নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলো দ্বার, বার্তা আনিয়াছি বিধাতার

ধমাধম

শুনিয়াছি ধমাধম ধর্ম নামে নতুন এক ধর্মের আবির্ভাব ঘটেছে। নতুন জিনিসে আগ্রহ থাকে। তাই ধমাধম ধমর্তেও আগ্রহ জন্মেছে।

ধমাধম › বিস্তারিত পোস্টঃ

সামুরও পাপমোচনের সময় হইছে। আর এইটাই উপযুক্ত সময়। শুদ্ধ হও সামুব্লগ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

রাজাকার মুক্ত সামু চাই



//সারাদেশ জুড়ে যে গণআন্দোলনের জোয়ার, তার একটি সুফল আসবেই। সত্যের জয় হবেই হবে। কুৎসা, অপপ্রচার, মিথ্যাচার এবং ভন্ডামির দ্রুত ক্ষয় ও পরাজয় নিশ্চিত। সকল তুচ্ছ বিভেদ ভুলে বাংলার আনাচে কানাচে প্রতিটি বাংলার মানুষ এই মুহূর্ত একই সুতোয় বাঁধা। আমাদের সবার প্রানের চাওয়া, এই মুহূর্তের একমাত্র চাওয়া যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং তাদের দোসরদের এদেশ অবাঞ্ছিত ঘোষণা করা। আমাদের এই আন্দোলনে যূথবদ্ধতাই সব'চে দরকারী এখন।//




-জানা বলেছেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭



এই জানা কি সামুব্লগ কর্তৃপক্ষ? এইটা উনার অন্তরের কথা হইলে কেন সামুব্লগরে জামাত-শিবির-রাজাকার মুক্ত ঘোষণা করছেন না? কেন আগে তাদেরকে এই ব্লগে অবাঞ্ছিত ঘোষণা করছেন না?



সামুরও পাপমোচনের সময় হইছে। আর এইটাই উপযুক্ত সময়।



শুদ্ধ হও সামুব্লগ।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

হাছুইন্যা বলেছেন: রাজাকারদের এই ব্লগে স্বাগতম এরকম কিছুতো কখনও চোথে পড়েনি, তাহলে পাপমোচনের কথা আসছে কেন??

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

ধমাধম বলেছেন: জামাত-শিবির-রাজাকাররা তাদেরন নিজস্ব ব্লগ বাদে অন্যান্য ব্লগের চাইতে সামুতে বেশি ল্যাদায়, কথাটা কি ভুল?
তাছাড়া সামু কি কখনো জামাত-শিবির-রাজাকারদের নিরুৎসাহিত করে কোন ঘোষণা দিয়েছে?

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

হারকিউলিস রিটার্নড বলেছেন:
আবালের মত অনেকক্ষন ধইরা চিল্লাচিল্লি করতাসো দেখতাসি। কিন্ত মাথামোটা ধমাধম, তুমি জানো না, সামুতে প্রথম পাতা কন্ট্রোল করা হয় না? সেফ নিকওয়ালা যেকোন ব্যাক্তি যেকোন পোস্ট দিলেই তা প্রথম পাতায় আসে। কতৃপক্ষের কি দোষ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০

ধমাধম বলেছেন: চিল্লাইতে আপ্নের সমস্যাটা কোথায়? তার চেয়ে বড় কথা চিল্লাইতেছি জামাত-শিবির-রাজাকারদের এই ব্লগে ঠাঁই না দেয়ার জন্য, এতে আপনার কী কোন ল্যাঞ্জা আছে?
সেফ নিকে পোস্ট দিলে প্রথম পাতায় আসে, ভাল কথা। সেফ নিকে স্বাধীনতা বিরোধী কোন পোস্ট দিলে, সেই সব জামাত-শিবির-রাজাকারদের নিক ব্যান করতে বা এ ধরনের ঘোষনা দিতে সামুর সমস্যা কোথায়?

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

হারকিউলিস রিটার্নড বলেছেন: চুদানির পোলা, ল্যাঞ্জা আছে মানে? মানুষ না চিন্না কথা কইবি না চুতমারানির পোলা।

শুন খাপো, শরতের লগে আমার এই ব্যাপারে পার্সোনালি কথা হইছে। সে কইসে তারা রিপোর্ট পাইলেই ব্যান করে। গড়ে প্রতি ৪ মিনিটে ১ টা পোস্ট আসে। মডুর পক্ষে সব পোস্ট পড়া সম্ভব না।
সামু বাকস্বাধীনতায় বিশ্বাসী। তাই সামুতে এমন ডিক্লেয়ার দেয়া সম্ভব না।

আমার ব্লগের মাথামোটা বলদ গুলার লাহান কথা কইবি লাথি মেরে আবার সামু থেকে বের করবো শুয়োরের বাচ্চা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৫

ধমাধম বলেছেন: ভাইডি ছাগুগো মত তুমি প্রথমেই গালাগালি দিয়ে শুরু করছ। তুমি এইবার ফেরেস্তা হইলেও তুমি সোজা কথায় সামুর দালাল।
আসো আমিও গ্রামের পোলা। চুতমারানি গাইল আমিও দিতে জানি। পাল্লা দিতে চাও? শুরু করো, দেখাই দাও তোমার জন্ম পরিচয়।

নিজে না পাইরা তুমার শরত বাপরে টানতেছো। আর বাপের গরমে আমারে বাইর করতে চাও সামু থিকা! হায়রে আবাল কারে কয়!
শরত কি এই ব্লগের মালিক? আমি পোস্ট দিছি মালিকরে উদ্দেশ্য কইরা। তোমার এত জ্বলে কেন?

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

*কুনোব্যাঙ* বলেছেন: জামত শিবির কিছু থাকলে সমস্যা কি? তাদের কিছু পোষ্ট না আসলে পাবলিক বুঝবে কিভাবে যে সাধারণ ব্লগাররা জাশির পোষ্ট পেলে তাকে কেমন ভাবে গ্রহন করে? সামুর মডুরাই যদি সব করে তাহলে সাধারণ ব্লগারদের তো আর কিছু করার থাকেনা! আর কন্ঠ রোধ করার প্রয়োজন তখনই হয় (নোংরামী ব্যাতিত) যখন কোন মতকে মানুষ ভয় পেতে শুরু করে। জাশি এমন কিছু আহামরি মতাদর্শ প্রচার করেনা যে তাকে কন্ঠ রোধ করে থামাতে হবে। খালি সহমত টাইপ ব্লগিং এ মজা নাই!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭

ধমাধম বলেছেন: আপনার কমেন্ট পছন্দ হইছে। তবে যেহেতু সামুর বিরুদ্ধে নিউজ হইতেছে, তাই কৌশলগত দিক দিয়ে সেসব নিউজের বিরুদ্ধে হাজার হাজার নোটিস না টানাইয়া এইরকম একটা ঘোষণা দিয়ে রাখাটাই সেফ। ব্যাপারটা চিন্তা কইরা দেখেন এইবার।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১

বিপদেআছি বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: জামত শিবির কিছু থাকলে সমস্যা কি? তাদের কিছু পোষ্ট না আসলে পাবলিক বুঝবে কিভাবে যে সাধারণ ব্লগাররা জাশির পোষ্ট পেলে তাকে কেমন ভাবে গ্রহন করে? সামুর মডুরাই যদি সব করে তাহলে সাধারণ ব্লগারদের তো আর কিছু করার থাকেনা! আর কন্ঠ রোধ করার প্রয়োজন তখনই হয় (নোংরামী ব্যাতিত) যখন কোন মতকে মানুষ ভয় পেতে শুরু করে। জাশি এমন কিছু আহামরি মতাদর্শ প্রচার করেনা যে তাকে কন্ঠ রোধ করে থামাতে হবে। খালি সহমত টাইপ ব্লগিং এ মজা নাই।

১০০% একমত । সহমত কইয়া মজা নষ্ট করলাম না , :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭

ধমাধম বলেছেন: হ

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৯

মুনতাসীর রোমান বলেছেন: ছাগু না থাকলে মনে হয় সামু একদিকে শুদ্ধ হয় । তয় সোনা ব্লগে ঢুকার রুচি যেহেতু নাই মাঝেমধ্যেই ছাগু ার মজা লওয়া মন্দ না ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

ধমাধম বলেছেন: মাঝে মাঝে এদের এমনিতেই দেখা যাবে। কিন্তু লালন পালন করার দরকার আছে বলে মনে হয় না। কিন্তু স্বাধীনতার স্বপক্ষে বলে একটা ঘোষণা দিতে সামুর সমস্যা কোথায়?

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৫

বি পজেটিভ বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.