নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

ইতিহাস নির্ধারণ করবে কে \'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি\'!

১৬ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:২৫

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পোড়ানো বা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার সপক্ষে এবং বিপক্ষে মতামত আছে অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশকে স্বাধীন একটা রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার পিছনের তার অবদান কেউ অস্বীকার করবে না। তার অবদান যতটুকু ততটুকু দিতে কারো কোনো আপত্তিও নেই, থাকতেও পারে না। তবে শেখ মুজিবও ছিলেন মানুষ, আর সবার মতো তিনিও ভুলের উর্ধে ছিলেন না। তার জীবনেও সাফল্য যেমন ছিল, ব্যর্থতাও ছিল উল্লেখযোগ্য পরিমান। তাকে অস্বীকার করা মূর্খতা ! তাকে ফেরেস্তা বানানোর চেষ্টা ব্যার্থ হতে বাধ্য !

কিন্তু বিগত সরকার বঙ্গবন্ধুকে মানুষের মাঝে প্রতিষ্ঠিত করতে গিয়ে যত অতিরিক্ত বাড়াবাড়ি করেছে তার নজির দুনিয়ার আর কোথাও আছে মনে হয় না। জনগণের কোটি কোটি টাকা ব্যয় করে তার নামে রাষ্ট্র যন্ত্রের লাগামহীন গুণগান প্রচার, অন্যদের অবদানকে ক্রমাগত অবমূল্যায়ন, সারাদেশে অসংখ্য সরকারি স্থাপনার নাম করণ ছাড়াও, চাটুকারদের পরামর্শে ভাস্কর্যের নামে তার অসংখ্য মূর্তি/ছবি স্থাপন করে জন মনে তার প্রতি শ্রদ্ধা-ভালোবাসার বদলে বিতৃষ্না সৃষ্টি করেছে, সেই পুঞ্জীভূত বিতৃষ্না, ক্ষোভ প্রকাশ পেয়েছে এই সরকারের পতনে। বেলুনে বাতাস ধরার একটা সীমা আছে, তার চেয়ে বেশি ঢুকাতে চাইলে ফেটে যাবে সে ভুলে গেলে চলবে না। আজকে এই বঙ্গবন্ধুর অপমান সবটাই তার নিজের কামাই না, এর জন্য দায়ী তার কন্যা, তার অপরিণামদর্শী অবিমৃষ্যকারী ফ্যাসিবাদী কর্মযজ্ঞ!

পাথর ভাঙে ছেলেদের দেখেছেন, একটা পাথর ভাঙতে হয়তো দশটি বাড়ি দিতে হয়, দশ নম্বর বাড়িতে পাথরটি ভাঙে, তবে আগের নয়টি বাড়ির প্রত্যেকটির অবদান আছে এ পাথর ভাঙ্গায়। এ সত্য অস্বীকার করার কোনো জো নেই। এদেশেরই আরো যারা সর্বজন শ্রদ্ধেয় নেতৃবৃন্দ ছিলেন, যেমন এ কে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী বা মাওলানা ভাসানী, তাদেরও অবদান নেই বললে সত্যকে অস্বীকার করা হবে। ইতিহাস নির্ধারণ করবে কে 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি'! সে বিচার করতে দেন দেশের জনগণকে। জোর করে চাপিয়ে দিতে গেলে যা হয় সে আজ দেখা যাচ্ছে।

এ সংস্কৃতি বিএনপির শাসনামলেও ছিল, শোনা গিয়েছিলো, তৎকালীন প্রেসিডেন্ট ড. বদরুদ্দোজা চৌধুরী, জিয়ার মাজার জিয়ারতে যাননি বলে তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেয়া হয়েছিল। এ অপসংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা এখন জরুরী।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:১৫

কামাল১৮ বলেছেন: মানুষ ফেরেস্তা না আবার সয়তানও না।মানুষ মানবিক গুন সম্পন্ন মানুষ।দোষে গুনে মানুষ।

১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১১

ঢাকার লোক বলেছেন: ঠিকই বলেছেন, দোষ গুন্ নিয়েই মানুষ !

২| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:২৯

সোনাগাজী বলেছেন:



জ্ঞানী বাংগালী ছিলেন শেরে বাংলা; শেখ ও তাজউদ্দিন সাহেব ছিলেন লিলিপুটিয়ান বাংগালী, ২ জনের মরে তা প্রমাণ করে গেছেন।

৩| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৪৫

সোনাগাজী বলেছেন:



ইতিহাস আপনাকে কোন বাংগালীর নাম বলেছে?

১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৪১

ঢাকার লোক বলেছেন: বলবে, অপেক্ষা করেন, মাত্র তো একশ বছর গেল, হাজার বছর হতে দিন!

৪| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:১৬

সোনাগাজী বলেছেন:



ঢাকার লোক বলেছেন: বলবে, অপেক্ষা করেন, মাত্র তো একশ বছর গেল, হাজার বছর হতে দিন!

-হাজার বছর পরে আপনি জানবেন? আমেরিকার ৩৬ কোটীর মাঝে আপনিই সেরা বেকুব মানুষ।

১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:০১

ঢাকার লোক বলেছেন: সোনাগাজী বলেছেন: আমেরিকার ৩৬ কোটীর মাঝে আপনিই সেরা বেকুব মানুষ।

এ খবরটা আপনাকে কে দিল? আপনার আপা নিশ্চয় !

৫| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:১৮

সোনাগাজী বলেছেন:



মন্তব্যের উত্তর লেখার নিয়মও জানেন না? আপনার জন্য ভাত রান্না করেন কোন মহিলা? নাকি নিজে রান্না করে খান?

১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:০৪

ঢাকার লোক বলেছেন:
সোনাগাজী বলেছেন: আপনার জন্য ভাত রান্না করেন কোন মহিলা? নাকি নিজে রান্না করে খান?

আপনার আপা আল্লাহর রহমতে এখনো বেঁচে, উনিই এই বেকুবটার জন্য এখনো ভাত রান্না করেন !!

৬| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:০৪

আহমেদ জী এস বলেছেন: ঢাকার লোক,




চমৎকার বিশ্লেষণ -

বিগত সরকার বঙ্গবন্ধুকে মানুষের মাঝে প্রতিষ্ঠিত করতে গিয়ে যত অতিরিক্ত বাড়াবাড়ি করেছে তার নজির দুনিয়ার আর কোথাও আছে মনে হয় না। জনগণের কোটি কোটি টাকা ব্যয় করে তার নামে রাষ্ট্র যন্ত্রের লাগামহীন গুণগান প্রচার, অন্যদের অবদানকে ক্রমাগত অবমূল্যায়ন, সারাদেশে অসংখ্য সরকারি স্থাপনার নাম করণ ছাড়াও, চাটুকারদের পরামর্শে ভাস্কর্যের নামে তার অসংখ্য মূর্তি/ছবি স্থাপন করে জন মনে তার প্রতি শ্রদ্ধা-ভালোবাসার বদলে বিতৃষ্না সৃষ্টি করেছে, সেই পুঞ্জীভূত বিতৃষ্না, ক্ষোভ প্রকাশ পেয়েছে এই সরকারের পতনে। বেলুনে বাতাস ধরার একটা সীমা আছে, তার চেয়ে বেশি ঢুকাতে চাইলে ফেটে যাবে সে ভুলে গেলে চলবে না। আজকে এই বঙ্গবন্ধুর অপমান সবটাই তার নিজের কামাই না, এর জন্য দায়ী তার কন্যা, তার অপরিণামদর্শী অবিমৃশ্বকারী ফ্যাসিবাদী কর্মযজ্ঞ!

১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:০৮

ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ ভাই !

৭| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৬

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন: সোনাগাজী বলেছেন: আমেরিকার ৩৬ কোটীর মাঝে আপনিই সেরা বেকুব মানুষ। এ খবরটা আপনাকে কে দিল? আপনার আপা নিশ্চয় !

-আপা বলেছে যে, আপনি হাজার বছর বাঁছবেন না। সেইজন্য, আমি হাজার বছরের অপেক্ষা করছি না, ইতিহাস আমাকে বলেছে যে, শেরে বাংলা সবচেয়ে জ্ঞানী মানুষ, আর আপনি সবচেয়ে বেকুব।

৮| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২০

ভুয়া মফিজ বলেছেন: বাংলায় একটা কথা আছে, ''গায়ে মানে না, আপনি মোড়ল''। ঠিক সেইরকমই আম্লীগের নির্ধারিত হাজার বছরের ''শ্রেষ্ঠ বাঙালি''!

নিজের বাপকে জোর করে গণ-বাপ বানালে তার পরিণতি এমনই হয়। শেখ মুজিব এখন হয়ে গিয়েছে শুধুই ''স্বৈরাচারের বাপ''!!!

১৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫০

ঢাকার লোক বলেছেন: ইতিহাসকে আপন গতিতে চলতে দিলে মুজিবকে সপরিবারে হত্যা কারণে হয়তো একদিন সাধারণ মানুষের সহানুভূতি তার পক্ষে থাকতো। কিন্তু তার নিজ কন্যা কর্তৃক জোর করে অতিমানব বা ফেরেস্তা বানানোর দৃষ্টকটু অপপ্রচেষ্টা সে সুযোগ নষ্ট করে উল্টো তার প্রতি মানুষের বিতৃষ্ণাকে উস্কে দিয়েছে। যার বহিঃপ্রকাশ আজ দেশবাসী দেখছে।

৯| ১৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৮

সোনাগাজী বলেছেন:


আপনি তো কমপক্ষে হেফাজত; কিসব ঘোড়ার ডিম, কবর জেয়ারত, ইসলামের ঋণ, গার্বেজ নিয়ে নীচু মানের পোষ্ট লেখেছেন! যতসব গার্বেজ ছেড়েছেন ব্লগে; এই হলো আমেরিকান চিন্তাভাবনা?

ভালো যে, আপনার সাথে নিউইয়র্কে দেখা হয়নি, আমি অপদার্থ মানুষ সহ্য করি না।

১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

ঢাকার লোক বলেছেন: রাগ করছেন কেন ? দাওয়াত দিবেন না সে তো বুঝেছি, ভেবেছিলাম নেক্সট টাইম গেলে আমিই আপনাকে দাওয়াত দিবো, সে পথও বন্ধ করে দিচ্ছেন?

১০| ১৭ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৩৫

নতুন নকিব বলেছেন:



যথার্থ বলেছেন। পোস্টে +

১৮ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:৩৭

ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ আপনাকে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.