নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেয়াল

এইহানে কিসু নাইক্কা। সাইডে চাইপ্পা ভাগেন।

শেয়াল › বিস্তারিত পোস্টঃ

স্যার শচীন , নতুন একখান শব্দ দান করিতে যেন আপনার মর্জি হয়

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৯



টু,
দ্য গ্রেইট শচীন স্যার,
যথাবীহিত সম্মানপূর্বক আরজি এই যে, আপনার ব্যবহৃত অঘটন শব্দটি দিয়ে ঠিক কি বুঝিয়েছেন এই অধম সেইটা বুঝিতে অক্ষম। আমি বলি কি অঘটন বুঝতে চাওয়ার জইন্য একটা নোতন শব্দ আমাদিগের প্রয়োজন দেখা দিয়াছে।
বইলতেছি কেন, গত ইংল্যান্ড সিরিজে বাংলাদেশ প্রথম খেলয়া একটুর জন্য জিততে আরে নাই যেইটা হওয়ার কথা ছিল না। যাইহোউক, এরপরের টেস্ট ম্যাচে দেখেন যে বাংলাদেশ দল এক সেশনে ১০ উইকেট নিয়া সামর্থ্যের প্রমাণ দিয়া ঐ ম্যাচটা নিজের করে নিয়া নিল। এরপর শ্রীলংকা সিরিজ দেখেন, ঐ সিরিজে বাংলাদেশের খেলা কি রকম ছিল? অহঃ পাকিস্তান তো টেস্টে পাকা দল ওদের সাথে খুলনা টেস্ট দেখেছেন? আপনার ভারতের সাথে কি খুব আনাড়ি খেলা খেলেছিলাম আমরা?
এতকিছুর পর, এত উন্নতির প্রমাণ রাখার পরও যদি অঘটন ক্রমাগতই সংঘটিত হইতেই থাকে তাহা হইলে এই অধমের মত কোটি জনতার কাছে শব্দটির প্রযোজ্যতা নষ্ট হইয়া গেছে।

মহোদয়ের কাছে এই অধমের আকূল আবেদন, নতুন একখান শব্দ দান করিতে যেন আপনার মর্জি হয়।

বিনীত নিবেদক,
বাংলাদেশের ক্রিকেট ফ্রিক একটা ছোকড়া

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৯

এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

শেয়াল বলেছেন: ধইন্যবাদ।

২| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভারতের ক্রিকেট বোদ্ধাদের কাছে বাংলাদেশের ক্রিকেট যোদ্ধারা সব সময়ই অঘটন। ওরা নিজেরাও আমাদের টাইগারদের কাছে হারার পরে বলে অঘটন ঘটে গেছে। অক্ষমের আর্তনাদ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

শেয়াল বলেছেন: অক্ষমের আর্তনাদ। আসলেই।

৩| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অক্ষমের আর্তনাদ দারুন বলেছেন

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

শেয়াল বলেছেন: এইসব আর কত :|

৪| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হীনমন্যতায় আক্রান্ত এক জাত!!!!!

পেরর ভাল দেখতে পারেন না- কিন্তু নিতে পারে ষোল আনা ;)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

শেয়াল বলেছেন: কি যে সব কন ভাউ ;)

৫| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫০

ভ্রমরের ডানা বলেছেন:



বুঝলেন মশাই, দাদাবাবুর সইছে না আরকি.... তা অঘটনঘটনপটিয়াসীর মত অঘটন বলিয়া নিজের দেশের ফ্যানদের হাতে রাখছে...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

শেয়াল বলেছেন: হইতে আরে B-)

৬| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা!

ওরা সবাই একই ভাষায় কথা বলে। মাঝে মাঝে শব্দগুলো ভিন্ন। মনের ভেতর একই অনুভূতি - হিংসা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

শেয়াল বলেছেন: শচীন সাব'কে ভালবাসতাম :(

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৮

কাউয়ার জাত বলেছেন: পাকিস্তানের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারার একই দিনে হকিতে আবার ভারত হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে। ওইদিন শচীন স্যার টুইটারে টুইট করেছিলেন ভারতীয় হকি দলকে অভিনন্দন জানিয়ে।
আর ক্রিকেট বলেও যে একটা খেলা আছে সেটাও উনি ওইদিন স্মরণে আনতে চাননি!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

শেয়াল বলেছেন: দেশপ্রেম বলিয়া যে জিনিসটা ঐটা উনার খুব বেশি মনে হয় ।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১১

উদাস মাঝি বলেছেন: বাহ ! কিন্ত যারে উদ্দ্যেশ্য করে লিখা সেতো জানতেই পারল না ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

শেয়াল বলেছেন: কেডায় কইছে ?

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫১

মলাসইলমুইনা বলেছেন: আপনারা সবাই এমন কেন ? ওরা দাদা, ওরা দেবতা, ওরা ভাসুর (অ-ও পড়তে পারেন) ওরা আরও কত কি ? ওদের এমন করে বলতে আছে ? ওদের একটা সন্মান আছে না?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

শেয়াল বলেছেন: হ ভাউ। হেগোর হেডম আছে।

১০| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১২

প্রামানিক বলেছেন: হারার পরেও বলে অঘটন।

২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩

শেয়াল বলেছেন: হ ভাউ।

১১| ১২ ই জুলাই, ২০১৮ ভোর ৪:১০

চাঁদগাজী বলেছেন:


আপনি আগামীতে কোন খেলার জন্য অপেক্ষা করছেন?

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩২

শেয়াল বলেছেন: ফুটবল নিয়া আগ্রহ অত নাই গাজী সাব ।

১২| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

উদাসী স্বপ্ন বলেছেন: যত বড়ই ক্রিকেটারই হোক তিনি সবার আগে ভারতীয়। তাই এর যথাযথ উত্তর আপনি পাবেন না যদি না বাংলাদেশ আন্তর্জাতিক মহলে বড় কোনো চ্যাম্পিয়নশিপ নিজের করে নিতে পারে।

তখন এর উত্তর হয়তো উনি দেবেন

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৯

শেয়াল বলেছেন: সবার আগে মানুষ সইত্য তাহার উপরে নাই । এই জিনিসটা আমি মানি । আলাদা দেশ আলাদা জাতির ধারণাগুলা পৃথীবিজুড়া অশান্তির এক্টা বড় কারণ । তার মানে দেশ জাতি আলাদা হবার দরকার নাই বলতেছি না । বলতেছি এইগুলা নিয়া এত বেশি চরম মাত্রায় না ভাবাই জগতের শান্তির জন্য দরকারী । আমার দু:খ স্যার শচীন শুধু ভারতেরই হইলেন । বিশ্ববাসীর হইলেন না ।

১৩| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভালই হইলো বর্ষপূর্তির আগেই পইড়ালাইছি। মজাও পাইছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.