![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনিয়াছি ধমাধম ধর্ম নামে নতুন এক ধর্মের আবির্ভাব ঘটেছে। নতুন জিনিসে আগ্রহ থাকে। তাই ধমাধম ধমর্তেও আগ্রহ জন্মেছে।
৭১-এর মুক্তিযুদ্ধের শেষের দিকে দেশের নানা প্রান্ত থেকে এক এক করে খবর আসতে শুরু করল- অমুক অঞ্চল হানাদার মুক্ত হইছে, তমুক অঞ্চল হানাদার মুক্ত হইছে। মুক্তিযোদ্ধারা এভাবেই এক এক করে নানা অঞ্চল মুক্ত করতে করতে ঢাকার দিকে অগ্রসর হতে শুরু করল।
নাহ, এই অগ্রসর ঢাকার দিকে ছিল না না; এই অগ্রসর ছিল বাংলাদেশের দিকে, স্বাধীন বাংলাদেশের...স্বাধীনতার...বিজয়ের...
স্বাধীনতার ৪২ বছর পরে আবার শুরু হয়েছে মুক্তিযুদ্ধ। দেশ থেকে এবার হানাদার বাহিনী নয়; হানাদার আর পাকিবীর্যজাত জামার শিবির রাজাকার মুক্ত করার দ্বিতীয় মুক্তিযুদ্ধ।
বিভিন্ন জায়গা থেকে অমুক হল শিবির মুক্ত, তমুক ছাত্রাবাস শিবির মুক্ত বলে ঘোষণা আসতেছে। এই ঘোষণার বলে দিচ্ছে বিজয় খুব বেশি দূরে নয়।
যে যেখানে আছেন, নিজেদের অঞ্চল, এলাকা, প্রতিষ্ঠান- সব জায়গা থেকে জামাত শিবির রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন এবং সেগুলা জামাত শিবির রাজাকার মুক্ত করেন। একে একে সারা দেশ থেকে এইসব কুলাঙ্গারদের পরিনতি ৭১-এর মতই হোক।
জামাত শিবির রাজাকার মুক্ত এলাকার ঘোষণা আরো বেশী বেশী করে আসুক। সেই সাথে আসতে থাকুব বিজয়... বিজয়ের পদধ্বনি...
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১০
ধমাধম বলেছেন: আপনি রাজাকারমুক্ত বাংলাদেশ চান না? কেন?
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২২
সাউন্ডবক্স বলেছেন: সুখোই-৩৫ বলেছেন: ২০২১ সালে ভাড়ত মুক্ত পশ্চিমবঙ্গ চাই।
সুখোই-৩৫ সেইরাম কচেন বাই.।।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৪
ধমাধম বলেছেন: পাকিবীর্যজাত রাজাকার
এই মুহূর্তে বাংলা ছাড়
ধমাধম কেমুন কইলো?
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪২
সুখোই-৩৫ বলেছেন: রাজাকারমুক্ত অখন্ড বাংলাদেশ চাই। সুকান্তের কবিতার হিমালয় থেকে সুন্দরবন পর্যন্ত বাংলাদেশ চাই। ভারতীয়রা যেমন অখন্ড ভারত চায়, বাঙালি হিসাবে আমিও অখন্ড বাংলাদেশ চাই। সেই বঙ্কিমচন্দ্রের লেখায় যে সীমানার বাংলাদেশ ছিল, সুকান্তের "হিমালয় থেকে সুন্দরবন, হঠাত বাংলাদেশ, কেপে কেপে ওঠে পদ্মার উচ্ছাসে"-এর বাংলাদেশ চাই। পূর্ব বাংলাকে যেমন ইসলামি ডগমামুক্ত করতে হবে, পশ্চিমবাংলাকেও তেমন হিন্দু ডগমামুক্ত করতে হবে। পশ্চিমবঙ্গ থেকে হিন্দুয়ানী দূর করার লক্ষ্যে এবং সেকুলার বাঙালি জাতি গড়ার লক্ষে আসুন একযোগে কাজ করি।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯
সুখোই-৩৫ বলেছেন: ২০২১ সালে ভাড়ত মুক্ত পশ্চিমবঙ্গ চাই।