নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দেশ আমি গরবো

hopeful imran

আমার দেশ আমি গড়বো

hopeful imran › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার সাথে সংশ্লিষ্টদের মূল্যায়ন কোথায়??

২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

অবহেলিত জাতীয় স্মৃতিসৌধের ডিজাইনার মইনুল
বড় একজন রাষ্ট্রীয় ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তাঁর চিকিৎসা তো
দূরে থাক, সামান্য খোঁজটাও কেউ নেয়নি।
যেন তাঁর জীবনের সবচেয়ে বড় অপরাধ ছিল ৭টা স্তম্ভে একটা
জাতির সবচেয়ে গৌরবজ্জ্বল ইতিহাস তুলে ধরা!!
স্মৃতিসৌধের ডিজাইন করার সম্মানী পাবার কথা ছিল ২ লাখ
টাকা, আয়কর চাওয়া হয়েছিল এর ৫০%, অর্থাৎ এক লাখ টাকা।
১৯৮২ সালের ১৬ ডিসেম্বর যখন জাতীয় স্মৃতিসৌধ
উদ্বোধন হয় সেই উদ্বোধনী অনুষ্ঠানে মানুষটাকে আমন্ত্রণ
জানানো হয়নি।
রাষ্ট্রীয় ভিভিআইপিরা চলে যাওয়ার পর তিনি সেখানে
গিয়ে জনতার কাতারে দাঁড়িয়ে দেখেছিলেন তাঁর অমর সৃষ্টি!
একজন সৈয়দ মাইনুল হোসেন এবং তাঁর প্রতি এ রাষ্ট্রের এবং
জনগণের সম্মাননা!" আমাদের সর্বান্তকরণে ক্ষমা করবেন
স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


কোন সরকারের আমলে উনার ডিজাইন নেয়া হয়েছিলো?

২| ২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

শাহিন বিন রফিক বলেছেন:



আপনার লেখা পড়ে মহাকবি ফেরদাউস এর কথা মনে পড়ল, বিচারী জগতখ্যাত মহাকাব্য গ্রন্থ শাহনামা লিখেছিলেন প্রতি ছত্র একটি দিনারের যুক্তিতে কিন্তু বাদশাহ পরে তা দিতে অস্বীকার করে অবশ্য তাঁর মৃত্যুর পর নাকি দিতে চেয়েছিলেন। দেখেন এখন হয়তো সরকার দুইলাখ দিতে পারে।

৩| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: উনি মনে হয় আওয়ামীলার নন।

৪| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:২২

শাহিন বিন রফিক বলেছেন:


জনাব রাজীব নুর ভাই এরশাদ আমলে কাজ হয়েছিল বলে আমি জানি, উনি আওয়ামলীগ হলে লাভ কি?

৫| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৫৭

ঢাকার লোক বলেছেন: স্থপতি মইনুলকে রাষ্ট্র অবহেলা করলেও তাঁকে বাঁচিয়ে রাখবে চিরদিন তাঁরই অমর কীর্তি !

৬| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: শাহিন বিন রফিক বলেছেন:
জনাব রাজীব নুর ভাই এরশাদ আমলে কাজ হয়েছিল বলে আমি জানি, উনি আওয়ামলীগ হলে লাভ কি?

আওয়ামীলীগ হলে তার এই অবস্থা হতো না। আয়ামীলীগ তার দেখভাল করতো।

১০ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:২৫

hopeful imran বলেছেন: Thik

৭| ১০ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:২৫

hopeful imran বলেছেন: r8

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.