নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রানহরি দাসের কৃষিঋন
সুদে আসলে বেড়ে দিনদিন
ব্যাংকের খাতায় চিরদিন
থেকে যাবে, হবে না শোধ,
নাই প্রতিরোধ।
আজীবন শোধ করেও প্রানহরি
তোমার উত্তরসুরি
হবেনা মুক্ত।
উদয়াস্ত খেটে অভুক্ত
উদরে যখন ফির সন্ধায়
মনে কি হয় ইশ্বর তুমি কোথায়?
দেখার কি কেউ নাই বাংলায়?
ব্যংকের সুদ আর স্যারদের খাবি
আট বছর রক্ত দিয়েও মিটে নাই দাবী,
বুকের পাঁজরগুলো খুলে একে একে
দিয়েও মিলেনি মুক্তি কৃষিঋন থেকে!
নি:শাস নিতে কষ্ট হয়
পুতিগন্ধময়
বাংলার বাতাসে অ্ক্সিজেন
হয়ে গেছে শেষ,
সারা দেশ
মৃত্যুশয্যায়
শুয়ে অপেক্ষায়;
বাহে নূরল দীন, তুমি কেথায়?
সময় যে বয়ে যায়,
হাঁকো, "বাহে, কুনঠে সবাই?"
২| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪২
আখেনাটেন বলেছেন: প্রানহরি দাসের কৃষিঋন
সুদে আসলে বেড়ে দিনদিন
ব্যাংকের খাতায় চিরদিন
থেকে যাবে, হবে না শোধ,
নাই প্রতিরোধ।
আজীবন শোধ করেও প্রানহরি
তোমার উত্তরসুরি
হবেনা মুক্ত।--বেশ শুরু। লিখে যান। শুভকামনা
৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০১
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪১
খায়রুল আহসান বলেছেন: নূরল দীনের কবিতা ভাল হয়েছে। + +
"মৃত্যুসয্যায়" কথাটার বানান ভুল হয়েছে। মৃত্যুশয্যায় হবে।
ব্লগে আপনাকে বিলম্বিত সুস্বাগতম জানাতে এখানে এলাম! এখানে আপনার বিচরণ দীর্ঘস্থায়ী হোক, আনন্দময় ও স্বচ্ছন্দ হোক, নিরাপদ হোক!
হ্যাপী ব্লগিং!
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০
ঢাকার লোক বলেছেন: আপনার ভালোবাসা ও আন্তরিক শুভকামনায় আমি মুগ্ধ ! মৃত্যুশয্যায় বানানটা ঠিক করে দিলাম, করুনাময় আল্লাহ দুনিয়া ও আখিরাত, উভয় জগতে আপনাকে সার্বিক সাফল্য দান করুন !!
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
ব্লগে স্বাগতম।
আপনি অনেকদিন ব্লগে, লেখা মাত্র একটি