমাবো।

অফিসে আসার পর সারাদিন কাজে মনোযোগ দিলাম।

দুপুরের খাবার সময় হল, খেতে গেলাম। খাবারের আইটেম দেখে অবাক হলাম, আজ এই আইটেম রান্না হওয়ার কথা নাকি। হাত ধুতে-ধুতে মোবাইলে তারিখ আর বার দেখলাম। হ্যাঁ আজ বৃহস্পতিবার নয়, আজ বুধবার।এখন হাসবো না কাদবো। ঠিক সেই সময়টাই আবার নিজেকে সান্তনা দিলাম যে, আচ্ছা কালকের দিনটাই তো। তারপর শুক্রবার। ছুটির দিন, সারাটাদিন ঘুমাবো।

মেনেও নিলাম, মানিয়েও নিলাম।

তো যা আবিষ্কার করলাম, মনটা আসলেই বো-কা, বোকা। এই বোকাকে যা বুঝাবে, তাই বুঝবে; আর মজার ব্যাপার কি-এই বোকা টু শব্দও করেনা, প্রশ্ন করা তো শতগজ দূরের কথা। তাই বোকা বানাও এই মনটাকে, যেমন ইচ্ছা-যখন ইচ্ছা নিজের মতন করে।



২.

আমি বিল গেটস নোট পড়ি, সেখানে গতকাল তিনি একটি বই সম্পর্কে জানালেন। অনেক প্রশংসা, আমরা যাকে পঞ্চমূখ বলি। বইটার নাম The Better Angels of Our Nature লেখক Steven Pinker । লেখক ও বই সম্পর্কে আমি কিছু বলবনা। তবে বাই আর লেখক সম্পর্কে জানতে গিয়ে, পড়ে যা জানলাম আর যা আমার কাছে ভাল লেগেছে তা শেয়ার করি-

লেখকের অনেক আর্র্টিকেল, ভিডিও দেখলাম দেখলাম। একস্থানে তিনি বললেন যে, পৃথিবীতে আমরা এত মানুষ। আমাদের এত কথা- এত ভাবান, কিন্তু অনেক কথা-ভাবনা অনেকের কাছে পৌচ্ছায় না। আবার অনেকেই তা প্রকাশ করতে পারেন না। আমরা যারা লিখি, আমরা অনেক বেশি সুখি মানুষ, আমাদের মনের কথা, আমাদের চিন্তা মানুষের মাঝে ছড়াই দিতে পারছি, শুধু মাত্র লেখনির মাধ্যমে।

৩.

আজ এই পর্যন্ত, অনেক কথা-ভাবনা শেয়ার হল।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল লাগল।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: বানানগুলো আশা করি শুদ্ধ করে নিবেন।
২.এর শেষের প্যারাটা ভালো লাগলো।
কথা সঠিক...

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: পোষ্টি পড়ে ভালো লাগলো।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: ২নং প্যারাটি ভাল লাগলো।বোধহয় একটু গুছিয়ে লেখার সময় কম পেয়েছেন।বাসন্তিক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.