নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন দেশ সেরা বিশ্ববিদ্যালয়

১৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:২১

সদ্য প্রকাশিত (year 2026) কিউএস র্যাংকিং এ ঢাকা বিশ্ববিদ্যালয় 584 তম স্থান অর্জন করে দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেছে। । দ্বীতিয় স্থানে রয়েছে বুয়েট ( rank 761-770) , তৃতীয় স্থানে নর্থ সাউথ ইউনিভার্সিটি ( rank 951-1000) , চতুর্থ স্থানে ব্র্যক ইউনিভার্সিটি ( rank 1001-1200 ) এবং পঞ্চম স্থান দখল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( rank 1201-1400)।


বিগত ১৭ বছরে স্বৈরাচারী আওয়ামিলীগ সরকারের আমলে আমাদের দেশীয় বিশ্ববিদ্যালয়্গুলোর স্থান QS or Times higher education Ranking এ ৮০০ এর মধ্যে কখনও ছিল না। সবচেয়ে করুন দশা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের । দেশীয় বিশ্ববিদ্যালয়্গুলোর মাঝেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান নেমে গিয়েছিল অনেক নীচে। এর ক্রেডিট অবস্যই আমরা দিতে পারি চা চপ সিঙ্গারা ভিচি মহোয়দকে!! তবে উনাকে একক ক্রেডিট দিলে অবস্য দলীয় লেজুরভিত্তিক নীল দলীয় চাটুকার ও দালাল শিক্ষকদের প্রতি অবিচার করা হবে! ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান এর অধঃপতন ঘটানোতে এদের সবার যৌথ কৃতিত্ব রয়েছে!! তবে কৃতিত্বের আরেক দাবীদার ছাত্রলীগ। হেলমেট পড়ে শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমের নতুন ধারা সৃষ্টিতে এদের নজিরবীহিন ভুমিকা রয়েছে!!


স্বৈরাচার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন যে ভিসি নিয়োগ দেয়া হয়েছে তিনি নির্দলীয়। ড. নিয়াজ আহমেদ খান এর আগে বেসরকারী আইইউবি ইউনির উপ উপাচার্য ছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কুইন এলিজাবেথ হাউসে সিনিয়র কমনওয়েলথ ফেলো প্রফেসর নিয়াজের কর্মজীবন বর্নাঢ এবং রিসার্চ প্রোফাইল খুবই সমৃদ্ধ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বায়িত্ব গ্রহনের পরপরই তিনি বিশ্ববিদ্যালয়ে শৃংখলা প্রতিষ্ঠা করেন। সাধারন ছাত্রছাত্রীরা উনার প্রসংসায় পঞ্চমুখ। প্রায়সই তিনি , হলগুলোতে গিয়ে শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন, কোনো দাবি-দাওয়া আছে কিনা বা কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে জানতে চান। দিনরাত তিনি বিশ্ববিদ্যায়ের মান উন্নয়নে কাজ করে চলেছেন যার প্রতিফলন ঘটেছে আন্তর্জাতিক রেংকিং এ । ডক্টর ইউনুসের কাছে অনুরোধ থাকবে যে, ক্ষমতা থেকে বিদায় নেয়ার পুর্বে তিনি যেন শিক্ষাঙ্গন থেকে দলীয় লেজুরভিত্তিক শিক্ষক ও ছাত্র রাজনীতি চিরতরে নিশিদ্ধ করে যান। ২০২৪ এর জুলাই/ অগাস্ট এর গনঅভ্যূত্থানে হয়ত এত ছাত্রদের প্রান দিতে হত না যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো জাতির বিবেক হিসেবে কাজ করত।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:২৯

ফারমার২ বলেছেন:


ইহাতে মোল্লা শফি কি পড়াচ্ছেন?

১৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:৫০

ঢাবিয়ান বলেছেন: ফেনিক্স নিকের কি হল? সেটাও গেছে :)

২| ১৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অবশ্যই দেশ সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়।

১৯ শে জুন, ২০২৫ বিকাল ৫:০৮

ঢাবিয়ান বলেছেন: ধন্যবাদ। একজন এক্স ঢাবিয়ান হিসাবে নিজের বিশ্ববিদ্যালয়ের জন্য আমি সবসময়ই গর্ববোধ করি। তবে ২০২৪ এ নাহিদ আসিফরা যে সাহস ও দেশপ্রেমের নজির স্থাপন করেছে , তা অবিস্মরণীয় । ছাত্রদের এই গনঅভ্যূত্থান বিশ্বব্যপী আলোড়ন তুলেছিল। ডক্টর ইউনুস এবং বাংলাদেশকে এখন সবাই ভিন্ন চোখে দেখে।

৩| ১৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪৪

আঁধারের যুবরাজ বলেছেন: ফারমার২ বলেছেন: ইহাতে মোল্লা শফি কি পড়াচ্ছেন?

- গাজীভাই ,উনি মারা গিয়েছেন অনেক দিন হলো। আপনার ডেটাবেজ আপডেট নাই !

১৯ শে জুন, ২০২৫ বিকাল ৫:১২

ঢাবিয়ান বলেছেন: উনার ডাটাবেজে তিনি মোহর মেরে দিয়েছেন। তাই সেই ডাটাবেজ আর আপডেট হবার কোন সুযোগ নাই।

৪| ১৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:৫৬

নতুন নকিব বলেছেন:



প্রমান হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ই দেশসেরা।

১৯ শে জুন, ২০২৫ বিকাল ৫:১০

ঢাবিয়ান বলেছেন: ধন্যবাদ ভাই। নাহিদ, হাসনাতরা হারিয়ে যাওয়া গৌ্রব পুনরুদ্ধার করেছে।

৫| ১৯ শে জুন, ২০২৫ বিকাল ৫:৫৫

ভুয়া মফিজ বলেছেন: টেনশান নিয়েন না, ছাত্রলীগ নাই তো কি, ছাত্রদল আছে না!!! বিএনপি ক্ষমতায় আসলে দেখবেন, খেলা কারে বলে!!! আবার টেন্ডারবাজী, চাদাবাজী (আবার চাদগাজী মনে কইরেন না!!), হল দখল, গেষ্ট হাউজ কালচার.........সবই চালু হবে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সত্যনাশ না করে সোনার ছেলেরা ঘরেই ফিরবে না। :P

১৯ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:০৩

ঢাবিয়ান বলেছেন: বিএনপি যা শুরু করেসে, তাতে খুবই হতাশাবোধ করছি। তবে ছাত্রদল এবার সুবিধা করতে পারবে না । কিছুদিনের মধ্যে ডাকসু ইলেকশন হতে যাচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতারা সবাই এবার বিভিন্ন পদে প্রার্থী। কাজেই কিছুটা আশাবাদী। এরা অতীতের ভয়ঙ্কর দিনগুলো আর ক্যম্পাসে ঢুকতে দিবে না।

৬| ১৯ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:২৯

ফারমার২ বলেছেন:




খুবই গুরুত্বপুর্ণ গার্বেজ লিখেছেন; এখনো চা-সিংগারা কি সস্তা ওখানে?

কমেন্ট মুছেন কেন? গার্বেজ নিয়ে লিখলে লোকজন তো কমেন্ট করবেই।

৭| ১৯ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:০৬

ফারমার২ বলেছেন:



বিএনপি জয়ী হলে, এনসিপি'র বিপ্লবীরা ডাকসু'তে নয়, করাচীতে চাকুরী করবে।

৮| ২০ শে জুন, ২০২৫ রাত ১২:২৬

অপু তানভীর বলেছেন: এটা গত বছরের। ৫৫৪ তম। ভিসি আইসা উন্নতি করতে নাকি অবনতি?

৯| ২০ শে জুন, ২০২৫ রাত ১২:৩০

অপু তানভীর বলেছেন: টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং, ভিসি আসার আগে এবং পরে
২০২৪


২০২৫


ভিসি আসায় উন্নতি হইছে নাকি অবনতি?

২০ শে জুন, ২০২৫ সকাল ৮:৪২

ঢাবিয়ান বলেছেন: নতুন ভিসি আসার পরই উন্নতি হয়েছে। র‍্যাঙ্কিং সিস্টেম ভাল করে খেয়াল করুন ।কারেন্ট ইয়ারের র‍্যাঙ্কিং প্রকাশিত হয় পরের বছরের জন্য। ২০২৪ সালের র‍্যাঙ্কিং প্রকাশিত হয় ২০২৩ সালে। তখন দেখেন যে, ঢাবির অবস্থান ছিল ৮০০ -১০০০ এর মধ্যে । এরপর ২০২৫ সালের র‍্যাঙ্কিংয়ে প্রকাশিত হয় ২০২৪ সালে যেখানে ঢাবির র‍্যাঙ্কিং ১০০১-১২০০ । নতুন ঢাবির ভিসি নিয়োগ পায় ২০২৪ এর অগাস্টের পরে। এরপর ২০২৫ সালের র‍্যাঙ্কিং প্রকাশিত হয় ২০২৪ সালে এবং সাথে সাথেই দেখিন যে ঢাবির অবস্থান ৫৫৪ তে এসে পড়ে। এই বছর প্রকাশিত হয়েছে ২০২৬ সালের র‍্যাঙ্কিং এবং ঢাবির অবস্থান ৫৮৪তম। অর্থাৎ ২০২৪ ও ২০২৫ সালেই ঢাবির র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়েছে এবং সেটা নতুন ভিসি আসার পরেই।

১০| ২০ শে জুন, ২০২৫ ভোর ৪:১০

ফারমার২ বলেছেন:



উহাতে ছেলেমেয়েরা ভর্তি হবে, "রগকাটার সার্জন" হয়ে বেরিয়ে যাবে।

১১| ২০ শে জুন, ২০২৫ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: হাসিনা ছিলো বলেই এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মক্তব হয়নি।

১২| ২০ শে জুন, ২০২৫ সকাল ১০:০৫

অপু তানভীর বলেছেন: কিএস র‍্যাংকিং প্রকাশিত হয় সাধারণত বছরের জুন মাসে। ২০২৬ সালের র‍্যাংকিং ঢাবির অবস্থান ৫৮৪। প্রকাশিত হয়েছে ২০২৫ এর জুনে এবং ২০২৫ সালের জুন পর্যন্ত তথ্য নিয়ে এটা প্রকাশিত।
এবার ২০২৫ সালের র‍্যাংকিংএ ঢাবির অবস্থান ৫৫৪। প্রকাশিত ২০২৪ সালের জুনে এবং এটা হয়েছে ২০২৪ সালের জুন পর্যন্ত তথ্য নিয়ে। ২০২৪ সালের জুন পর্যন্ত ভিসি কে ছিল?
এবার বলেন ভিসি আসায় উন্নতি হয়েছে নাকি অবনতি?

এবার আসি টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং।
টাইমস হায়ার এডুকেশন (THE) র‍্যাংকিং সাধারণত বছরের বিভিন্ন সময়ে প্রকাশিত হয়, তবে তাদের মূল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশিত হয়। ইমপ্যাক্ট র‍্যাংকিং সাধারণত মে মাসের কাছাকাছি সময়ে প্রকাশিত হয়। এই র‍্যাংকিংগুলির জন্য ডেটা সংগ্রহের সময়সীমা সাধারণত আগের বছরের মাঝামাঝি থেকে শুরু হয়ে থাকে।
২০২৪ সালে ইমপ্যাক্ট র‍্যাংকিং এ ঢাবির অবস্থান ৮০১-১০০০। আগের বছর অর্থ্যাত ২০২৩ এর মাঝামাঝি তথ্যের ভিত্তিতে। এই সময়ে ভিসি কে?
২০২৫ সালে ইমপ্যাক্ট র‍্যাংকিং এ ঢাবির অবস্থান ১০০১-১২০১ । আগের বছর অর্থ্যাৎ ২৪ সালের মাঝামাঝি সময়ের তথ্যের ভিত্তিতে। এই সময়ে ভিসি কে?

কিছু লেখার আগে ভাল করে পড়াশোনা করে লেখেন। দলকানা আর কানা বিরোধী মূলত একই প্রজাতির।

২০ শে জুন, ২০২৫ দুপুর ২:৫৯

ঢাবিয়ান বলেছেন: The Times Higher Education (THE) World University Rankings for 2025

https://www.timeshighereducation.com/world-university-rankings/latest/world-ranking#!/length/25/locations/BGD/sort_by/rank/sort_order/asc/cols/stats



উপড়ের লিংক খুলে দেখুন। এই Ranking মোতাবেক ২০২৫ এ ( ২০২৪ সালে প্রকাশিত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান হচ্ছে ১০০১-১২০০ এবং দেশীয় বিশ্ববিদ্যালয়ের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান হচ্ছে ১১ তম। সাধারনত কিউএস ও টাইমস হায়ার এডুকেশনে Ranking এর মাঝে ফারাক তেমন বেশি হয় না। কিন্তু এতো দেখছি আকাশ পাতাল ফারাক !! কোথাও নিশ্চই একটা গলদ আছে। তবে গত বছরে মনে আছে যে, দেশীয় বিশ্ববিদ্যালয়ের মাঝে ঢাবির মান নীচে নেমে যাওয়ায় খুব হেচৈ হয়েছিল। ঢাবির পরিচিত টিচাররা জানিয়েছিল যে , শিক্ষকতার মান নীচে নেমে যাওয়া ও ভুয়া রিসার্চ নিয়ে ধরা পড়ে বেশ কিছু টিচার। সব কিছুর পরিপ্রেক্ষিতে ঢাবির মান নীচে নেমে গেছে। ২০২৬ এর টাইমস Ranking এখনও প্রকাশিত হয়নি। সেটা বের হলে বোঝা যাবে।

১৩| ২০ শে জুন, ২০২৫ বিকাল ৫:৪৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: টেনশান নিয়েন না, ছাত্রলীগ নাই তো কি, ছাত্রদল আছে না!!! বিএনপি ক্ষমতায় আসলে দেখবেন, খেলা কারে বলে!!! আবার টেন্ডারবাজী, চাদাবাজী (আবার চাদগাজী মনে কইরেন না!!), হল দখল, গেষ্ট হাউজ কালচার.........সবই চালু হবে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সত্যনাশ না করে সোনার ছেলেরা ঘরেই ফিরবে না। :P ছাত্রদল, ছাত্রশিবিরি ও তাদের ছানাপোনারা মোটামুটি ছাত্রলীগের জায়গা দখলে নিয়েছে। বেশিদিন নাই খেলা আরও জমবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.