নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের বুকে কিছু কিছু নক্ষত্র আছে যাদের জৌতি এখনো পৃথিবীর বুকে এসে পৌঁছেনি, সেসব নক্ষত্রের ভিড়ে আমি একজন। - ধ্রুব নয়ন ঢাকা

ধ্রুব নয়ন চৌধুরী

সত্যের পথে প্রেম, অন্যায়ের বিরুদ্ধে আমার কলম চলবেই

ধ্রুব নয়ন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আপনিও লিখুন

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

লেখা আহবান-

সকল সচেতন কলমসৈনিক বন্ধুদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের মধ্য দিয়ে মাসিক ছাড়পত্র নিয়মিত ভাবে প্রকাশ হতে যাচ্ছে। লেখা মনোনীত হলে একমাত্র ছাড়পত্র প্রকাশনীই প্রথম বিনামুল্যে আপনার লেখা প্রকাশ করার দূঢ় অঙ্গীকার করছে। তাই আর দেরি না করে আজই আপনার অপ্রকাশিত লেখা উপরে অবশ্যই স্বাধীনতা দিবস সংখ্যা ও বিষয়ের নাম লিখে আগামী ৫ ই মার্চের মধ্য পাঠিয়ে দিন নিম্ন ঠিকানায়



বিষয়ঃ

ছড়া,
কবিতা,
অনুগল্প,
ছোটগল্প,
সাফল্যর গল্প,
ধারাবাহিক গল্প,
রম্যলেখা,
ভ্রমন কাহিনী,
প্রবন্ধ,
কলাম,
সায়েন্স ফিকশন,
সাক্ষাৎকার,
বিনোদন,
খেলাধুলা,
কৌতুক ও
চিত্রাংকন।
এ ছাড়াও থাকছে- প্রশ্নত্তোর পর্ব।

আমাদের ই-মেইলঃ-
[email protected]

পত্রযোগঃ ছাড়পত্র প্রকাশনী, খুকী ভিলা, ২১/১, রোড# ১৭/সি, কমফোর্ট হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা- ১২০৭।
মুঠোফোনঃ- ০১৬২০১৯৮০৪৬ ও ০১৭১৬৫২৬৮৫৬

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭

চাঁদগাজী বলেছেন:


" কলমসৈনিক "? ইহা আবার কি? লেখক, কবি, সাহিত্যিকদের সৈনিক হতে হবে কেন?

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৮

হাইপারসনিক বলেছেন: চেষ্টা করে দেখতে পারি;)

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২২

নাজমুস সাকিব রহমান বলেছেন: লেখাটি পড়ে একধরণের উৎসাহ বোধ করছি, কোন এক কারণে এ'রকম ক্ষেত্রে আমার শেষ পর্যন্ত লেখা পাঠানো হয়ে ওঠে না। তবুও শুভকামনা রইল।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: লেখালেখি শুধু বিনোদন তা আমি মানছি না, লেখালেখি একটি ধারাবাহিক আন্দোলন মনে প্রাণে বিশ্বাস করি। তাই কলম সৈনিক লেখা। যা হোক সবাই কে আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধন্যবাদ। ভালো উদ্যোগের অফুরান সাফল্য কামনা করি।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৪

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.