নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

গতর বইস্যা গেলে খামু কি?

০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫



বয়স তাঁর ষাটের ঘরে। ২৭ বছর ধরেই চলছে বোঝা বইবার পেশা।
জীবনের ভার বইতে বইতে মেরুদণ্ড ধনুকের মত বেঁকে গেছে।
হাত, পিঠের পেশীগুলো এখনও সক্ষমতার স্বাক্ষ্য দিলেও তাঁর চিন্তা আছে, আছে কালো কুয়াশার মত শঙ্কা।
'গতর ঠিক থাকলে পেটের চিন্তা করি না। তয় ঘুম হয় না ওই গতরের চিন্তায়ই, গতর বইস্যা গেলে খামু কি? আল্লায় যেন ঠাস কইরা নিয়া যায়। '

----আজকের কালের কণ্ঠ থেকে নেয়া !

আমেরিকায় সোশ্যাল সিকুরিটি, কানাডায় ওল্ড এজ পেনশন ! আমাদের একমাত্র আল্লাহ ভরসা ! 'আল্লায় যেন ঠাস কইরা নিয়া যায়। '!!!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমেরিকায় সোশ্যাল সিকুরিটি, কানাডায় ওল্ড এজ পেনশন ! আমাদের একমাত্র আল্লাহ ভরসা !!


ঠিক তাই।

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২২

ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ ভাই, পড়ার জন্য! শুনেছি আমাদের দেশেও ওল্ড এজ পেনশন চালু হয়েছে, তবে কারা পান, তার পরিমান কত বা তা দিয়ে একজনের সংসার চলে কিনা জানিনা । তবে নিঃসন্দেহে এটা ভালো সূচনা সেটা স্বীকার করতেই হবে ।

২| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৪

ওমেরা বলেছেন: যার আল্লাহ আছে, তার সবই আছে।এই জীবনই তো শেষ নয়।

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৯

ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ,
সেতো আছেই! " নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার উপর ভরসা করে কাজ করেন" (সুরাহ আল ইমরান :১৫৯)

৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: আমাদের আল্লাহ যা করেন তাই কপাল ঠেকে মেনে নিতে হয়। এরকম বৃদ্ধদের বসে খাওয়ার কোন প্রজেক্ট আমাদের দেশে নেই।

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১১

ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ ভাই,
ভবিষ্যতে রাষ্ট্রীয় সহযোগিতা যেন থাকে রাস্ট্রনায়করা সেদিকে দৃষ্টি দিবেন সে কামনা করি ।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুবই খারাপ লাগে এদের দেখলে, কিন্তু আমাদের কিছুই করার নেই...

৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৮

জাহিদ হাসান বলেছেন: :( :(

৬| ০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৯

খায়রুল আহসান বলেছেন: "গতর বইস্যা গেলে খামু কি?" - এ চিন্তাটা বয়স্ক মুরুব্বিকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গেল! এদের দিকে সহানুভূতির দৃষ্টি দেয়াটা সমাজপতিদের আশু কর্তব্য। বোঝা বইতে বইতে মুরুব্বির 'ধনুকের মত বেঁকে যাওয়া' মেরুদণ্ডের ছবি দেখে ভীষণ মায়া লাগছে।

১৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪৬

ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ ভাই, বেশ অনেকদিন পর ব্লগে ঢুকে আপনার মন্তব্যটি দেখলাম! ভালো আছেন আশা করি। ভবিষ্যতে রাস্ট্রনায়করা সেদিকে দৃষ্টি দিবেন সে কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.