নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

সাদা কালোর ফ্যশন শো

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫০





গতকাল ছিল অমর একুশে ফেব্রুয়ারী। ১৯৫২ সালের ৮ই ফাল্গুনে ছাত্র জনতা ঢাকার রাজপথে নেমেছিল রাষ্ট্রভাষার অধিকারের দাবী নিয়ে । অধিকার আদায়ের সেই লড়াইয়ে ঘাতকের গুলিতে যারা প্রান হারিয়েছিল ,একুশে ফেব্রুয়ারী জাতির সেই বীর সন্তানদের স্মরণের দিন।আমাদের তারুন্যে কাক ডাকা ভোরে আমরা খালি পায়ে প্রভাত ফেরীতে অংশ নিতাম দেশের প্রতি, ভাষার প্রতি এবং ভাষা সৈনিকদের আত্মত্যগের প্রতি সম্মান জানাতে। ভাষা আন্দোলনের প্রক্ষাপটে লেখা জহির রায়হানের ''আরেক ফাল্গুন' আমাদের তরুন প্রজন্মকে একুশের চেতনাকে ধারন করতে শিখিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছে এবং ভাষা আন্দোলনের মর্মার্থ অনুধাবন করে শিখিয়েছে।

বর্তমান কালের ২১ শে ফেব্রুয়ারী উদযাপন একুশের চেতনার কমামাত্র মূল্যবোধ ধারন করে না। ২১ শে ফেব্রুয়ারী এখন একটি উৎসব। সেই উৎসবে যোগদান করতে হয় সাদা কাল পোষাক পরিধান করে।আমাদের তারুন্যে কখনও দেখিনি সবাইকে সাদা কাল পোষাক পড়ে প্রভাত ফেরীতে অংশ নিতে। ২১ শে ফেব্রুয়ারীতে যে সাদা কাল পোশাক পরিধান করতে হয় তা মনেহয় ফেসবুক আবিষ্কৃত না হলে আমাদের জানাই হত না! এখন ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষ্যে ডিজাইনার শারী, পাঞ্জাবী বিক্রি হয়। কে কত দামী, সুন্দর এবং অভিনব ডিজাইনের সাদা কাল পোষাক পড়বে তা নিয়ে চলে নিরব প্রতিযোগিতাও। একুশ যেন সাদা কাল ফ্যশন শো আয়োজনের এক দিবস!

একুশের সাদা কাল উৎসব আয়োজন করতে প্রয়োজন শহীদ মিনার। মুল শহীদ মিনারে যাওয়াতো আর সবার পক্ষে সম্ভব হয় না। তাই এখন দেশে বিদেশে সব জায়গায় প্রতিকী শহীদ মিনার বানানো হয়। সবাই হাতে ফুল নিয়ে সেজে গুজে প্রতিকী শহীদ মিনারে গিয়ে '' আমার ভাই এর রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী'' গান গায় সম্মিলিতভাবে, গান এর পর্ব শেষ হলে শুরু হয় সেলফি প্রতিযোগিতা। দিন শেষ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্টানোর মাধ্যমে। তবে খালি সাদা কাল পোষাক পরিহিত ছবি পোস্ট করলে ভাল দেখায় না। তাই ছবির সাথে দরকার যুতসই একটা স্ট্যটাস। কি লিখবেন খুজে পাছেন না ? তাহলে আপনারা এই view this link ) এ গিয়ে দখতে পারেন। মহান একুশে ফেব্রুয়ারি উক্তি আপনারা বিভিন্ন জায়গায় শুনেন। কিন্তু সেগুলো তো আর সব সময় মনে থাকে না। উপড়ের লিংকে আপনারা একুশে ফেব্রুয়ারি ছন্দ উক্তি এবং যুতসই ক্যাপশন খুঁজে পাবেন!!

এভাবেই বছরের পর বছর ধরে পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারী উৎসব !!!


মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: মন্দ লেখেননি।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৫

ঢাবিয়ান বলেছেন: ধন্যবাদ পদাতিকদা।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৭

অর্ক বলেছেন: সমস্যা কোথায়? চলুক না। সহজভাবে নিন এসব। আমি নিজেও গতকাল ভাষা-শহীদদের স্মরণে আয়োজিত, সেই কোন্ মৌলভীবাজারের বড়োলেখায় গিয়ে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করলাম। প্রতিটা সেকেন্ড উপভোগ করেছি। খাওয়া ও ঘুমের অনিয়মিততার কারণে ফলাফল তেমন ভালো হয়নি। বিয়াল্লিশ মিনিট লেগেছে। যেখানে প্র্যাকটিসেই দশ কিলোমিটার চল্লিশ মিনিটে করেছিলাম। দশম প্লেসেই খুশি থাকতে হবে।

দেশ আজ স্বাধীন। ভাষাও স্বাধীন। প্রজন্মের পর প্রজন্ম চলে গেছে। এখন স্বাভাবিকভাবেই এগুলো আজ আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়িয়েছে। সহজ ও সুন্দরভাবেই নেই এসব। সময়ের দাবি যাকে বলে আরকি। সব সুন্দর। সব সুখদ। নিঃসন্দেহে বলা যায় যে, অমন পরিস্থিতি তৈরি হলে, দেশমাতৃকার প্রয়োজনে আমাদের এইসব সাদাকালো কিশোর তরুণেরাই একেকজন দুর্ধর্ষ, অকুতোভয় মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক হয়ে অস্ত্র হাতে দাঁড়াবে। এখন সবাইকে যার যার মতো আনন্দ উপভোগ করতে দিন না ভাই।

শুভেচ্ছা থাকলো শুভ আগামীর।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২০

ঢাবিয়ান বলেছেন: বিষয়টা সহজভাবে নেয়রা সুযোগ আসলে নাই। আনন্দ উপভোগ করার জন্য হাজারটা দিবস আছে। একুশে ফেব্রুয়ারী আনন্দ উদযাপন করার দিবস নয়। কিন্তু দুঃখজনকভাবে এখন এই দিবসকে পহেলা ফাল্গুন ( হলুদ পোষাক), ভেলেন্টাইন ডে ( লাল পোষাক ) উদযাপনের পর্যায়ে নিয়ে আসা হয়েছে।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৮

সোনাগাজী বলেছেন:



ফেইসবুক জেনারেশনের কল্যানে ভ্যালেন্টাইন-ডে, ফাগুন, শোক দিবস, সব মিলে একটা শংকর মাস হয়ে গেছে ফেব্রুয়ারী।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২২

ঢাবিয়ান বলেছেন: মূলবোধের অধঃপতন হলে যা হয় আর কি। আনন্দ উদযাপনই এখন মুল লক্ষ্য তা সে যে কোন মূল্যেই হোক না কেন !!

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২০

জুল ভার্ন বলেছেন: হোক ঈদ কিম্বা জাতীয় শোক দিবস- কিম্বা পূজাপার্বণ, মহরম সহ দেশের যাবতীয় উৎসব এখন বসন্ত বরণ কিম্বা ভ্যালেন্টাইন্স ডে-এর নামান্তর।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

ঢাবিয়ান বলেছেন: @ জুলভার্ন, আপনার পোস্ট পড়েই মুলত এই পোস্ট লিখতে অনুপ্রানিত হয়েছি। view this link

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

নেওয়াজ আলি বলেছেন: যুব সমাজের এই ভালো দিক। তবে রাজনৈতিক দলের ফুল দেওয়া নিয়ে হানাহানি খবরে এইসব চাপা পড়ে

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫১

ঢাবিয়ান বলেছেন: কোনভাবেই ভাল দিক নয়। একুশের চেতনা মানে সাদা কালর ফ্যশন শো নয়।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৫

অর্ক বলেছেন: ২১ ফেব্রুয়ারি উপলক্ষে মৌলভীবাজারের বড়োলেখায় আয়োজিত দশ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে আসলাম। আগের মন্তব্যে যেমন বলেছি, প্রতিটা সেকেন্ড ভরপুর উপভোগ করেছি। এজন্য এখন আপনার দৃষ্টিতে আমিও তো গালি খাওয়ার পাত্র। “২১ ফেব্রুয়ারিতে দৌড় প্রতিযোগিতায় কেমন ফুর্তি করে আসলো!” হা হা হা। কিন্তু ২১ শে ফেব্রুয়ারী ঠিক শোকের দিবস কিন্তু নয়। যা হোক আর কথা বাড়াবো না। ভালো থাকুন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫৯

ঢাবিয়ান বলেছেন: ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে দৌড় প্রতিযোগিতার আয়োজন করাটা বেশ ইতিবাচক। যুব সমাজের খেলাধুলায় সক্রিয় থাকাটা খুবই দরকার। মহৎ যে কোন কার্যক্রমই আমাদের ভাষা আন্দোলন এবং স্বাধীনতার চেতনার সঠিক বাস্তবায়ন ।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪২

সোনাগাজী বলেছেন:



ঢাবিয়ান বলেছেন: OMG রেজাউল৭০ তো পিলে চমকানো সব খবর নিয়ে হাজির হয়েছে। মডূ না আবার কমেন্ট মুছে দেয়।
শায়মা আপু , ফেসবুকে নক দিয়ে ব্লগারদের জানান দিন প্লিজ।

-রেজাউল৭০'এর জন্ম গতকাল; গত ৪ মাসে ২১টি "রেজাউল" ( রেজাউল৯০ - রেজাউল৭০ ) জন্ম নিয়েছে; এটা কি একটা ব্লগ?

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:

বাংলাদেশের প্রতিটি গৌরবময় দিবসই মৌলবাদ মাইন্ডেড বাংলাদেশ বিরোধী গোষ্ঠীর চোখের বালি। রীতিমতো এলার্জি।

এরা ১৪ই ১৬ই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ২৫ ২৬ শে মার্চ ৭ই মার্চ আসলেই গর্তে ঢুকে যাবে, বিভিন্ন দোষ খুঁজে বের করবে।
পহেলা বৈশাখ আসলে তো আরো বেশি এলার্জি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২১

ঢাবিয়ান বলেছেন: এই যে মৌলবাদী ট্যাগ করলেন তাও আবার একুশে ফেব্রুয়ারি সম্পর্কিত পোস্টে !! এটা যে ভাষা কেড়ে নেয়ার একটা অপপ্রয়াস সেটা আপনাদের কে বোঝাবে?

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২২

শেরজা তপন বলেছেন: ভাষা মগজ আর হৃদয় থেকে বেড়িয়ে পোষাকে চলে গেছে!
এটাও ভাষার একটা বিবর্তন :)

* সাদা কাল- সম্ভবত সাদা-কালো হবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৭

ঢাবিয়ান বলেছেন: খুব ভাল বলেছেন। পাঠ্যবই এর বর্নমালা তাই এখন আর সব শিশুর হাতে উঠতে না পেরে মানুষের পোশাকে উঠে গেছে!!

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:২২

সোহানী বলেছেন: জ্বী ব্রাদার, সারা বিশ্ব এখন সবকিছু বেঁচে খাচ্ছে, সেখানে আমাদের জাতীয় দিবসগুলো উপলক্ষ্য মাত্র।

বেনিয়াদের ইশারায় আমরা নাচছি, সেভাবে চাচ্ছে সেভাবে চলছি..............। যত বেচঁবে তত তাদের পকেটে ঢুঁকবে। তো.... চলবেই এভাবে, কোনভাবেই ঠেকাতে পারবো না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৪

ঢাবিয়ান বলেছেন: দিবস বেচে ব্যবসা করুক, আনন্দ উতসব করুক তাতে কোন অসুবিধা দেখছি না। কিন্ত কোন দিবস কিভাবে পালন করা উচিত সেটা যদি শিক্ষিতেরা না বুঝে তাহলে তা খুবই দুঃখজনক।

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৬

রানার ব্লগ বলেছেন: শেরজা তপন বলেছেন: ভাষা মগজ আর হৃদয় থেকে বেড়িয়ে পোষাকে চলে গেছে!
এটাও ভাষার একটা বিবর্তন


কথা সত্য !!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৯

ঢাবিয়ান বলেছেন: রাস্তার একপাশে চলছে সাদা কালোর ফ্যশন শো আরেক পাশের পথশিশু জানেই না ভাষা কি জিনিষ!! ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে আমরা আবার গর্ব করি !!

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সময়ের সাথে বসকিছু বদলে যায় কিন্তু তাই বলে শোকের মাষে শোক থাকবেনা এবার কেমন একুশে পালন !

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৩

ঢাবিয়ান বলেছেন: মানুষের মূল্যবোধের ভয়াবহ অধঃপতন হয়েছে বিগত কয়েক বছরে।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: আপনার শিরোনামটা কি সঠিক হয়েছে?

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২২

শায়মা বলেছেন: সাদা কালো ফ্যাশন একদম ঠিক।

এমনই হয়েছি আমরা এখন। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.