নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

আশে পাশে শিয়ালদের চিনে রাখুন !

২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৮



চাঁদগাজী ভাইয়ের কুমির আর শিয়ালের পার্টনারশিপ প্রজেক্টের গল্প পড়ে আরেক পার্টনারশিপ ব্যাবসার গল্প মনে পড়লো । ভাইতো মনে হয় নিউইয়র্কে থাকেন, সেই নিউইয়র্কেরই গল্প ! আশা করি ভালোই লাগবে, অন্যরাও যারা পার্টনারশিপ ব্যাবসার কথা ভাবছেন তারাও শিক্ষা গ্রহণ করতে পারবেন ।

মার্কের স্টেপ সিস্টার মিশেল, মিশেল থাকে ব্রনক্সে , মার্ক থাকে ব্রুকলিনে ; যদিও কথা হয় মাঝে মধ্যে দেখা হয় কদাচ । হঠাৎ একদিন সাবওয়েতে দেখা, যে ভাইকে বছর খানেক আগে বেশ করুন অবস্থায় দেখেছিল, আধা ছেড়া জুতা, রং ঝলসে যাওয়া টি শার্ট, তাকে চকমকে টাই শুটে দেখে বোন একটু অবাকই হলো, যথা রীতি হাই হেলো বিনিময় এর পর বললো, বছর খানেক আগেতো তোমার অবস্থা বেশ খারাপই দেখেছিলাম এখনতো বেশ ভালো আছো মনে হচ্ছে ? " হা সেই তোমার সাথে দেখা হওয়ার পর পরই আমার এক পুরানো বন্ধুর সাথে দেখা , ওর ছিল ১০০ হাজার ডলার, একজন এক্সপেরিয়েন্সড পার্টনার খুঁজছিলো ব্যবসা করার জন্য, আমি ওর সাথে যোগ দেই ." তা, মনে হচ্ছে তোমাদের ব্যবসা ভালোই করছে ?" "হা ভালোই করছিলো, until last month when we went bankrupt. Now I have $100,000 and my friend has EXPERIENCE.”
কাজেই আশে পাশে শিয়ালদের চিনে রাখুন, নয়তো হিসাবের খাতায় শুধু এক্সপেরিয়েন্সই জমা হবে !

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

এম কে বলেছেন: হা হা হা.....
দারুণ মজার আর শিক্ষণীয় বটে।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৬

ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ, ভালো লেগেছে জেনে খুশি হলাম. ভালো থাকবেন

২| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৬

প্রবাসী দেশী বলেছেন: ১০০ হাজার ডলার এর অভিজ্ঞতা নিঃসন্দেহে ওই বন্ধুর ভবিষ্যতে কাজে দেবে !

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৯

ঢাকার লোক বলেছেন: নিঃসন্দেহে দামী অভিজ্ঞতা, কাজে লাগবে আশা করা যায় ! ভালো থাকবেন ।

৩| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৬

সৈয়দ তাজুল বলেছেন:
ধূর্তরা এক্সপেরিয়েন্স বিক্রি করে যা আয় করে তা অল্প দিনেই শেষ হয়ে যায়, ফল স্বরূপ তারা আবারো পথের ফকির হয়। কিন্তু যারা নিজ সরলতায় এক্সপেরিয়েন্স ক্রয় করেন তারা পরবর্তিতে আর কোন কিছুর বিনিময়ে এক্সপেরিয়েন্স ক্রয় করেন না। তারা সতর্ক হয়ে যান পুরোজীবনের জন্য। কিন্তু অন্যের পড়ে যাওয়া দেখে যারা শিক্ষা নেয়, তারাই প্রকৃত সচেতন ব্যক্তি।

ভালো লাগলো প্রিয়।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৮

ঢাকার লোক বলেছেন: সরলতার সুযোগ নিয়ে কেউ একবার ঠকিয়ে গেলে ক্ষতি নেই, বারবার যেন না ঠকি অভিজ্ঞতা থেকে সে শিক্ষা নেয়ার ক্ষমতা থাকা আবশ্যক । মন্তব্যের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন ।

৪| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৬

ঢাবিয়ান বলেছেন: শিয়ালরাই আমাদের দেশের নেতা, রাজনীতিবিদ, মন্ত্রী, এম্পি। শুধু গল্পের কুমিরের সাথে আমাদের একটু ফারাক আছে। কুমির বোকা আর আমরা আমজনতা পেশীশক্তির কাছে অসহায়।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৯

ঢাকার লোক বলেছেন: সরলতার সুযোগ নিয়ে কেউ একবার ঠকিয়ে গেলে ক্ষতি নেই, বারবার যেন না ঠকি অভিজ্ঞতা থেকে সে শিক্ষা নেয়ার ক্ষমতা থাকা আবশ্যক । মন্তব্যের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন ।

৫| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দারুন বিজনেসতো।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:০২

ঢাকার লোক বলেছেন: প্ল্যান আছে নাকি শুরু করার কারো সাথে ?
মন্তব্যের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন ।

৬| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৯

আহমেদ জী এস বলেছেন: ঢাকার লোক ,



আমরা আমজনতাও প্রতি পাঁচ বছর পরে পরে এমন পার্টনারশীপের ব্যবসায় দু'হাত তুলে দাঁড়িয়ে যাই । আর তার ফলেই আমাদের তিক্ত এক্সপেরিয়েন্স হয় আর পার্টনারদের হয় ৳ ১০০০০০০০০০০০০০০০০০০.......... :||

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৬

ঢাকার লোক বলেছেন: বারবার যেন না ঠকি অভিজ্ঞতা থেকে সে শিক্ষা নেয়ার ক্ষমতা আল্লাহ আমাদের নসিব করুন। মন্তব্যের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন ।

৭| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আজকাল শিয়ালরা মনুষ্যত্ব দেখাতে গিয়ে মুরগির সাথে দোস্তি করে। আবার প্রয়োজনে সামান্যা অজুহাতে দোস্তি ভেঙ্গে ফেলে।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১:৫০

ঢাকার লোক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।

৮| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: বাস্তব।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৮

ঢাকার লোক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।

৯| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের ভোট দেয়ার EXPERIIENCE টা বেড়ে চলেছে

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৮

ঢাকার লোক বলেছেন: এক্সপেরিয়েন্স কখনো বিফলে যায়না, ভাই ! মন্তব্যের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।

১০| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

বিদেশে কামলা খাটি বলেছেন: আমাদের সবারই অভিজ্ঞতার ঝুলি কেবল বড় হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.