নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

আমাদের সংখ্যালঘু ভাইরা যেন বিভ্রান্ত না হোন

১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:৫৯


বাংলাদেশের সকল দেশপ্রেমিক হিন্দুর, বিশেষত তাদের নেতৃবৃন্দের, উচিত বিশাল ত্যাগের বিনিময়ে দেশ যখন একটা সুন্দর ভবিষ্যতের দ্বারপ্রান্তে, ঠিক সেই মুহুর্তে কোন দেশী-বিদেশী চক্রান্তকারী অশুভ ফায়দা লুটার অসদুদ্দেশ্যে তাদেরকে যেন দাবার গুটি হিসাবে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সদা হুঁশিয়ার, এবং সেই সাথে সোচ্চার, থাকা।
এ বিজয় জনতার, হিন্দু মুসলমান সবার। সবাই এর সুফল যেন পেতে পারেন সেটিই সবার কাম্য !

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: মূল্যবান একটা পোস্ট দিয়েছেন। বাংলাদেশে ইচ্ছে করে আওয়ামীলীগ হিন্দুদের বাড়ি আক্রমণের চেষ্টা করছে ভারতের মনোযোগ পাওয়ার জন্য। এগুলিতে কোন কাজ হবে না। আমাদের দেশের মুসলমান ভাইয়েরা মন্দির পাহারা দেয়া শুরু করেছে।

কয়েক ঘণ্টা আগে গোপালগঞ্জকে সেই রকম সাইজ করেছে আর্মি। ইউটিউবে পাবেন। কালকে থেকে সারা দেশের আওয়ামীলীগের নেতা, চ্যালারা অনেকেই পালাবে বা আত্মগোপনে যাবে। গাধাগুল্ক অকারণে আর্মির গায়ে হাত দিয়েছে। এখন মজা বুঝবে। হাসিনার কপালে আরও দুঃখ বাকি আছে মনে হচ্ছে। সে নিজে বিপদে পড়বে আর দেশের মধ্যে দলের চ্যালাদের বিপদে ফেলবে।

১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৬

ঢাকার লোক বলেছেন: পরাজিত পক্ষ যে কোনো ভালো কাজকে পন্ড করতে ষড়যন্ত্র করতে সচেষ্ট থাকবে, আমরা যেন সে ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে বরং একতাবদ্ধ হয়ে তাকে প্রতিহত করতে পারি সেদিকে জোর দিতে হবে। একাত্বতা জানানোর জন্য ধন্যবাদ !

২| ১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৩২

আলামিন১০৪ বলেছেন: এদের বেশিরভাগই বিশ্বাসঘাতক, দেশের মানুষ যখন মসজিদের ইমাম আর মাদ্রাসার ছাত্র দিয়ে এদের মন্দিরগুলো প্রহরা দিয়ে নিরাপদ রাখছে তখন এদের একাংশ শাহবাগে জমায়েত হয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এদের ষড়যন্ত্র সফল হবেনা, এদেরকে এদের রাষ্প্রদ্রোহিতার মামলায় গ্রেফদার করতে হবে। বিশ্বাসঘাতকতার শাস্তি পেতেই হবে।

১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৬

ঢাকার লোক বলেছেন: সবার ষড়যন্ত্র বোঝার শুভবুদ্ধির উদয় হোক, নিজের ভালো বোঝার সক্ষমতা হোক !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.