নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন ব্লগে একটি লেখা, কিছু মন্তব্য, প্রতি মন্তব্য, পড়তে গিয়ে অনেকটাই হতাশ ও অবাক হলাম। কলমি নামের আড়ালে থাকার সুযোগে আমাদেরকে অন্যরা হয়তো চিনে না ঠিক, তাই বলে লেখা পড়া শিখে অপাঠ্য অশ্লীল ভাষা ব্যাবহারে নিজে নিজে গৌরব বোধ করার কোনো কারণ আছে বলেও আমার মনে হয় না। আর যারা লেখককে চেনেন তাদের অনুভূতির কথা না ই বললাম!
ব্লগিং এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের চিন্তা, অভিজ্ঞতা এবং মতামত শেয়ার করতে পারি। এটি একটি মুক্ত মাধ্যম, যেখানে যে কেউ স্বাধীনভাবে লিখতে পারেন। তবে, ব্লগে ভাষা ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ।
সংক্ষেপে, ব্লগে অশ্লীল ভাষা ব্যবহার না করাই ভালো। এটি শুধু পাঠকদের প্রতি সম্মান প্রদর্শন করে না, বরং লেখকের ব্লগের গুণগত মান বজায় রাখতেও সহায়ক।
কিছু ব্লগ হাস্যরসাত্মক হতে পারে, যেখানে হালকা ভাষা ব্যবহার করা যেতে পারে। কিন্তু যেকোনো ক্ষেত্রে, অশ্লীল ভাষা ব্যবহার না করাই শ্রেয়। অনেক সময় অশ্লীল ভাষা ব্যবহারে পাঠকরা বিরক্ত, হতাশ বা ক্ষুব্ধ হতে পারেন; লেখকের পেশাদারিত্বের অভাব প্রকাশ পেতে পারে। অশ্লীল ভাষা ব্যবহারে পাঠকদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। লেখা পড়ে পাঠকরা কেমন অনুভব করবেন, তা নিয়ে ভাবা জরুরি। অশ্লীল বা রূঢ় ভাষা পাঠকদের বিরক্ত করতে পারে, যা ব্লগের জনপ্রিয়তা কমাতে পারে।
ব্লগিং কমিউনিটির নীতিমালা এবং নিয়মাবলী মেনে চলা জরুরি। অনেক ব্লগিং প্ল্যাটফর্মের নিজস্ব নিয়মাবলী রয়েছে, যেখানে অশ্লীল ভাষা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা থাকতে পারে। সেই নিয়মাবলী মেনে চলা ব্লগারের দায়িত্ব।
"আপনি কিছুই জানেন না!" বলার চেয়ে "আপনার কথা আমি বুঝতে পারছি, তবে এ বিষয়ে আমার ভিন্নমত আছে।" বলায় নিজের সম্মান যেমন কমে না তেমনি অপর পক্ষের সম্মানেও আঘাত লাগেনা!
অশ্লীল ভাষার পরিবর্তে সুষ্ঠু ভাষা ব্যবহারে ব্লগ আরও প্রাঞ্জল, পেশাদার এবং পাঠকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। ভাষা যতটা সুশৃঙ্খল এবং সম্মানজনক হবে, ততটাই ব্লগের মান এবং জনপ্রিয়তা বাড়বে।
অবশেষে, নিজের লেখার মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অশ্লীল ভাষা ব্যবহার করলে লেখার গুণমান কমে যায় এবং পাঠকরা দূরে সরে যেতে পারেন। সুতরাং, পরিশীলিত ও প্রাঞ্জল ভাষায় লেখার চেষ্টা করা উত্তম।
২| ০২ রা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
লিখন২০১৬ বলেছেন: ঠিক কইসেন ভাই। অশ্লীলভাষা পরিত্যাজ্য। তয় কালকা লেখার খাতা নামক গোফরানের মালটি নিক আমারে কয় গোফরান আর সোনাগাজী মুতলে নাকি আমরা ভাইসা যামু। ইডা কুনো ভদ্দরলোকের ভাষা হইলো? এই বেডা ষাড় মালটি দিয়া এবং নিজের নিক দিয়া দিনরাইত সোনাগাজির চামচামি করতাসে। সোনাগাজির তবুও কিছু দাম আছে কিন্তু গোফরাইন্না ফুডোগরাফারের ফুডা পয়সা দাম নাই। তাই সোনাগাজির লগে নিজের নাম লাগায়া রাহে। একলগে মুততেও চায়। এইডা কোনো কতা? এইডা কুনো চাওয়া? এই কিনা ব্লগারের ভাষা। দুব্বলের অস্ত্র গালি আর গোফরাইন্না এবং তার মালটিগো অস্ত্র সোনাগাজির নাম আর কেউ তারে উলডা কইলেই ব্লক কইরা সেফ সাইড লওয়া। গালি দিয়া দরজা লক কইরা ফালায় এমনই ডরপুক বেডা।
৩| ০২ রা জুলাই, ২০২৪ রাত ৮:১৮
এম ডি মুসা বলেছেন: যোগ অভিযোগ এসব দুই পক্ষের আলোচনা নিজস্ব ব্যক্তির এদের আলোচনা বার বার পোস্ট পড়ার দেখার ইচ্ছা জাগে না। গত কয়েক দিন এসব পোস্ট বহু দেখছি। সমস্যা হলে কতৃপক্ষ সাথে আলোচনা করুণ । এসব বিতর্ক আর আলোচনা পাতায় বার বার পড়তে ভালো লাগে না
৪| ০২ রা জুলাই, ২০২৪ রাত ৮:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লেখা।
৫| ০২ রা জুলাই, ২০২৪ রাত ৮:২১
পাইকার বলেছেন: ব্লগে বাদুড় মনবেরা ছিল, আছে এবং থাকবে। ইদানিং এরা ঘন ঘন প্রাকৃতিক কর্ম সম্পাদন করছে।
৬| ০২ রা জুলাই, ২০২৪ রাত ৮:২২
পাইকার বলেছেন: ইহাদেরকে উপদেশ দেয়া বৃথা।
৭| ০২ রা জুলাই, ২০২৪ রাত ৮:৪৪
নতুন বলেছেন: যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, ব্যক্তি আক্রমন করে তারা সাটিফিকেট অর্জন করেছে কিন্তু জ্ঞান বা প্রজ্ঞা অর্জন করেনাই।
আর যারা মাল্টিনিক খুলে মানুষকে হয়রানির চেস্টা করে তাদের জন্য করুনা হয়। এরা কতটা মানুষিক ভাবে অসুস্থ হলে সময় ব্যয়, মেধা, টাকা খচর করে অন্যকে হয়রানীর জন্য মিল্টিনিক চালায়?
এরা কতটা অশান্তিতে থাকে মনের ভেতর?
৮| ০২ রা জুলাই, ২০২৪ রাত ৯:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আফসোস।
আফসোস।।
৯| ০২ রা জুলাই, ২০২৪ রাত ১১:০০
সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগে গালিগালাজ করা যাবে কিন্তু ব্যক্তি আক্রমণ করা যাবে না। অর্থাৎ কাউকে উদ্দেশ্য করে সরাসরি গালি দেয়া যাবে না। তবে গালির শব্দ উচ্চারণ করা যেতে পারে যদি সেটা কাউকে উদ্দেশ্য করে না হয়। ব্লগে খুজলে এখনও প্রচুর গালির ছড়াছড়ি দেখতে পাবেন। আবার কৌশলে গালি দেয়া যায়। যেমন আপনি লিখতে পারেন চু.. মা..নি। এগুলি জায়েজ আছে।
১০| ০৩ রা জুলাই, ২০২৪ দুপুর ২:০৭
মোস্তফা সোহেল বলেছেন: যারা ব্লগে অশ্লীল ভাষা ব্যবহার করেন তাদের শুভ বুদ্ধির উদয় হোক।
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮
নয়া পাঠক বলেছেন: ভাইয়া, ভাষা হলো মানুষের অন্তরের ছবি। যে যত বেশি প্রাতিষ্ঠানিক সনদ অর্জন করবে, স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায়, তার ভাষা ও তার প্রয়োগ ততটাই সুন্দর ও মার্জিত হবে। কিন্তু বাস্তবিক দেখি উল্টো ঘটনা ঘটে, সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী একজন ব্যক্তিও নিদ্বিধায় সাবলীলভাবে তার বাসার কাজের বুয়া বা গাড়ীর চালককে অশ্রাব্য গালি দিতে একটুও কুণ্ঠাবোধ করেন না বা লজ্জিতও হন না। এসব হল আমাদের নৈতিক শিক্ষার অভাবের ফল।
ব্লগ হল এমন একটি প্লাটফর্ম যাতে আমরা যারা ব্লগার তারা তাদের ইচ্ছেমত লিখতে পারি। কিন্তু আমাদের নৈতিক শিক্ষা ও যথাযথ মূল্যবোধ না থাকায় আমরা এখানেও অশ্রাব্য, অশ্লীল গালিগালাজা বা অন্যকে ব্যক্তিআক্রমণ করে থাকি যাদের সাথে আমাদের মতামত না মিলে। যারা এমনটা করে ভাবে আমি খুব দিয়েছি তাকে... আসলে ঘটনা ঘটে ঠিক উল্টোটা, তিনি জঘন্য জঘন্য শব্দভান্ডার ব্যবহার করে অন্যকে আক্রমণাত্মক গালিগালাজ করে মূলত তার নিজের অন্তরের কুৎসিৎ ছবিটাই সবার সামনে প্রকাশ করে দিয়ে ইজ্জত হারান। আর মজার ব্যাপার হল, তিনি যে এই ক্ষতির সম্মুখীন হলেন তা তিনি নিজে কখনও বুঝতে পারেন না।
আপনার লেখার সাথে সহমত।