নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি, আমার ভেতর থেকে নামি।

ধুনকর

একটা মহৎ হৃদয়, আমার প্রিয় মন্দির গৃহ

ধুনকর › বিস্তারিত পোস্টঃ

খারাপবাসা

৩১ শে জানুয়ারি, ২০২০ ভোর ৫:২৭

ভাবছি ফিরে যাবো শ্বাপদসঙ্কুল অরণ্যে,
হায়েনার হাতে হাত রেখে হিংস্র থাবায় ছিঁড়ে খাবো হরিণীর মাংস,
আমার মুখোমন্ডল হয়ে উঠবে রক্তে রঙ্গিন।
কেন নয় এমন রক্ত-মাখানো মুখ ?
উদর ভর্তি তাজা মাংস ?
আমাকে দেখে সবাই ভয়ে, ঘৃণায়, চিৎকারে
বন্ধ করবে জানালা ও দরজার কপাট,
কিন্তু তোমার সে অধিকার নাই -
ভয় পাওয়ার, ঘৃনা করার, চিৎকারে আকাশ ফাটানোর।
কোন অধিকার নাই -
ভাল থাকলে ভালতো বাসোনি কখনো,
তবে কোন অধিকার খারাপবাসার ?

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:৪৮

শাহিন বিন রফিক বলেছেন:



কতিার প্রথম দিকে পড়ে মনে হল, আমাদের সমাজের বর্তমান অবস্থার বর্ননা কিন্ত পরে দিকে এসে ভাবার্থ ভিন্ন দিকে মোড় নিল। প্রতিভাবান মানুষদের লেখা এই এক বিশাল গুন, লেখায় থাকে রহস্য, রোমাঞ্চ! আর পাঠক নিজের মত করে সাঁজিয়ে নিতে পারে গল্পের প্লট।

কবিতা বেশ ভাল হয়েছে।

লিখতে থাকুন, সাথে আছি
শুভ কামনা।

২| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫০

এস সুলতানা বলেছেন: নারীর দেহ ছিড়ে খাচ্ছে তখন মানুষ যখন তখন। তার জন্য লাগছে না কোন অরণ্য লাগছে না। সে যুগে বাস করে আপনি এখনো সাপাতশঙ্কুল অরণ্যে যাবার কথা ভাবছে।

কিন্তু এই সাপাতশঙ্কুলটা কি আমি বুঝলাম না

৩| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:১৯

নুরহোসেন নুর বলেছেন: চমৎকার লিখেছেন

৪| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫০

ধুনকর বলেছেন: যে কাছে টানতে পারেনা, ভালবাসতে পারে না -
তার ঘৃনা করারাও অধিকার আমি দিতে চাই না।

৫| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৫

সামু পাগলা০০৭ বলেছেন: অধিকার দিয়ে বা ফিরিয়ে নিয়ে ভালোবাসা অথবা ঘৃণা কি আটকানো যায়?

৬| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৫

ধুনকর বলেছেন: শ্বাপদসঙ্কুল - যে অরণ্য হিংস্র জন্তু জানোয়ারে পরিপুর্ণ

৭| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৬

ধুনকর বলেছেন: যায় তো বটেই –
যাকে আমি মন থেকে অবাঞ্চিত করলাম, সে ভালবাসলেই বা কী আর ঘৃণা করলেই বা কী।

৮| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৫

সামু পাগলা০০৭ বলেছেন: সেতো আপনার দিক, তার দিক? আপনার অধিকার দেওয়া বা না দেওয়া ব্যাপারটি সামনের মানুষটির মনের কাছে অবাঞ্চিত! আমি সেটাই আগে বলতে চেয়েছি, আপনি আটকাতে পারবেন না কারো কোন অনুভূতিকে এবং কিছু ক্ষেত্রে নিজের অনুভূতিকেও কন্ট্রোল করতে পারবেন না। পাত্তা দেইনা, আমার কিছু যায় আসেনা কথাগুলো কখনো কখনো শুধু নিজের মনের স্বান্তনা। নয়?

৯| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: হিংস্র ভাবনা, তবে অস্বাভাবিক নয়।

১০| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: আমি যে কেন কবিতা লিখতে পারি না। খুব খারাপ লাগে আমার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.