![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনৈতিক দলগু্লোর সাথে এক বৈঠকে ড. ইউনুস বলেছেন, “আপনারা কে কোন সংস্কার চান, সেটা লিখে দেন, আমরা ওয়েবসাইটে প্রকাশ করবো। যদি আপনি সংস্কার চান, সেটাও প্রকাশ করবো, অথবা যেটা চান না, সেটাও প্রকাশ করবো।কোন দলের কোথায় কী আপত্তি এবার দেখা যাক''
জুলাই-অগাস্ট বিপ্লবের সবচেয়ে সুবিধাভোগী দল হচ্ছে বিএনপি ও জামাত। বিগত ১৭ বছরে আওয়ামিলীগের তুমুল দমন নীপিড়নের শিকার এই দুই দল আওয়ামিলীগের পতনের পরপরই মুক্তি পেয়েছে জুলুমের হাত থেকে। তবে বেশি সুবিধাভোগী দল হচ্ছে বিএনপি। আমরা দেখেছি খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়ার বিভিন্ন মামলা থেকে অব্যাহতি, মির্জা আব্বাস, বাবর সহ অনেক নেতার কারামুক্তি, সালাহউদ্দিন আহমেদের দেশ ফিরত, চট্রগ্রামের মেয়র, বেশিরভাগ প্রসিকিউটর, সচিব অর্থাৎ আমলাদের প্রায় ৮০%ধরতে গেলে বর্তমানে বিএনপির। অথচ আওয়ামিলীগের বিরুদ্ধে কোন প্রকার প্রতিরোধ গড়ে তুলতে অক্ষম এই দলটি শেষের দিকে পরিনত হয়েছিল '' ঈদের পরে আন্দোলন '' ঘোষনা করা করা একটা জোকার দলে।
দেশের সকল পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের অপরিসীম দেশপ্রেম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৃঢ় নেতৃত্বে এক ভয়ঙ্কর মাফিয়া রেজিমের হাত থেকে দেশ উদ্ধার পাবার পর গর্তে থেকে বেরিয়ে এসেছে আমাদের সকল রাজনৈ্তিক দলের নেতবৃন্দ। কিন্ত গর্ত থেকে বেরিয়ে এসেই বিএনপি এক ভাঙ্গা রেকর্ড বাজানো শুরু করেছে - '' নির্বাচন চাই , নির্বাচন চাই''!!! একটা দল ১৭ বছরে দেশের সম্পদ লুট করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, দেশের সকল সিস্টেম নষ্ট করে রাস্ট্রকে একটা ব্যার্থ রাস্ট্রের পর্যায়ে নিয়ে গিয়েছিল। আমাদের দেশের অনেক সৌভাগ্য যে ডঃ ইউনুস এই দেশে জন্ম গ্রহন করেছেন। উনার আন্তর্জাতিক কানেকশন ব্যবহার করে উনি মাত্র ছয় মাসে যে পরিমান দেশের উপকার করেছেন, যা বিগত ৫৩ বছরে হয়নি। দেশটাকে সংস্কার করে একটা পর্যায়ে পৌছিয়ে নির্বাচন দিতে চান ডঃ ইউনুস। কিন্ত এতে প্রবল আপত্তি বিএনপির। তাই ডঃ ইউনুস একেবারে সরাসরি বিএনপির আসল চেহারাটা উন্মোচন করে দিয়েছেন।
সংস্কার না করে নির্বাচন দিলে এতে কোন সন্দেহ নাই যে, বিএনপি ইলেকশন ইঞ্জিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় এসে দুর্নীতিবাজ তারেক রহমানকে ক্ষমতায় বসাবে। আর দেশের অবস্থা যেই লাউ সেই কদুই থাকবে। টাকা পাচার এই দেশ থেকে শুধু আওয়ামিলীগ করেনি, বিএনপিও করেছে । বিএনপি টাকা পাচারের এই ধারা অব্যাহত রাখতে চায়। তাই তাদের দরকার ক্ষমতা। বর্তমানে টাকা পাচার বন্ধ। তাই অসুবিধা শুধু আওয়ামিলীগের নয়, বিএনপিরো হচ্ছে। তাই তাদের তর সইছে না। ডঃ ইউনুসের প্রস্তাবিত সংস্কার হতে দিলে তাদের এইসব অবৈধ কাজ কারবারে বাধা সৃষ্টি হবে। আর তাইতো সরকারের প্রস্তাবিত সংস্কার এবং ছাত্র- জনতার সকল দাবীতেই তাদের প্রবল আপত্তি। আসুন দেখি বিএনপির আপত্তি নামা-
১.সংস্কারে আপত্তি!
২.আনুপাতিক হারে নির্বাচনে আপত্তি!
৩.আগে স্থানীয় নির্বাচনে আপত্তি!
৪.৭২ এর সংবিধান বাতিলে আপত্তি!
৫.আওয়ামী লীগ নিষিদ্ধে আপত্তি!
৬.ইস্কন নিষিদ্ধে আপত্তি!
৭.চুপ্পুর অপসারণে আপত্তি!
৮.ছাত্রদের নতুন দল মানতে আপত্তি!
৯. প্রথম আলো নিষিদ্ধে আপত্তি!
১০.জুলাই বিপ্লবের ঘোষণা পত্রে আপত্তি!
১১.জুলাই বিপ্লবীদের স্বীকৃতি দিতে আপত্তি!
১২.আগে ছাত্র সংসদ নির্বাচনে আপত্তি!
এই বিএনপির সাথে কি আপনি আওয়ামিলীগের তেমন কোন পার্থক্য দেখছেন ? আসলেই তেমন কোন পার্থক্য নাই। এতে কোণ সন্দেহ নাই যে, ক্ষমতায় বিনা বাধায় চুরি ডাকাতি বজায় রাখতে তারাও ভারতীয় আধিপত্যবাদকে মেনে নিবে। ভারতও এরপর আওয়ামীলীগের প্রতি একতরফা সমর্থন প্রত্যাহার করে আওয়ামিলীগ / বিএনপির পর্যায়ক্রমে ক্ষমতায় বসার প্রহসনমুলক গনতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন দিবে। মাঝখান থেকে এই দেশের আমজনতার হাল যেমন ছিল, তেমনই থাকবে।
এখনই সময় দেশের সকল নাগরিকের রাজনৈতিকভাবে সচেতন হবার। আমাদের সন্তানসম ছাত্ররা রক্ত দিয়ে যে নতুন স্বাধীনতা এনেছে , তা আমরা কোনভাবেই ব্যার্থ হতে দিতে পারি না। দুই পরিবারের কবল থেকে মুক্ত করতে হবে আমাদের কলুষিত রাজনীতিকে। দেশের ক্ষমতায় যেতে হবে আমজনতার প্রতিনিধিকে। ভারতেই দিকেই তাকিয়ে দেখুন। এই যে মোদি এত জনপ্রিয় ভারতে , কেন? কারন সাধারন পরিবার থেকে ক্ষমতায় যাওয়া মোদি কোন বিশেষ পরিবারের সদস্য নয়। মোদির কাছে ভারতের স্বার্থই মূখ্য। আমাদের দেশেও এক নতুন রাজনৈতিক বন্দোবস্তই পারবে সেরকম নির্বাচিত জনপ্রতিনিধিদের রাস্ট্রের ক্ষমতায় নিয়ে যেতে যাদের কাছে দল নয়, পরিবার নয় কেবল দেশের স্বার্থই মূখ্য হবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭
ঢাবিয়ান বলেছেন: একদম ঠিক বলেছেন। শুধু তাই না কে কোন মন্ত্রনালয় খাবে সেটাও রেডি। সরকারী চাকুরিরত বহু বন্ধুর মুখে শুনেছি একসময় কঠিন আওয়ামিলীগ করা অনেক আমলা ও উচ্চপদস্থরাই এখন ভোল পালটে বিএনপিপন্থী হয়ে গেছে। আসলে এদের কোণ দল নাই। যারাই এদের ঘুষ/ দুর্নীতির সুযোগ করে দিবে , এরা তখন সেই দলের।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না, ঠিক কী কী সংস্কার করছে তাও পরিষ্কার না- এই সুযোগে বিএনপি বা অন্য রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, বা দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশ্বাস দিচ্ছে।
এ মুহূর্তে অন্তর্বর্তী সরকারের উচিত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। দলমত নির্বিশেষে সব অপরাধীকে আইনের আওতায় আনা। দাগী আসামিদের মুক্তি না দেওয়া।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:০১
ঢাবিয়ান বলেছেন: আইন শৃংখলা ও বিচার ব্যবস্থার বিষয়ে আমি পুরোপুরি একমত আপনার সাথে। ডঃ ইউনুস এর অনেক কিছুর ওপরই কোন নিয়ন্ত্রন নাই। বিভিন্ন সময়ে উনার কথায় বিষয়টা পরিষ্কার। স্বরাস্ট্র উপদেষ্টা সম্পর্কে এত সমালোচনা হচ্ছে , কিন্ত তাকে পদ থেকে সরানোর ক্ষমতা ডঃ ইউনুসের নাই। বিএনপি যদি ভাল মানুষের দল হত , তবে এই সরকারকে পুর্ন সমর্থন দিয়ে প্রসাষন ও সেনাবাহিনীতে শৃংখলা প্রতিষ্ঠিত করতে পারত। কিন্ত বিএনপি চায় পুর্বের ফ্যসিবাদী ব্যবস্থাই বহাল থাকুক, শুধু এর কন্ট্রোল তাদের হাতে যাক। সরকারী চাকুরি করা বিভিন্ন আমলা, শিক্ষক ও পুলিশ কর্মকর্তাদের কাছ থেকেই শোনা এসব কথা। এখন বিএনপি পন্থী নাম দিয়ে ঘুষ দুর্নীতি অবাধে চলছে। ডঃ ইউনুসের সংস্কার কার্যক্রম কতটা সফল হবে বলা মুশকিল। তাই অনেক কিছুই এবার নির্ভর করছে জনগনের ওপড়। আমরা যদি সঠিক জনপ্রতিনিধি নির্বাচন করতে ব্যার্থ হই , তবে এই ব্যর্থতার দায় আমাদের ঘারেই বর্তাবে।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৯
সৈয়দ কুতুব বলেছেন: সরকার আগে তৌহিদি জনতা কে সামলাক ! এরপর না হয় রাজনৈতিক দলকে সামলাবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:০৩
ঢাবিয়ান বলেছেন: এইসব তৌহিদি/ মৌলবাদি/ জঙ্গী ট্যগিংবাজির দিন শেষ। দেখেছেনতো ট্রাম্প এর মনোভাব। তারা এসব গাল গপ্প আর খায় না।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩২
কামালপাশা২য় বলেছেন:
বিএনপি'র সাথে আওয়ামী লীগের পার্থক্য আছে; শেখকে হত্যা করে, জেনারেল জিয়া ক্যান্টনমেন্টে বসে বিএনপি গঠন করেছিলো; আর আওয়ামী লীগ গঠন করেছিলেন মওলানা, ইহাই ছিলো বাংগালীদের অধিকার রক্ষার দল; এখন পরিস্কার?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:০৭
ঢাবিয়ান বলেছেন: বাঙ্গালীর অধিকার রক্ষার দলতো শেষ কালে দেশের স্বাবভৌমত্ব আরেক দেশের কাছে বন্ধক দিয়ে বসেছিল ! বিএনপি আর যাই করুক সেটাতো করে নাই।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১৮
কামালপাশা২য় বলেছেন:
শেখ ও তাজউদ্দিন সাহবেকে হত্যা করে মিলিটারী বিএনপি গঠন করেছিলো; উহাতে স্হান পেয়েছিলো যারা বাংলাদেশে চাহেনী ও বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিলো; ইহাই বিএনপি'র ইতিহাস।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৯
ঢাবিয়ান বলেছেন: এই অতীত ইতিহাসের বুলি কপচানির দিন শেষ। নতুন প্রজন্মের কাছে অতীত ইতিহাসের অর্থহীণ কচকচানির কোণ মূল্য নাই। তারা বর্তমান নিয়ে আগ্রহী। পারলে বর্তমান নিয়া দুই কলম লিখেন।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩৬
কামালপাশা২য় বলেছেন:
আপনিও কি নতুন প্রজন্মের ১ জন? আপনিও কি ৩২ নম্বর বাড়ীতে আগুন দিয়েছেন?
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪৩
ঢাবিয়ান বলেছেন: যাক নতুন আরেক নিকে উদয় হলেন! তা হঠাৎ করে কামাল পাশা নিক নেবার কারন কি ? আপনি বরং হিটলার ৩ নিক নেন। হিটলার ১, ২ আবার কে তা জিগায়েন না।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৯
কামাল১৮ বলেছেন: তিন বছর পার করে দিবে এই সব করে।এর মধ্যে জোগাড় যন্ত্র শেষ,তার পর ঘোষিত গৃহ যুদ্ধ।তার পর খিলাফত।
বিশ্ব করছে অন্য চিন্তা।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২৬
কু-ক-রা বলেছেন: উহা (পাঁদগাজী) ৩২ নম্বরের জন্য কান্নাকাটি করিতে আসিয়াছে।
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: নতুন দলের কপালে দুঃখ আছে।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৪
নতুন বলেছেন: এমপি মন্ত্রীর লিস্ট রেডি। নিবার্চন দিলেই তো সব ধান্দা চালু হয়ে যায়। তাই নিবাচনের জন্য তর সইছেনা।