![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সেই নিসংগ চিল ! ঊড়ে বেড়াই সমুদ্র সোপানে ভাঙ্গা ডানা নিয়ে !
সামহোয়্যার ইন ব্লগের সাথে পাঠক হিসেবে সম্পর্ক অনেক দিনের। মন্তব্য করার জন্য নিক নিয়েছি , কিন্তু একি মন্তব্য করতে পারবোনা।।
মন্তব্য করতে হলে জেনারেল হতে হবে , তাই অপেক্ষায় ছিলাম জেনারেল হবার জন্য । অবশেষে কোন রকম শারিরীক পরীক্ষা ছাড়াই জেনারেল হলাম।
মডুদের ধইন্যা ... । আশা করি এই ব্লগে পথচলা সুখকর হবে ।
মিষ্টিমুখ করানোর ইচ্ছে ছিল , কিন্তু ব্লগ ছবি নেয়না , শুকনা মুখেই অভিনন্দিত করুন , কি আর করার
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৩
ডানাভাঙ্গা চিল বলেছেন: ধন্যবাদ।
২| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৫
বেঈমান আমি. বলেছেন: দোয়া কইরা দিলাম ।ভালো থাকিস।
হক মাওলা
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৪
ডানাভাঙ্গা চিল বলেছেন: ওয়াও ভাইয়া আপনার নাম টা তো খুব সুন্দর ।।
আমি তো আপনার নামেই ফিদা ।।
৩| ১১ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আপনাকে সুস্বাগতম ।
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৪
ডানাভাঙ্গা চিল বলেছেন: অনেক ধন্যবাদ ।
৪| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:১২
ইখতিয়াক ইবনে আহসান ইফাত বলেছেন: obhinondon
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৪
ডানাভাঙ্গা চিল বলেছেন: ধন্যবাদ ।
৫| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৩
মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা! হ্যাপি ব্লগিং!
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৪
ডানাভাঙ্গা চিল বলেছেন: ধন্যবাদ । হ্যাপি ব্লগিং !
৬| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৩
জাগতিক ভালবাসা বলেছেন: অভিনন্দন জেনারেল!!
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৫
ডানাভাঙ্গা চিল বলেছেন: আপনাকে ধন্যবাদ ।
৭| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩
চারশবিশ বলেছেন: "অবশেষে কোন রকম শারিরীক পরীক্ষা ছাড়াই জেনারেল হলাম"
- আপনি কোন পরীক্ষার কথা চিন্ত করাছিলেন
আপনাকে স্বাগতম
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৬
ডানাভাঙ্গা চিল বলেছেন:
বলা যাবেনা কোন পরীক্ষার কথা ।
ধন্যবাদ আপনাকে ।
৮| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৪
আরজু পনি বলেছেন:
dhanabanga_chil...ঢানাবাংগা_চিল
হাহা ডেকে আনলেন যেহেতু,
তাহলে বলতেই হয়, পরামর্শ দিতেই হয়
ভালো পোস্ট দিন এমনিতেই যাদের চোখে পড়বে, যারা ভালো পোস্টের খোঁজ করে তারা আসবে ।
অনেক শুভেচ্ছা রইল চিল
...ডানার যত্ন নিবেন ।।
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৬
ডানাভাঙ্গা চিল বলেছেন: মাথায় থাকলো কথা গুলো ।
ডানার জন্য দোয়া করবেন ।
৯| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩
নিজাম বলেছেন: সু-স্বাগতম।
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৭
ডানাভাঙ্গা চিল বলেছেন: ধন্য্ + বাদ ।
১০| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অভিনন্দন!!!!
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৮
ডানাভাঙ্গা চিল বলেছেন: ধন্যবাদ !!!
১১| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৯
ডট কম ০০৯ বলেছেন: অভিনন্দন!!!! ভাইটি
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৮
ডানাভাঙ্গা চিল বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
১২| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৩
জনাব মাহাবুব বলেছেন: অভিনন্দন।
এবার চোখ-কান বন্ধ কইরা শুধু মন্তব্য আর মন্তব্য করবেন।
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৮
ডানাভাঙ্গা চিল বলেছেন: ঠিক আছে ।
১৩| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮
ভিটামিন সি বলেছেন: লেখার সিস্টেম দেখে মনে হয় না যে এ নতুন পাব্লিক। আসলে নতুন বোতলে পুরান জিনিস আরকি। যাই হউক, ভালো লেখা না দিলে ফাডায়ালামু।
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৯
ডানাভাঙ্গা চিল বলেছেন: কি জানি , মনে হয় অনেক দিন পড়ি তাই আপনাদের মত লিখা হয়ে গেছে ।
আপনাকে ধন্যবাদ । ইচ্ছা মত পিডাইয়েন !
১৪| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
পথহারা সৈকত বলেছেন: ভালো লেখা না দিলে ফাডায়ালামু।
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৯
ডানাভাঙ্গা চিল বলেছেন: আইচ্ছা ।
ধন্যবাদ আপনাকে ।
১৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:০১
অপরাজিত একজন বলেছেন: হ্যাপি ব্লগিং আমিও কদিন আগে জেনারেল হলাম।
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:০৮
ডানাভাঙ্গা চিল বলেছেন: আমরা ভাই ভাই ।
হ্যাপি ব্লগিং।
১৬| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১১
স্নিগ্ধ শোভন বলেছেন:
অভিনন্দন
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৬
ডানাভাঙ্গা চিল বলেছেন: ধন্যবাদ শোভন । আপনার ব্লগে প্রতিদিন একবার করে যাবো , কত হিট চান আপনাকে দিবো , তবে পোষ্ট আর সিস্টেম দেখে মজা পেয়েছি ।
১৭| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩০
স্নিগ্ধ শোভন বলেছেন:
আপনার রিপ্লাই দেইখা হাসতেই আছি
২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
ডানাভাঙ্গা চিল বলেছেন: আরো হাসেন
১৮| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬
ধূর্ত উঁই বলেছেন: অভিনন্দন । হ্যাপী ব্লগিং ।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৪২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওয়েলকাম।