নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৭



সম্মানিত ব্লগার রক বেনন ত্রিফলা নামে আজই ৩টা গল্প শেয়ার করেছেন , এমনি আরো একটা গল্প শেয়ার না করে পারলাম না , এক নার্স বলছেন গল্পটা , সত্য- মিথ্যা জানিনা , হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প :

" এক ব্যাস্ত সকলে সাড়ে আটটায় ৮০র মতো বয়সী এক ভদ্রলোক তার হাত থেকে সেলাই খুলতে এলেন, এসেই বললেন তার একটু তাড়া আছে , ৯টায় একটা এপয়েন্টমেন্টে যেতে হবে ।
আমি তার তাপমাত্রা, প্রেসার ইত্যাদি চেক করে বসতে বললাম, আমি জানি এমন ব্যাস্ত সময় ডাক্তারের দেখা পেতে এক ঘন্টার আগে হবে না ! উনি অপেক্ষা করছেন, আর বার বার ঘড়ির দিকে তাকাচ্ছেন , তার তাড়া দেখে ভাবলাম আমি কিছু করতে পারি কিনা । ক্ষতটা দেখে মনে হলো বেশ শুকিয়ে গেছে, ডাক্তারের সাথে আলাপ করে নিজেই সেলাই খোলার জন্য জিনিসপত্র নিয়ে তাকে ডাকলাম, যখন সেলাই খুলছিলাম, জিজ্ঞেস করলাম উনার এতো তাড়া কেন, এর পর কি আরেকজন ডাক্তারের সাথে এপয়েন্টমেন্ট আছে? ভদ্রলোক বললেন, না , কাছেই এক নার্সিং হোমে যেতে হবে তার স্ত্রীর সাথে ব্রেকফাস্ট করতে !
আমি তার স্ত্রীর শারীরিক অবস্থা সম্বন্ধে জানতে চাইলাম, উনি বললেন, তার স্ত্রী আজ বেশ কয় বছর ধরে আলঝাইমার রোগে ভুগছেন এবং নার্সিং হোমে আছেন ।
বললাম, 'আজতো আপনার একটু দেরি হয়ে যাবে, উনি কি রাগ করবেন ?'
"না, ও আমাকে এখন আর চেনে না, প্রায় পাঁচ বছর হয়ে গেলো আমি কে কিছুই মনে করতে পারে না !"
অবাক হয়ে বললাম, আপনাকে চিনতেও পারে না, আর আপনি প্রতিদিন সকালে তার সাথে নাস্তা করতে যান ?"
মৃদু হেসে আমার হাতে একটু চাপ দিয়ে ভদ্রলোক বললেন , " ও না হয় আমাকে চেনে না, আমিতো চিনি ও আমার কে !"
সূত্র : Click This Link

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:


ভালো মানের, বড় মনের কাহিনী

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩০

ঢাকার লোক বলেছেন: ভাই, আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম! যদিও অনুবাদটাই শুধু আমার কৃতিত্ব!

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

ওমেরা বলেছেন: আপনার এটা বানানো গল্প হলেও আমি এরকম সত্য ঘটনার সাক্ষী আছি । তবে সত্য কথাই বলি গল্প আমার হৃদয় স্পর্শ করেনি কারন উনার বয়স আছি উনার এই বয়সে এ ছাড়া আর কিছু করার নেই। বরং এতে তারই কিছু উপকার এতে হচ্ছে , সে প্রতিদিন স্ত্রীর কাছে আসছে , যাচ্ছে এতে সে কিছুটা এ্যাকটিভ থাকছে এই বয়সে তার শরীর ও মনের জন্য খুবই উপকার হচ্ছে।
যদি ৪০ বছরের কোন পুরুষ মানুষ এটা করত তাহলে হৃদয় ছুয়ে যেত । সেটা সমাজে উদাহরণ হয়ে থাকত ।

তার পরও ভাল ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৫

ঢাকার লোক বলেছেন: আপনার পয়েন্টটাও গুরুত্বপূর্ণ, তবে আমাদের দেশে এমন ৪০ বছরের লোক কোথায় পাবেন ? স্ত্রীর এমন অবস্থা হলে তাকে বরং ঘটকের বাড়ি ঘন ঘন যেতে দেখা যাবে, দ্বিতীয় স্ত্রীর খোঁজে !
আর হৃদয় ছুঁয়ে যাওয়ার বিষয়টা আপেক্ষিক, একই জিনিস কারো ভালো লাগে, কারো লাগেনা , এইতো স্বাভাবিক ! তাই না ? অনেক ধন্যবাদ অকপট মন্তব্যের জন্য ।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৯

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ!! দারুণ তো; ভাল লেগেছে পড়ে ৷

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩২

ঢাকার লোক বলেছেন: ভাই, আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম! অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনুভূতি গুলো ভোতা হয়ে যায়
ভার্চুয়াল আবেগের ঝড়ে
ইমোটিকনে- আবেগ আটকে গেলে
কেইবা ভাবে অন্তরের সত্যানুভব!!!

+++

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩

ঢাকার লোক বলেছেন: সুন্দর বলেছেন, ধন্যবাদ !

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: মানবিকতার গল্প।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩

ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ !

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

পবন সরকার বলেছেন: চমৎকার গল্প।

৭| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪

ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ !

৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: এ গল্পটা ফেইসবুকে এবং আরো অন্য কোথাও অনেকবার পড়েছি। তবে যতবারই পড়েছি, ততবারই ভাল লেগেছে।
২ নং মন্তব্য এবং প্রতিমন্তব্য- দুটোই ভাল লেগেছে।

আপনার প্রথম পোস্ট - এখনোকি হয়নি সময় নূরল দীন? - পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। আশাকরি, একবার সময় করে দেখে নেবেন।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

ঢাকার লোক বলেছেন: ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ! বেশ আগে লিখা কবিতায় আপনার মন্তব্যও এক্ষুনি দেখছি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.