নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাস! মুক্তিযুদ্ধের ৪৭ বছর পর আজও দেশ স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে যে সাহসী তরুণ হানাদার পাক বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল এবং যুদ্ধ শেষে আর ফিরে আসেনি, যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছেন তাদের প্রতি এ জাতির কৃতজ্ঞতার শেষ নেই । দুঃখজনক যে আজও সেই মহান শহীদদের একটা পূর্ণাঙ্গ তালিকা তৈরী হয়েছে বলে আমার জানা নেই । এই শহীদ মুক্তিযোদ্ধাদের কারও স্ত্রী বাবা ভাই ছেলে মেয়ে ভাতিজা বা প্রতিবেশি আজও তাদের স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছেন যারা তাদের নাম ধাম দিয়ে এ তালিকা তৈরিতে সহায়তা করতে পারবেন । এখনো সম্ভব তাদের প্রত্যেকের নাম তালিকাভুক্ত করে তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়া । বর্তমানে দেশের প্রায় প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় আছে যার প্রধান শিক্ষককে দায়িত্ব দিলে তার গ্রামের শহীদ মুক্তিযোদ্ধাদের খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠায়ে দিতে পারেন ; এতে স্বল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে একখানা প্রাথমিক তালিকা প্রণয়ন করা সম্ভব । দেশের জন্য জীবন উৎসর্গ করা শহীদ মুক্তিযোদ্ধারা কোনো ভাতা চাইতে আর আসবেন না, আসবেন না কোনো চাকরির দরখাস্ত নিয়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীনতার সুফল ভোগ করছি তাদের প্রতি যথাযথ সম্মান ও কৃতজ্ঞতা জানানোর জন্য আমরা কি এ মরণোত্তর স্বীকৃতিটুকু অন্তত দিতে পারি না ?
২| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫২
ঢাকার লোক বলেছেন: সমর্থন জানানোর জন্য ধন্যবাদ! ভাল থাকুন।
৩| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:০২
চাঁদগাজী বলেছেন:
তাজুদ্দিন সাহেব, শেখ সাহেব, জেনারেল জিয়া লিষ্ট করতে পারেনি; উনারা কি ধরণের বুদ্ধিমান মানুষ ছিলেন?
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫১
ঢাকার লোক বলেছেন: বুদ্ধির অভাব ছিল বলা মুশকিল, ইচ্ছার অভাব কি ছিল? কে জানে ! ধন্যবাদ মন্তব্যের জন্য !
৪| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৩
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: দেশে আসল মুক্তিযোদ্ধা আর ভূয়া মুক্তিযাদ্ধা ক’জন বলতে পারবেন?
০৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:০১
ঢাকার লোক বলেছেন: ভাতা চাকরি পদ সম্মান ইত্যাদি লাভের জন্য মুক্তিযোদ্ধা তালিকায় দুর্নীতি হয়েছে, যারা শহীদ হয়েছেন তারা এ সাবের উর্ধে ! এখানে তাই দুর্নীতির দরকার নাও হতে পারে । ধন্যবাদ মন্তব্যের জন্য ।
৫| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৪
রাজীব নুর বলেছেন: মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করতে গিয়েও তো দুনিয়ার দুর্নীতি হলো।
০৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:০১
ঢাকার লোক বলেছেন: ভাতা চাকরি পদ সম্মান ইত্যাদি লাভের জন্য মুক্তিযোদ্ধা তালিকায় দুর্নীতি হয়েছে, যারা শহীদ হয়েছেন তারা এ সাবের উর্ধে ! এখানে তাই দুর্নীতির দরকার নাও হতে পারে । ধন্যবাদ মন্তব্যের জন্য ।
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:১১
শাহিন বিন রফিক বলেছেন: আপনার ভাবনা খুবই ভাল। সরকারের সৎ ইচ্ছা থাকলে খুব ভালভাবে এই কাজ করা সম্ভব।