নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আপনারা জানেন, আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না, গলাও ভালো না, কিন্তু গান আমি খুব ভালোবাসি। গান বা সুরই পৃথিবীতে একমাত্র হিরন্ময় প্রেম। এই সুরের মধ্যে ডুবতে ডুবতে একসময় নিজেই সুর হয়ে বেজে উঠি। প্রেম ছাড়া বাঁচা যায় না পৃথিবীতে, বলতে পারেন, গান ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব।
গানের কোনো ব্যাকরণ বুঝি না, কিন্তু গাইতে খুব ভালোবাসি। শেয়ার করলাম আপনাদের সাথে নিজের অনুভূতি।
১
ডাকবো না, ডাকবো না, বাইরে থেকে অমন করে ডাকবো না
২
শাঙন গগনে ঘোর ঘনঘটা
৩
জগতে আনন্দ-যজ্ঞে আমার নিমন্ত্রণ - কোরাস
৪
জগতে আনন্দ-যজ্ঞে আমার নিমন্ত্রণ
৫
আমার ভাঙা পথের রাঙা ধূলায় পড়েছে কার পায়ের চিহ্ন - ফটোমিক্স-১
৬
আমার ভাঙা পথের রাঙা ধূলায় পড়েছে কার পায়ের চিহ্ন - ফটোমিক্স-২
৭
তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই
৮
তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার
৯
এটা আমার লেখা
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - একদিন নিবিড় সন্ধ্যায় দুজনে মুখোমুখি
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
০৮ ই মে, ২০২৪ বিকাল ৪:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর একটা কথার জন্য অনেক ধন্যবাদ নয়ন ভাই। শুভেচ্ছা।
২| ০৮ ই মে, ২০২৪ বিকাল ৪:৩১
ফ্রেটবোর্ড বলেছেন: আমি একটা মতামত জানাতে চাই। বিষয়টা আপনার ভালো লাগবে না জানি, তারপরেও জানাচ্ছি কারণ এই কাজ সাধারণত মানুষ সরল মনেই করে থাকে এবং শুরুতেই তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।
আপনি নিজে লিখেন, সুর করেন এবং নিজের কন্ঠেই বেশিরভাগ গান রেকর্ড করেন, এটা নিয়ে আমার কোন বক্তব্য নেই। কিন্তু কিছু বিষয় ইচ্ছাকৃতভাবে করা উচিত নয় এবং কেন নয় সেটা বলছি।
রবীন্দ্রনাথের গান গাইতে হলে সঠিক নোটেশন অনুযায়ীই গাইতে হবে এটাই নিয়ম। আমি জানি কবির প্রতি ভালোবাসা থেকেই আপনি এই গানগুলো গেয়েছেন এবং ইউটিউবে আপলোড করেছেন। আপনি কি সঠিক নোটেশন ফলো করে গান গেয়েছেন ? যদি না করে থাকেন তাহলে গানগুলো সঠিক নয় মানতে হবে। এখন মনে করুন নতুন কোন শিক্ষার্থী একটা রবীন্দ্রসংগীত শিখবে, ইউটিউবে সার্চ দিয়ে আপনার গান পেলো এবং সেটা কন্ঠস্থ করলো, তাহলে সেই শিক্ষার্থী কি ভুল শিখলো না ? এটা একটা উদাহরণ মাত্র।
আপনি অবশ্যই রবীন্দ্রসংগীত গাইবেন শুধু প্রচারের বিষয়টা মাথায় রাখা উচিত বলে মনে করছি।
এই বিষয়ের প্রতি আমাদের সবার সচেতন হওয়া উচিত।
০৮ ই মে, ২০২৪ বিকাল ৪:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি গঠনমূলক সমালোচনা করার জন্য। এমন মন্তব্য মানুষকে ঋদ্ধ, শাণিত ও শুদ্ধ করে।
আপনার কথা একেবারে ঠিক। কোনো শিক্ষার্থী যদি আমার গানটি শুনে শিখতে চান, তাহলে তার ভুল হবার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু আমি নোটেশন বা স্বরলিপি দেখে গাই নি। একেবারে শুনে শুনে শেখা আমার। তবে, আপনাকে একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই, যারা প্রফেশনালি গান শিখতে চান, তারা কখনোই আমার এ গান শুনে শিখবেন না। তারা ওস্তাদের কাছে স্বরলিপি ধরে শিখবেন। অন্যদিকে, আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে, অনেকেই গানের বিভিন্ন বিষয়, যেমন কোন সুর, কোন তাল, কোন স্কেলে গাইতে হবে, ইত্যাদি জানতে চান। আমি সবিনয়ে তাদেরকে আমার অজ্ঞতার কথা জানিয়ে দেই, কখনো-বা কোনো পরামর্শ থাকলে সেটা বলে দেই।
আরেকটা বিষয়েও আপনাকে আশ্বস্ত করতে চাই, আমি যাদের গানটাকে মাস্টারপিস ধরে শুনে শুনে গেয়ে থাকি, তারা নিজ নিজ যুগে সেরা গায়ক, যেমন সাগর সেন, চিন্ময় চট্টোপাধ্যায়, বন্যা, প্রমুখ। সুর ঠিক রাখার ব্যাপারে আমি নিজেই অনেক সচেতন, যেটার সুর তুলতে পারি না, সেটা গাইও না। এখানে শেয়ার করা গানগুলো রেজওয়ানা চৌধুরী বন্যা, সাগর সেন ও চিন্ময় চট্টোপাধ্যায়ের গায়কীকে অনুসরণ করে গাওয়া হয়েছে।
আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সুন্দর মন্তব্যের জন্য।
৩| ০৮ ই মে, ২০২৪ বিকাল ৫:০২
করুণাধারা বলেছেন: পোস্ট দেখে মনে পড়লো আজকে রবীন্দ্র জন্ম বার্ষিকী। ধন্যবাদ এ উপলক্ষে গানগুলো উপহার দেবার জন্য। দুটো রবীন্দ্র সংগীত আর আপনার লেখা শেষ গানটি শুনলাম। আমার ভালোই লেগেছে।
০৮ ই মে, ২০২৪ বিকাল ৫:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমি অবশ্য টিভি থেকেই খবরগুলো জানি। টিভি অন থাকে, যেমন অন থাকে ল্যাপটপ বা মোবাইলও
অনেক ধন্যবাদ আপু, দুটি রবীন্দ্রসঙ্গীত এবং আমার নিজের লেখা গানটি শোনার জন্য। অনুপ্রানিত হলাম।
ভালো থাকবেন, শুভেচ্ছা।
৪| ০৮ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার । বিশ্ব কবিকে জন্মদিনের শুভেচ্ছা!
০৮ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+
৫| ০৮ ই মে, ২০২৪ রাত ৯:৪০
সাদা মনের মানুষ বলেছেন: আপনার লেখা গানটা শুনলাম, বেশ ভালো লাগলো। কবির জন্মদিনে শ্রদ্ধা........শুভ রাত্রি
০৮ ই মে, ২০২৪ রাত ১০:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এতগুলো গানের মধ্যে আমার লেখা গানটা শুনলেন, এটা আমাকে অনেক বেশি আনন্দ দিল। অনেক অনেক ধন্যবাদ সামমা ভাই। শুভেচ্ছা।
৬| ০৮ ই মে, ২০২৪ রাত ১০:৩৫
শায়মা বলেছেন: ভাইয়া অনেক অনেক ভালোবাসা!!!
তোমার নিজের লেখা গানটাও সুন্দর হয়েছে!!!
কবিগুরুর প্রতি শ্রদ্ধা আজীবন!!!
০৮ ই মে, ২০২৪ রাত ১০:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। আমার নিজের লেখা গানটা সুন্দর হয়েছে জেনে আপ্লুত হচ্ছি। আজকে শুধু আমার গানটাই দেয়ার কথা ছিল। রবিকাকার জন্মদিন চলে আসায় কাকার গানই দিলাম, শুধু শেষমেষ যোগ করে দিলুম আমারটা
শুভেচ্ছা রইল।
৭| ০৮ ই মে, ২০২৪ রাত ১০:৪৭
নজসু বলেছেন:
চরণে ধরিয়া তব কহিবো প্রকাশি
গোপনে তোমারে সখা কত ভালোবাসি।
কেহ জানিবেনা মোর গভীর প্রণয়
কেহ দেখিবেনা মোর অশ্রুবারিচয়!
=শুভ জন্মদিন কবিগুরু=
০৮ ই মে, ২০২৪ রাত ১১:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
প্লিজ ক্লিক করুন - কতবারও ভেবেছিনু
প্লিজ ক্লিক করুন - কতবারও ভেবেছিনু
Drink to me only with thine eyes
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০২৪ বিকাল ৩:৩৯
নয়ন বিন বাহার বলেছেন: রবীন্দ্র সংগীত একটা আশ্রম! দিন শেষে একটা আশ্রয়!