নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

আবার তোরা মানুষ হ !

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩০


আমাদের দেশের ট্রেনে (সম্পূর্ণ অপরিচিত) সহ যাত্রীদের কথোপকথন:

আসালামু আলাইকুম, কেমন আছেন?
ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি কেমন আছেন?
এইতো চলে যাচ্ছে, আপনি কোথায় যাবেন?
ভৈরব বাজার
আমিও যাব ভৈরব বাজার, আপনার বাড়ি বুঝি ভৈরব বাজার?
না, শশুর বাড়ি,
ও শশুর বাড়ি, তা কি ভৈরব শহরে?
না, জগন্নাথপুর,
তা জগন্নাথপুর কার বাড়ি?
বড় বাড়ি
বড় বাড়ি, কার মেয়ে বিয়ে করেছেন আপনি?
জনাব আলী সাহেবের
ও জনাব আলী সাবের জামাই আপনি! তা উনার কোন পক্ষের মেয়ে বিয়ে করছেন আপনি?
কোন পক্ষ মানে ? উনার তো এক পক্ষই আছে জানি!
ওমা উনি বলেন নাই? উনার আগের পক্ষের বৌতো একটা মেয়ে নিয়ে সেই যে বাপের বাড়ি গেছে আর আসে নাই , আপনারে না বলে বিয়ে দিয়েছে, খোঁজ নেন নাই আপনারা ? ঠকানো কারে বলে, গাঁয়ে সবাই জানে !
কি বলেন গত পাঁচ বছেরে তো কারো কাছে শুনিনি !

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


কথা সত্য হলেও অসুবিধা নেই, ৫ বছরে কোন অসুবিধা যখন হয়নি, সামনের দি গুলোও ভালো যাবার প্রত্যাশা

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯

ঢাকার লোক বলেছেন: সত্য হতে পারে, তবে মিথ্যা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায়না ! গায়ে পড়ে এসে অতিরিক্ত কৌতূহলি হওয়া আর উপদেশ বিতরনের অভ্যাস আমাদের ত্যাগ করা দরকার ।
ধন্যবাদ, ভালো থাকবেন, ভাই !

২| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিওতো শুনি নাই,
আপনি শুনেছেন ?

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:২২

ঢাকার লোক বলেছেন: না শুনাই ভালো, এগুলোতে কান না দেয়াই উচিত ,
ধন্যবাদ , ভালো থাকবেন ।

৩| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো বাঙালীর চিরাচরিত স্বভাব!

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩

ঢাকার লোক বলেছেন: ঠিক বলেছেন ভাই , অতিরিক্ত কৌতূহলি হওয়া আর উপদেশ বিতরনের অভ্যাস আমাদের ত্যাগ করা দরকার .
ধন্যবাদ ভালো থাকবেন ভাই

৪| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:০৩

সাদা মনের মানুষ বলেছেন: তার মানে আপনি ঢাকার লোক হয়ে ভৈরব গিয়ে ধরা খাইছেন :-B

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:২৭

ঢাকার লোক বলেছেন: আপনি আবার ভৈরবের লোক না তো ?
ধন্যবাদ ভাই , ভালো থাকবেন

৫| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:১১

সৈয়দ তাজুল বলেছেন: ভৈরবের মেয়েরা খুবই ভাল। ৫বছর চলে যাওয়া মানে এ সাক্ষাতকারের প্রভাবলেস ;)

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯

ঢাকার লোক বলেছেন: আপনিও কি ভৈরবের লোক ?
ধন্যবাদ ভাই , ভালো থাকবেন

৬| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:২০

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ সময় কাটলো।জামাই ভালো ছেলে। বাজে কথায় কান দেবেনা।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৩১

ঢাকার লোক বলেছেন: এগুলোতে কান না দেয়াই উচিত !
ধন্যবাদ ভাই , ভালো থাকবেন

৭| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:২৪

রোকনুজ্জামান খান বলেছেন: দার ন X( :P

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

ঢাকার লোক বলেছেন: ট্রেনে যান কখনো ? এসব মজা ট্রেনেই শুনতে পাবেন !
ধন্যবাদ ভাই , ভালো থাকবেন

৮| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৩১

অর্থনীতিবিদ বলেছেন: ঘটনা সত্যি নাকি?

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪

ঢাকার লোক বলেছেন: সে আর বলতে ?
ধন্যবাদ , ভালো থাকবেন

৯| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:২৬

নূর-ই-হাফসা বলেছেন: অযথা নিজের খবর বাহিরের লোকের মুখে শোনা বিরক্তিকর । আর লোকেরা খারাপ খবর গুলো দিয়ে হয়তো মজাই পান

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪১

ঢাকার লোক বলেছেন: হয়তো তার বক্তব্যটা মিথ্যা হওয়াও বিচিত্র না ! গায়ে পড়ে এসে অতিরিক্ত কৌতূহলি হওয়া আর উপদেশ বিতরনের অভ্যাস আমাদের ত্যাগ করা দরকার ।
ধন্যবাদ, ভালো থাকবেন !

১০| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: বাঙ্গালি অন্যের ব্যাপারে বাঙ্গালি নাক মুখ চোখ সবই গলান।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

ঢাকার লোক বলেছেন: ঠিক বলেছেন , অতিরিক্ত কৌতূহলি হওয়া আর উপদেশ বিতরনের অভ্যাস আমাদের ত্যাগ করা দরকার .
ধন্যবাদ , ভালো থাকবেন

১১| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চিরকালীন বাংলাদেশী স্বভাব। আজাইরা লোকগুলোর জন্য সমাজ এগুতে পারে না...

১২| ১১ ই মে, ২০১৮ রাত ১:০৯

প্রামানিক বলেছেন: বউ ভালো হলে শ্বশুর কিছু করুক গে। অসুবিধা নাই। হগগলের কথায় মাইতেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.