![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি যে দিন আইলো .... যায় আর যায়... কিছুই করবার পারি না ......... :(
গত কাল রাতে এই পোষ্টটি দিয়েছিলাম কেউ হয়তো পড়েছে কেউ পড়েনি। নিউজ ও আসবে কিনা জানি না...........
কাল এই নিউজটা দেখার পর থেকে খুব নিজেকে ছোট মনে হচ্ছে। ভালোবাসার জন্য সবাই কতো কিছু না করে আর এখন ভালোবাসা হয়ে গেছে র্কপোরেট শুধূ লাভ আর সুবিধা দেখে আর কিছু না। নিজেকে প্রেমিক বলতে ও লজ্জা লাগে না না লজ্জা বলে লজ্জার ও অপমান হবে ভয় হয়।
কারন, দুঃখের বিষয় এইটাই যে , মেয়েটাকে গতকাল কে তার প্রেমিকসহ ১৬ জন ধর্ষণ করেছে...
আসলে এই সব কাজের উপযুক্ত বিচার হয়না বলেই আজ এই ধরনের ঘটনা অহরহ ঘটছে।
এর উপযুক্ত বিচার হওয়া উচিত প্রকাশ্য দিবালোকে ঘটনায় অভিযুক্ত ব্যাক্তিদের নুনু কর্তন।।
মেয়ে মরে গিয়ে তো বেচে গেলো এক দিক দিয়ে কিন্তু হয়তো কোনো দিন বিচার হবার নাম করে লাশ উঠানো হবে সাগর রুনি মত......... তার পর ঐ পযন্ত শেষ। প্রভাবশালী বলে কথা কোনো কথা মানুষে কানে পৌছাবে না... বিচার তো হবেনা শুধূ হবে কানা কানি আর মিডিয়া ফোলআপ নিউজ..
এই হলো বিচার...
গত রাতের পোষ্ট...
Click This Link
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এর উপযুক্ত বিচার হওয়া উচিত প্রকাশ্য দিবালোকে ঘটনায় অভিযুক্ত ব্যাক্তিদের নুনু কর্তন।।
সহমত ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এর উপযুক্ত বিচার হওয়া উচিত প্রকাশ্য দিবালোকে ঘটনায় অভিযুক্ত ব্যাক্তিদের নুনু কর্তন।।
সহমত ।