নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

\'গ্যারাকল\' টা ঠিক কি কল ?

২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯



'গ্যারাকল' টা ঠিক কি কল জানিনা, তবে গ্যারাকলের এক গল্প মনে পড়ল, ঠিক গল্প না, সত্য ঘটনা। অনেক বছর আগের ঘটনা, আমার বিদেশ যাওয়া ঠিক, পারমিশন, পাসপোর্ট ইত্যাদি নিয়ে আজ সেক্রেটারীয়েট, কাল ফরেন মিনিস্ট্রি অফিস, দৌড়াদৌড়ি করছি, এরই মাঝে কোথায় কিভাবে আমার ড্রাইভার লাইসেন্সটা হারিয়ে ফেললাম। শান্তিনগরে পুলিশের অফিসে কয়েকদিন ঘুরলাম, কপি নাই, তাই শুধু নাম ঠিকানা দিয়ে বের করা যাবেনা!
অগত্যা পরিচিত এক সিনিয়র ভাইকে বললাম, উনি সেদিন সন্ধ্যায় একজনের বাসায় নিয়ে গেলন, সব শুনে উনি বললেন, "নাম ঠিকানা আমাকে লিখে দিয়ে যান, কাল আমি বলে দিব, পরসু সকালে গিয়ে শান্তিনগর অফিস থেকে নিয়ে আসবেন!"
দ্বিতীয় দিন সকালে গিয়ে সেই একই অফিসার, যার কাছে আগেও কয়েকদিনই গিয়েছি, তার সাথে দেখা করে যখন ঐ ভদ্রলোকের কথা বললাম উনি বললেন, " ও এটা আপনার কেস্? বসেন, চা খান, ঐ আবদুল, এ সারের লাইসেন্সটা যে কাল করে রেখেছ, সার এসেছেন, দিয়ে দাও। "
তাই বলছিলাম, গ্যারাকল যখন আছে তো তার ব্যবহার সব সময়ই হবে। নয়তো কলে মরিচা পড়ে যাবে যে ! কেউ এ কলে পড়বে নিজেই নিজের ভুলের মাসুল দিতে, কেউ পড়বে অন্যের অন্যায়ের শিকার হয়ে!
আল্লাহ পাক আমাদেরকে সব রকম গ্যারাকলে পড়া থেকে হেফাজত করুন!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

শাহিন বিন রফিক বলেছেন:



ঘঠনার উদ্দেশ্য আমি ধরতে পারি নি, আমার দূর্বলতা।
আচ্ছা কোটা সংস্কার ঝামেলা মেটাতে কার কাছে গেলে সহজে মিট-মাট মানে স্যার হয়ে গেছে বলবে?

২| ২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমিন।।।

ভাল বলেছেন।।।।।।

৩| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: ছবিটা কি গ্যাড়াকলের?
না গেন্ডারি রস করার যন্ত্র?

২০ শে জুলাই, ২০১৮ রাত ৯:০১

ঢাকার লোক বলেছেন: এটা গেন্ডারি রস করার যন্ত্র, ধারণা করছি গ্যারাকলও এরকম একটা কিছু হবে ! ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৪| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর এভাবেই আমরা নিজের প্রয়োজনে লিংক ব্যবহার করি, আর লিংক না থাকলে বলি, দেশে ঘুষ ছাড়া কোন কাজই হয় না...

২১ শে জুলাই, ২০১৮ রাত ১:০৯

ঢাকার লোক বলেছেন: আপনার দেখাটাও অসত্য এবং উপেক্ষণীয় নয়, তবে নিগেটিভ দিকের সাথে কিছু পসিটিভ দিকও আছে , আপনার তালগাছ অন্যায় ভাবে কেউ নিয়ে গেলে উপযুক্ত গ্যাড়াকলের সহায়তায় তা উদ্ধার করা অন্যায় কিছু নয় ! আমার এক বন্ধু একজনকে ব্যাবসার জন্য প্রায় ১ কোটি টাকা দিয়ে হারাতে বসেছিল, শেষে এমনি এক গ্যাড়াকলের সহায়তায় অর্ধেক অন্তত উদ্ধার করতে সক্ষম হয়েছে !

৫| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: হুম। কত কত গ্যাড়াকলে পড়েছি এতোদিন। ভাগ্য ভাল এটায় পড়ে কেউ মরে না

৬| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৫৩

ঢাকার লোক বলেছেন: Yes, coming out of it alive is the best part of it. Unfortunately some of the victims come out with broken ribs! Alhamdulillah, you are lucky you came out safe.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.