নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

কদরের রাতের বিশেষ দুআ

১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:২১

সহী বুখারীতে সংকলিত আয়িশা (রা) ও আবু সাইদ আল খুদরী থেকে বর্ণিত হাদিস অনুসারে রাসূলুল্লাহ (স) বলেছেন, লাইলাতুল কদর রমজানের শেষ ১০ রাতের কোনো একটি রাত, এবং তা বেজোড় রাতগুলোর একটি । অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭, অথবা ২৯ রমজানের রাতের যে কোনো একটি হোতে পারে । এই রাতে আল্লাহর ইবাদাত ও জিকিরের মাধ্যমে নিজের ও অন্য সবার জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করার গুরুত্ব অপরিসীম । আল্লাহ পাক এই রাতের গুরুত্ব সম্পর্কে সুরাহ কদরে বলেছেন, "নিশ্চয়ই এই রাতে এটি (কোরান) নাজিল করেছি, কদরের রাত সম্পর্কে কি আপনি জানেন, কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম ! "
এই রাতের দেখা যদি পেয়েই যান তো কি দুআ করবেন জানতে চাইলে আয়িশা (রা) কে রাসূলুল্লাহ (স) নিচের এই দুআটি করতে বলেন,
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
( আল্লাহুম্মা ইন্নাকা আফু উন তুহিব্বুল অফুয়া ফা ফু আন্নি)
ও আল্লাহ , তুমি ক্ষমাকারী , ক্ষমা করাকে ভালোবাসো, কাজেই আমাকে ক্ষমা করো !
আসুন, আমরাও রমজানের শেষ রাতগুলোতে এই দুআ বেশি বেশি করে করি !

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্য সে জন যে জন পেয়েছে এ রাত
সকলেরই উচিত পেতে এ রাত করে প্রাণপাত।।

২| ১৪ ই মে, ২০২০ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: কত দোয়া পড়লাম জীবনে অথচ কোনো উপকার পেলাম না।

১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:১৩

ঢাকার লোক বলেছেন: "তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি সাড়া দেব।" (সুরাহ মুমিনুন :৬০); "আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তুতঃ আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে, তাদের প্রার্থনা কবুল করে নেই, ( সুরাহ বাকারা: ১৮৬)
ভাই, আপনার এপ্লিকেশন সাবমিট করে যান, অধৈর্য হবেন না, গ্রান্ট করার যিনি তিনি করবেন, গ্রান্ট হবে তিনি বলেছেন

৩| ১৪ ই মে, ২০২০ রাত ৮:৫৮

নেওয়াজ আলি বলেছেন: রোজার শেষ দশ শবে কদরের নামাজ পড়া উচিত

৪| ২৪ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: লাইলাতুল ক্বদর গত হবার প্রায় তিন মাস পরে আপনার এ পোস্টটি পড়লাম, তবে যে দু'য়া আপনি বেশি বেশি করে পাঠ করার কথা বলেছেন, তা আগে থেকেই জানা ছিল বিধায় আপনার সদুপদেশ পালন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ!
আল্লাহ রাব্বুল 'আ-লামীন আমাদের প্রার্থনার ভুলত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে সেগুলোকে আমাদের জান্নাত লাভের ওসিলা হিসেবে ক্ববুল করে নিন!
পোস্টে ভাল লাগা + +।

৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৭

ঢাকার লোক বলেছেন: আজ অনেকদিন পর ব্লগে ঢুকে আপনার এ মন্তব্য পড়ে খুশি হলাম ভাই, আশা করি ভালো আছেন, দেরিতে দেখার জন্য ক্ষমা প্রার্থী আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করুন, আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.