![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সেই নিসংগ চিল ! ঊড়ে বেড়াই সমুদ্র সোপানে ভাঙ্গা ডানা নিয়ে !
নির্বাচিত পাতা নিয়ে নানা সময়ে নানা অভিযোগ এসেছে। সে ক্ষেত্রে সম্মানিত মডারেটরগন কতটুকু সচেতন হয়েছেন তা সামগ্রিকভাবে বলা মুশকিল। তবে আজকের একটি গুরুত্বপূর্ণ ভুল সামনে তুলে ধরছি।
বলতে খারাপ লাগছে, তবুও সত্যি নির্মম। প্রিয় ব্লগার কাণ্ডারি অথর্ব আজকে একটি পোস্ট দিয়েছেন।
ব্লগীয় রাশিফলঃ সামহোয়্যার ইন ব্লগ...২০১৫
পোস্টটি নির্বাচিত পাতায় স্থান পেয়েছে বলে খুব অবাক হলাম। হ্যাঁ অবাক হওয়ার কারণটি নিচে তুলে ধরলাম।
আজ বাংলানিউজ২৪ এ একটি আর্টিকেল ছাপা হয়েছে।
রাশির ভিত্তিতে কেমন কাটবে ২০১৫ সাল
কাণ্ডারি অথর্ব এর পোস্টের সাথে বাংলা নিউজ২৪ এর আর্টিকেলটির কিছু তুলনা তুলে ধরছি। বাকীটা পড়ে আপনারা দেখে বিবেচনা করবেন।
ব্লগীয় রাশিফলঃ সামহোয়্যার ইন ব্লগ...২০১৫ -
মেষঃ ব্লগিং কালঃ(২১ মার্চ – ২০ এপ্রিল)
২০১৫ সাল মেষ রাশির ব্লগারদের জন্য শুভ। এ বছর মেষ রাশির ব্লগারদের হিট প্রাপ্তিতে উন্নতি ঘটবে। পর্যাপ্ত পরিমানে লাইক প্রাপ্তি থাকবে প্রতিটি পোস্টে। এ বছর সেরা ব্লগার হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে। মেষ রাশির ব্লগারদের মন্তব্য নিয়ে খুব একটা সমস্যার সম্মুখীন না হতে হলেও যারা মন্তব্য খরায় ভুগবেন, ব্লগীয় মিথস্ক্রিয়ায় পারদর্শী হওয়ার সুযোগ রয়েছে। ব্লগ কর্তৃপক্ষের আশীর্বাদ বজায় থাকবে। ব্লগারদের সঙ্গে ক্যাচালীয় পোস্টে সম্পর্কে কিছুটা বাধার যোগ দেখা যাচ্ছে। পোস্ট সংখ্যা বৃদ্ধি পাবে। এ বছরে ব্লগে একাধিক পোস্ট নির্বাচনী পাতায় স্থান পাওয়ার সম্ভাবনা আছে। মেষ রাশির ব্লগারদের জন্য নতুন বছর কিছু নতুন সম্ভাবনা নিয়ে হাজির হতে পারে। বিশেষ করে লুল ধর্মী পোস্টগুলো বেশি হিট প্রাপ্তির জন্য এ বছর শুভ। লুল খেতাব প্রাপ্তির সুযোগ আসতে পারে। মেষ রাশির ব্লগারদের লগ্ন পতি হলো লুলামী। তাই যে কোন ধরনের লুল পোস্ট সর্বাধিক মন্তব্য ও হিট পেয়ে ব্লগিং কে করবে লাভজনক ও শুভ। প্রণয় ঘটিত সমস্যার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। মেষ রাশির ব্লগারদের প্রেমযোগ মধ্যম। প্রেম সফল হওয়ার পথে বেশ কয়েকটি বাধা দেখা যাচ্ছে। সেগুলিকে অতিক্রম করতে পারলেই প্রেমে সফলতা আসবে।
রাশির ভিত্তিতে কেমন কাটবে ২০১৫ সাল -
২০১৫ সাল মেষ রাশির জাতক জাতিকার জন্য শুভ। এ বছর মেষ রাশির জাতক জাতিকার আধ্যাত্মিক উন্নতি ঘটবে। মনে থাকবে শান্তি। এ বছর স্বপ্ন সফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে।
মেষ জাতকদের স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যার সম্মুখীন না হতে হলেও যাদের মধুমেহ, খাদ্য নালির সমস্যা ও উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাদের বছরের বিভিন্ন সময়ে চিকিৎসকদের পরামর্শ নিতে হতে পারে।
অগ্রজদের আশীর্বাদ বজায় থাকবে। কনিষ্ঠ ভাই বোনদের সঙ্গে সম্পর্কে কিছুটা বাধার যোগ দেখা যাচ্ছে। সন্তান চিন্তা দূর হবে। এ বছরে পরিবারে একাধিক আনন্দ অনুষ্ঠানের যোগ আছে।
মেষরাশির ছাত্রদের জন্য নতুন বছর কিছু নতুন সম্ভাবনা নিয়ে হাজির হতে পারে। বিশেষ করে গবেষণার কাজে যারা যুক্ত তাদের জন্য এ বছর শুভ। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে।
মেষরাশির লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল। লগ্নপতি মঙ্গল হওয়ায় যে ধরনের ব্যবসা আপনার পক্ষে লাভজনক ও শুভ বলে রাশিচক্রে প্রতীত হচ্ছে সেগুলি হলো কাঁচামাল, লোহার যন্ত্রপাতি, ইমারতি দ্রব্য ও ওষুধ।
দাম্পত্যযোগে সমস্যার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। দাম্পত্য নিয়ে পুরনো কোনো সমস্যা থাকলে তার সমাধান হয়ে যেতে পারে বলে রাশিচক্রে দেখা যাচ্ছে। মেষ জাতকদের প্রেমযোগ মধ্যম। প্রেম সফল হওয়ার পথে বেশ কয়েকটি বাধা দেখা যাচ্ছে। সেগুলিকে অতিক্রম করতে পারলে প্রেমে সফলতা আসবে।
ব্লগীয় রাশিফলঃ সামহোয়্যার ইন ব্লগ...২০১৫
বৃষঃ ব্লগিং কালঃ(২১ এপ্রিল – ২১ মে)
এই রাশির ব্লগারদের বিগত বছরের কিছু পোস্টের হিট বাড়বে। বছরের কয়েকটি মাসে পোস্টে হিট কিছুটা কম হলেও বাকি সময় হিট বজায় থাকবে। ব্লগ কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা বজায় থাকলে তাদের আশীর্বাদে ব্লগিং এ নতুন নতুন আনন্দের ঘটনা যুক্ত হবে। বৃষ রাশির ব্লগারদের পোস্টে মন্তব্য প্রাপ্তি ভালোই যাবে তবে অন্যের পোস্টে মন্তব্য করেই বছরটা মূলত ব্লগিং করে কাটবে। ব্লগারদের সঙ্গে বড় কোনো সমস্যা না হলেও তাদের কোনো মতের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে। ক্যাচালীয় পোস্টে যথেষ্ট হিট প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। বৃষ রাশির লগ্ন পতি হলো ক্যাচাল। কিছু বিশেষ ধরনের ধর্মীয় পোস্টে এর প্রভাব থাকবে। এর মধ্যে রাজনৈতিক ও সামাজিক ক্যাচাল শুভ। বৃষ রাশির ক্ষেত্রে প্রেমযোগ শুভ। নতুন প্রেমের সম্ভাবনা আছে। নতুন বছরে প্রেমের ভুল বোঝাবুঝির সমস্যা কেটে যাবে।
রাশির ভিত্তিতে কেমন কাটবে ২০১৫ সাল -
এই রাশির জাতক জাতিকাদের বিগত বছরের কিছু সমস্যার ভার লাঘব হবে। বছরের কয়েকটি মাসে মন কিছুটা চঞ্চল হলেও বাকি সময় শান্তি বজায় থাকবে। গুরুজনদের প্রতি শ্রদ্ধা বজায় থাকলে তাদের আশীর্বাদে জীবনে নতুন নতুন আনন্দের ঘটনা যুক্ত হবে। বৃষ জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালোই যাবে। তবে ৪২-৫৫ এই বয়সের জাতকদের ক্ষেত্রে কোলেস্ট্রল, উচ্চরক্তচাপের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে। ওই একই বয়সের জাতিকাদের স্ত্রীরোগজনিত কিছু সমস্যার সম্মুখীন হওয়ার যোগ আছে। সম্পত্তি নিয়ে পরিবারে কিছুটা সমস্যার যোগ আছে। গুরুজনদের সঙ্গে বড় কোনো সমস্যা না হলেও তাদের কোনো মতের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে। সন্তানদের নিয়ে বিশেষ সমস্যা দেখা যাচ্ছে না।
ছাত্রদের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যথেষ্ট যোগ দেখা যাচ্ছে। শিক্ষাক্ষেত্র রাশিচক্রে শুভযোগে অবস্থান করছে। বৃষ লগ্নের অধিপতি গ্রহ শুক্র। কিছু বিশেষ ধরনের ব্যবসা শুক্রের শুভ প্রভাবে প্রভাবিত হয়। এর মধ্যে আমদানি-রপ্তানি ব্যবসা শুভ। এছাড়াও ইমারতি দ্রব্যের ব্যবসায় বৃষ রাশির জাতকদের লাভ হওয়ার যোগ আছে। লাভ হবে কাঁচামাল সরবরাহের ব্যবসায়ও। বৃষরাশির ক্ষেত্রে প্রেমযোগ শুভ। নতুন প্রেমের সম্ভাবনা আছে। নতুন বছরে প্রেমের ভুল বোঝাবুঝির সমস্যা কেটে যাবে। দাম্পত্য জীবন সুখের থাকবে। তনে দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির মতামত প্রকাশের সুযোগগুলি বন্ধ করতে হবে। এই রাশির জাতক জাতিকাদের বিগত বছরের কিছু সমস্যার ভার লাঘব হবে। বছরের কয়েকটি মাসে মন কিছুটা চঞ্চল হলেও বাকি সময় শান্তি বজায় থাকবে। গুরুজনদের প্রতি শ্রদ্ধা বজায় থাকলে তাদের আশীর্বাদে জীবনে নতুন নতুন আনন্দের ঘটনা যুক্ত হবে। বৃষ জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালোই যাবে। তবে ৪২-৫৫ এই বয়সের জাতকদের ক্ষেত্রে কোলেস্ট্রল, উচ্চরক্তচাপের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে। ওই একই বয়সের জাতিকাদের স্ত্রীরোগজনিত কিছু সমস্যার সম্মুখীন হওয়ার যোগ আছে। সম্পত্তি নিয়ে পরিবারে কিছুটা সমস্যার যোগ আছে। গুরুজনদের সঙ্গে বড় কোনো সমস্যা না হলেও তাদের কোনো মতের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে। সন্তানদের নিয়ে বিশেষ সমস্যা দেখা যাচ্ছে না।
ছাত্রদের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যথেষ্ট যোগ দেখা যাচ্ছে। শিক্ষাক্ষেত্র রাশিচক্রে শুভযোগে অবস্থান করছে। বৃষ লগ্নের অধিপতি গ্রহ শুক্র। কিছু বিশেষ ধরনের ব্যবসা শুক্রের শুভ প্রভাবে প্রভাবিত হয়। এর মধ্যে আমদানি-রপ্তানি ব্যবসা শুভ। এছাড়াও ইমারতি দ্রব্যের ব্যবসায় বৃষ রাশির জাতকদের লাভ হওয়ার যোগ আছে। লাভ হবে কাঁচামাল সরবরাহের ব্যবসায়ও। বৃষরাশির ক্ষেত্রে প্রেমযোগ শুভ। নতুন প্রেমের সম্ভাবনা আছে। নতুন বছরে প্রেমের ভুল বোঝাবুঝির সমস্যা কেটে যাবে। দাম্পত্য জীবন সুখের থাকবে। তনে দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির মতামত প্রকাশের সুযোগগুলি বন্ধ করতে হবে।
এভাবে প্রতিটি রাশির জন্য দেয়া পত্রিকার বর্ণনাকে একটু ঘুরিয়ে ব্লগ কে কেন্দ্র করে কাণ্ডারি অথর্ব পোস্ট টা দিয়েছেন।
কালের কণ্ঠ পত্রিকা তে ও বাংলানিউজ২৪ এর রাশি চক্র সম্পর্কিত পোস্টটি ছাপা হয়েছে।
কাণ্ডারি অথর্ব এর পোস্টে মামুন রশিদ যেয়ে লিঙ্ক টি দেয়ার পরেই ভাল ভাবে খেয়াল করি। আমার মনে হয় এই লিঙ্কটি নির্বাচকের খেয়াল করা উচিত ছিল।
ফান পোস্ট হিসেবে আমার কোন আপত্তি ছিল না। কিন্তু পোস্টের শেষে কাণ্ডারি অথর্ব লিখেছেন, তবে, এই রাশিফলটি নিতান্তই আমার কল্পনাকে কেন্দ্র করে। একে সত্য ভেবে কোনরূপ বিড়ম্বনায় না জড়িয়ে শুধুমাত্র ফান হিসেবে নেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।
সোর্স না দিয়ে এ ধরণের বক্তব্য তার কাছে থেকে পেয়ে সত্যি ই হতভম্ভ হয়েছি।
আর ও হতভম্ব হলাম এই পোস্ট নির্বাচিত পাতায় দেখে।
সামুর কাছে আর পাঠকের সামনে আমি বিষয়টি তুলে ধরলাম।
এটা ভুল, অন্যায় নাকি অপরাধ আমি বুঝতে পারছি না।
০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৭
ডানাভাঙ্গা চিল বলেছেন: আপনি নির্বাচিত পাতা নিয়ে হতভম্ব না হয়ে বলেন তো আপনি অন্য একটা পোষ্টের নকল করে লিখে আপনি আপনার পোষ্টে "তবে, এই রাশিফলটি নিতান্তই আমার কল্পনাকে কেন্দ্র করে। একে সত্য ভেবে কোনরূপ বিড়ম্বনায় না জড়িয়ে শুধুমাত্র ফান হিসেবে নেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।" এটা লেখে আপনারই চিন্তা থেকে বের হওয়া মৌলিক পোষ্ট কেন বললেন? এর আগেও বহুবার আপনি লেখা চুরি করে ধরা খেয়েছেন তারপর একি কাজ কেন বারবার করছেন? আপনার প্রায় প্রতিটি পোষ্টটি কপি করা কিন্তু আপনি পোষ্টে সেসব লিঙ্ক না দিয়ে নিয়মিতভাবে অন্যায় করে যাচ্ছেন। নিজেকে আগে শুধরান পরে অন্য কথা চিন্তা করেন। আপনার ক্ষমা চাওয়া উচিত ব্লগারদের কাছ থেকে এতোদিনের এইসব কৃত কর্মের জন্য।
২| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:২৪
বিদ্রোহী বাঙালি বলেছেন: তথ্যঋণ স্বীকার করা উচিৎ। এটা স্বীকার না করা কোন অন্যায় কিংবা অপরাধ কিনা সে তর্কে না গিয়ে বলবো এটা স্বীকার করা সৃজনশীলতার পরিচয় বহন করে এবং লেখালেখিতে ভদ্রতার পরিচয়ে মিলে। ভার্চুয়াল জগতে তথ্যঋণ চেপে যাওয়া বোকামির সামিল। ফান পোস্টেও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য কেউ চাইলে দিতে পারেন। তাই এখানেও তথ্যঋণ স্বীকার করার ব্যাপারটা রয়েই যায়।
০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৬
ডানাভাঙ্গা চিল বলেছেন: হ্যাঁ সুন্দর বলেছেন বাঙালি ভাই। যারা ভুল করেছেন তারা যেন এই ভুল টি আর না করেন সেজন্যই পোস্ট টি দিয়েছি।
ধন্যবাদ।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:২৪
শিপন মোল্লা বলেছেন: কিছুই বলতে চাচ্ছিনা।
০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০
ডানাভাঙ্গা চিল বলেছেন: কিসের ভয়ে?
নীতি আর বিবেক কে প্রাধান্য দেয়া উচিত, আমি মানি। সবার মানতে হবে এমন কথা নেই।
ধন্যবাদ।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
@বিদ্রোহী বাঙালী
তথ্যঋণ স্বীকার করা উচিৎ। এটা স্বীকার না করা কোন অন্যায় কিংবা অপরাধ কিনা সে তর্কে না গিয়ে বলবো এটা স্বীকার করা সৃজনশীলতার পরিচয় বহন করে এবং লেখালেখিতে ভদ্রতার পরিচয়ে মিলে। ভার্চুয়াল জগতে তথ্যঋণ চেপে যাওয়া বোকামির সামিল। ফান পোস্টেও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য কেউ চাইলে দিতে পারেন। তাই এখানেও তথ্যঋণ স্বীকার করার ব্যাপারটা রয়েই যায়।
ভাই শতভাগ সহমত প্রকাশ করছি আপনার সাথে।
আমার এতবড় একটা অন্যায় যা মামুন রশিদ ভাই মন্তব্যে লিংকও দিয়ে গেছেন তারপরেও এই পোস্ট কিভাবে নির্বাচনী পাতায় স্থান পায় সেটা আমিও ডানাভাঙ্গা চিল ভাইয়ের মতোই হতভম্ব হয়েছি।
আর এই পোস্টে আমারই ভুলের কারণে কোথায় কি যে টিপ দিয়ে ফেললাম তারপরেই পোস্টের হিট সেকেন্ডে সেকেন্ডে ১০০ করে ছাড়ালো। পিসি রি-স্টার্ট দেয়ার পরেও কোন কাজ হলো না সেইটাও কিছুতেই ভেবে পাচ্ছিনা কি করলাম আমি ?
৫| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৩
রাফা বলেছেন: এমনও-তো হোতে পারে নির্বাচিত পাতায় এসেছে ,মামুন ভাইয়ের লিংক দেওয়ার পুর্বেই।
এটা আমার অনুমান-কিসের ভিত্তিতে পোস্ট নির্বাচিত পাতায় আসে সেটাই বুঝতে পারিনা।
ধন্যবাদ, ডানাভাঙ্গা চিল- আপনার দৃষ্টি আকর্ষনী পোষ্টের জন্য।
০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৫
ডানাভাঙ্গা চিল বলেছেন: হ্যাঁ যদি এমন হত সেক্ষেত্রে নির্বাচকদের নিয়ে কিছু বলার থাকত না, যদি ও সেটা ও কিছু টা ভুল ই হত। এমন কাজে তাদের আরও বিচক্ষনতা আশা করি আমরা সাধারণ পাঠক রা।
কিন্তু পোস্ট টি নির্বাচিত হয়েছে এই পোস্ট টি দেয়ার কিছুক্ষন আগে। এখন তার কোন প্রমান দেয়া আমার জন্য অসম্ভব।
দৃষ্টি আকর্ষণ করে নিজেই হয়রানিতে পড়লাম ভাই। এই পোস্ট টি দেয়ার ২ ঘণ্টা পরেই প্রথম পাতা থেকে নামিয়ে দেয়া হয়। এমন কি মন্তব্য গুলোও সাম্প্রতিক মন্তব্যে দেখাচ্ছে না।
সাথে থাকার জন্য ধন্যবাদ রাফা ভাই।
৬| ০২ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১৬
হাসান মাহবুব বলেছেন: বারবার যে কেন তিনি এই ভুল করেন! এর আগেও বলেছি উনাকে। লাভ হয় নি।
০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০০
ডানাভাঙ্গা চিল বলেছেন: ভুল ধরিয়ে দেয়া হয়, ভুল সংশোধনের জন্য। ব্লগার কাণ্ডারি অথর্ব এই পোষ্টের প্রেক্ষিতে কোন সন্তোষজনক ব্যাখ্যা দিলেন না। এমনকি আমি তার পোষ্টে একটি মন্তব্য দেয়ার পর তিনি তার সব পোস্ট ড্রাফট করে ফেললেন।
আবার আমার পোস্ট টি ও রাতেই প্রথম পাতা থেকে নামিয়ে দেয়া হয়েছে। আমি তো পোষ্টে কোথাও কোন বাজে ভাষা ব্যবহার করি নি।
এসব থেকে কি ধারনা আসা উচিত?
আপনি বলুন হাসান ভাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ০২ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: আবার আসতে হল।
সামুর মতো ব্লগে নির্বাচিত পোস্ট নিয়ে মতবিভেদ থাকতেই পারে। এতো পোস্টের ভিড়ে পোস্ট নির্বাচিত করা অনেক সময়ই বেশ দুরহ ব্যাপার হয়ে দাঁড়ানোর কথা। কিন্তু পোস্ট নির্বাচনে যতি সামান্য মানদণ্ডও বিবেচনায় আনা না হয় সেটা যেমন দুঃখের, তেমনি নির্বাচকদের ভুমিকা নিয়েও প্রশ্ন উঠা স্বাভাবিক। আমি একজন অনিয়মি ব্লগার এখানে। তাই অনেক কিছুই আমার অজানা। যারা এখানে অভিজ্ঞ এবং গুণী ব্লগার আছেন, তারা এব্যাপারে কী বক্তব্য রাখেন সেটা দেখার অপেক্ষায় আছি। নির্বাচিত পোস্ট নিয়ে স্বচ্ছতা বজায় রাখাই সবার কাম্য হওয়া উচিৎ। ব্লগিয় রাশিফল নূতন বছরের প্রথম দিনে একটা ফান পোস্ট হিসাবে আড্ডার একটা বিষয়বস্তু হতে পারে, তাই বলে নির্বাচিত হয় কী করে? সামুতে কি মানসম্পন্ন পোস্টের আকাল পড়েছে? নির্ধারিত ব্যক্তিদের পোস্টই কেবল নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখে? ব্যক্তি দেখে পোস্ট নির্বাচিত করা হলে সবাই নির্বাচিত পোস্ট থেকে মুখ ফিরিয়ে নেবে। তখন নির্বাচিত পোস্ট মূল্যহীন হয়ে পড়ার সম্ভবনা আছে। তাই নির্বাচকদের উচিৎ মানসম্মপন্ন পোস্টকেই নির্বাচিত করা।
০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫
ডানাভাঙ্গা চিল বলেছেন: আবার ও একটি চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ বাঙালি ভাই।
ব্লগার কাণ্ডারি অথর্ব এবং বিজ্ঞ মডারেটর যথাযথ ব্যাখ্যা দেবেন সেই প্রত্যাশায় আছি।
ধন্যবাদ আবারও।
৮| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১২
খেলাঘর বলেছেন:
লেখার মান বুঝার জন্য অনেক দক্ষতার দরকার, সামুর সেটা নেই
০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০
ডানাভাঙ্গা চিল বলেছেন: একজন ব্লগারের সব পোষ্টের মান এক নাও হতে পারে।
তবে যখন জবাবদিহিতার মত সময় আসে তখন চুপ করে থাকা কি সমর্থন যোগ্য?
আমার পোস্ট টি ও প্রথম পাতা থেকে নামিয়ে দেয়া হয়েছে।
৯| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪
অপূর্ণ রায়হান বলেছেন: এভাবে প্রতিটি রাশির জন্য দেয়া পত্রিকার বর্ণনাকে একটু ঘুরিয়ে ব্লগ কে কেন্দ্র করে কাণ্ডারি অথর্ব পোস্ট টা দিয়েছেন।
আপনার অভিযোগটা কি সেটা স্পষ্ট করুন। কপি পেস্ট?
০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০
ডানাভাঙ্গা চিল বলেছেন: ভ্রাতা অপূর্ণ আপনি বিচক্ষন ও জনপ্রিয় ব্লগার। প্রতিদিন অনেক পোস্ট পড়েন, অনেক কমেন্ট করেন। কিন্তু আপনার এই মন্তব্যটি হতাশ করল।
ব্লগার কাণ্ডারি অথর্বের সাথে ব্লগিয় বিচরণে খুব সখ্যতার প্রমাণ মেলে। তাই বলে কি আপনি তবে, এই রাশিফলটি নিতান্তই আমার কল্পনাকে কেন্দ্র করে। একে সত্য ভেবে কোনরূপ বিড়ম্বনায় না জড়িয়ে শুধুমাত্র ফান হিসেবে নেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।
কথা গুলো দেখে ও না দেখার ভান করছেন?
আর যদি না দেখে থাকেন, তবে এত কমেন্ট করেন, সেক্ষেত্রে ব্লগাররা আপনার কাছে থেকে অপঠিত কমেন্ট বেশি পাচ্ছেন বলেই মনে হয়।
অভিযোগ যাদের বিরুদ্ধে তারা ঠিক ই বুঝছেন নাকি আপনার মত অস্পষ্টতার মাঝে আছে, আমি ও ভাবছি।
কাণ্ডারি অথর্বের পোষ্টে কমেন্ট দিলাম। উনি সব পোস্ট ড্রাফটে নিলেন।
আমার পোস্ট ও প্রথম পাতা থেকে রাতেই নামিয়ে দেয়া হয়েছে।
আমি কি বুঝব?
১০| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬
সুমন কর বলেছেন: অাপনার বিষয়টি স্পষ্ট।
হয়তো উনি ঘুরিয়ে নিজের মতো করে ব্লগ এবং ব্লগারকে কেন্দ্র করে পোস্টটি লিখেছেন। এতে হয়তো অামাদের কিছুটা ভালও লেগেছে। তবে লেখার শেষে উনি যদি বলতেন, বিভিন্ন পত্রিকার অালোকে নিজস্ব ভঙ্গিতে লিখেছেন, তাহলে শতভাগ ঠিক হতো। এবং এটা কোন অন্যায় না। অামরা বিভিন্ন লেখাকে নিজের মতো করে লিখতেই পারি। তবে অবশ্যই পূর্বের লেখাটির লিংক কিংবা নাম একবার হলেও বলা উচিত।
লেখাটি ব্লগ কেন্দ্রিক হবার কারণে নির্বাচিত পাতায় গিয়েছিল। নির্বাচিত পাতায় নেবার সময় এতো কিছু চেক করার সময় থাকে না। কাজটি অনেক কষ্টসাধ্য।
তবে এর অাগেও উনাকে নিয়ে এমন একটি কথা হয়েছিল। এখনকার মতো তখনও উনি সব পোস্ট ড্রাফট করে ফেলেন। এটা মনে হয় ঠিক না।
শুভ দুপুর।
০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫
ডানাভাঙ্গা চিল বলেছেন: খুব ভাল বলেছেন সুমন ভাই। আমি আর একটি পোষ্টে নিজে কে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু অনুমতি থাকা সত্ত্বেও প্রথম পাতায় নিচ্ছে না।
ধন্যবাদ।
১১| ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৯
এমএম মিন্টু বলেছেন: এর পর থেকে যদি আমার লেখা নির্বাচত পাতায় না যায় তাহলে ব্লগার কাণ্ডারি অথর্বের সাথে বুঝাবুঝি হবে এবং ব্লগে ১৪৪ ধারা চলবে
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১২
ডানাভাঙ্গা চিল বলেছেন: কেন? উনি কি মডু?
১২| ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪০
এমএম মিন্টু বলেছেন: এর পর থেকে যদি আমার লেখা নির্বাচত পাতায় না যায় তাহলে ব্লগার কাণ্ডারি অথর্ব ভাইয়ের সাথে আমার বুঝাবুঝি হবে এবং ব্লগে ১৪৪ ধারা চলবে
১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৪
ডানাভাঙ্গা চিল বলেছেন:
১৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এই কারণে পোস্ট ড্রাফট করার কোনো মানে হয় না।
১৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪২
রুদ্র জাহেদ বলেছেন: অনেককিছুই শেখার এবং ভাববার আছে
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে এই পোস্টটি দেয়ার জন্য। প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে।
আমিও আপনার সাথে আপনার প্রতিটি কথায় সম্পূর্ণ সহমত প্রকাশ করছি আমার এই পোস্টটির ব্যাপারে।
নির্বাচিত পাতা নিয়ে নানা সময়ে নানা অভিযোগ এসেছে। সে ক্ষেত্রে সম্মানিত মডারেটরগন কতটুকু সচেতন হয়েছেন তা সামগ্রিকভাবে বলা মুশকিল। তবে আজকের একটি গুরুত্বপূর্ণ ভুল সামনে তুলে ধরছি।
আমার উক্ত পোস্টে শ্রদ্ধেয় মামুন রশিদ ভাই তার মন্তব্যে লিংক দিয়ে যাওয়ার পরেও কিভাবে আমার এই পোস্টটি নির্বাচনী পাতায় স্থান পেল সেই জন্য আমিও ভাই আপনার মতোই পুরোপুরি হতভম্ব হয়েছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই বিষয়টি তুলে ধরার জন্য। সোর্সহীন একটি পোস্ট যেখানে মামুন ভাই লিংক দিয়েও গেছেন তার পরেও এই পোস্টটি কিভাবে নির্বাচনী পাতায় স্থান পায় আমিও সত্যি ভাই হতভম্ব।
যাই হোক মডুরা এই পোস্ট নিয়ে আশা করি অবশ্যই ভেবে দেখবেন।
কিন্তু এই পোস্টটি নির্বাচনী পাতা হতে সরিয়ে নিলে আমার পোস্টের প্রাপ্ত হিটের সংখ্যাটা কিন্তু থেকেই যাবে যা আমারই ভুলের কারণে হয়ে গেছে। আমি কোথায় যেন কি চাপ দিয়ে ফেললাম তারপরেই দেখি হিট বেড়ে যাচ্ছে উল্কার গতিতে। কম্পিউটার কয়েকবার রি-স্টার্ট দেয়ার পরেও সেই হিট বন্ধ হয়নি। এই নিয়ে একটি পোস্টও আমি দিয়েছি সাহায্য চেয়ে। খুঁজে পেলে আমার জন্য খুব ভাল হতো।
যাই হোক নির্বাচক মন্ডলী আরও সতর্ক হবেন পোস্ট নির্বাচনের ক্ষেত্রে এইটাই কাম্য।