নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

ব্লগে মাল্টি নিক

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:১১


ব্লগে আমরা অনেকেই আমাদের আসল নাম ব্যবহার না করে একটা কলমী নামে লিখি। এর পিছনে আমাদের সহব্লগার, বন্ধু বান্ধব, আত্মীয়স্বজনের কাছে নিজের পরিচয় গোপন রাখার একটা ইচ্ছা নিশ্চয়ই কাজ করে। কেন গোপন রাখতে চাই তা ব্যাক্তি বিশেষের কাছে ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ হয়তো কি বিষয় নিয়ে লিখছেন অন্যরা জানুক, চাননা, কারো হয়তো নিজের লেখার মান নিয়ে যথেষ্ট আস্থা নেই, কেউ হয়তোবা বেশি পরিচিতিকেও এড়িয়ে যেতে ভালবাসেন। তবে সব ক্ষেত্রেই ব্লগে রেজিষ্ট্রেশন করতে হয়, ফলে তাদের আসল পরিচয়ের একটা সূত্র সম্ভবত পরিচালকদের কাছে থাকে।
এক‌ই ব্যাক্তি ভিন্ন ভিন্ন নামে রেজিষ্ট্রেশন করে ব্লগে লিখেন এ অভিযোগ অনেকদিন থেকেই। সুপরিচিত ব্লগার সোনাগাজী বা চাঁদগাজীর কারণ অনেকের‌ই জানা, উনি বিভিন্ন কারণে ব্লগে ব্যান বা নিষিদ্ধ হয়ে যান, তখন আরেক নামে লেখা শুরু করেন। লেখার স্টাইল বা বিষয়বস্তুতে রাখ ঢাক তেমন থাকে না, ফলে এটি যে উনি বুঝতেও কারো তেমন অসুবিধা হয় না।
কিন্তু অন্য কেউ কেন আগের পরিচয় গোপন করে মাল্টি নিক খুলে লিখেন? নিজের লেখার প্রশংসা করার জন্য? অন্যের লেখার অন্যায় সমালোচনা করে কাউকে হেয় করার জন্য? কে জানে!
এই সেদিন দেখলাম জটিল ভাই এর এক লেখায় নার্গিস নামের একজন ব্লগারকে নিয়ে প্রশ্ন উঠেছে! কারো ধারণা এটি অন্য একজন পরিচিত ব্লগারের‌ই আরেকটা নিক, কোন একজন পুরুষ ব্লগার নাকি মেয়ে সেজে লিখছেন! সত্য হাতেও পারে! তবে আমি ঠিক জানি না। কি দেখে উনারা এ ধারণায় উপনিত হন? এ ব্লগে উনাদের বিচরণ আমার চেয়ে বেশি, অভিজ্ঞতাও বেশি, হতে পারে আমি যা দেখিনা উনারা তাও দেখেন। কি কি দেখে উনারা এমনটা ভাবেন যদি একটু ইশারা করতেন আমরাও শিখতে পারতাম।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪০

কামাল১৮ বলেছেন: শাহবাগ আন্দোলনের পর কিছু ব্লগার নিহত হবার পর এই অন্য নামে লেখার প্রবনতা বেড়ে যায়।তাছাড়া অনেকেই রাজনৈতিক বক্তব্য দেন এটাও একটা কারন।

২| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪৯

এইচ এন নার্গিস বলেছেন: "নার্গিস" নামের ব্লগার কে ? আমি নাকি ?

৩| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:৪৩

ঢাকার লোক বলেছেন: @কামাল ১৮, আমার এ ফোনটাতে কোন মন্তব্যের উত্তর দিলে সরাসরি আরেকটা নতুন মন্তব্য হিসাবে যোগ হয়! যাই হোক আপনি ঠিক‌ই বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হ‌ওয়া থেকে বাঁচতে ছদ্মনাম ব্যবহার কেউ কেউ করতেই পারেন। এটি যুক্তিযুক্ত, তার জন্য দ্বিতীয় একটা নিক থাকলে দোষ দেয়া যায় না।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:০২

ঢাকার লোক বলেছেন: @এইচ এন নার্গিস, জী, আপনার কথাই হচ্ছিল, জটিল ভাই এর আপনাকে স্বাগতম জানিয়ে ১৭ তারিখ বিকেল ৫:৪১ এ পোস্ট করা লেখাটি kindly দেখুন। আপনি সমাজ কর্মী, মা এবং সেই সাথে মুক্তিযোদ্ধাও। পোস্টে মন্তব্যকৃত অভিযোগের উত্তর আপনার কাছে থেকেই সব চেয়ে ভাল জানা যেতে পারে, যদি বলেন!

৫| ১৯ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ব্লগে লেখা মানে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো।
এখানে কে আবার মাল্টি নিক নিবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.