নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের বুকে কিছু কিছু নক্ষত্র আছে যাদের জৌতি এখনো পৃথিবীর বুকে এসে পৌঁছেনি, সেসব নক্ষত্রের ভিড়ে আমি একজন। - ধ্রুব নয়ন ঢাকা

ধ্রুব নয়ন চৌধুরী

সত্যের পথে প্রেম, অন্যায়ের বিরুদ্ধে আমার কলম চলবেই

ধ্রুব নয়ন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

দিশা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৭

দিশা
ধ্রুব নয়ন
*******************************************************

দিশা-
বর্ষা শেষে শরতের প্রভাতে
কাব্যিক আত্মা এখনও জেগে-
মনের মাধুরী মিশিয়ে আঁকছি তোমায়
বুক পাঁজরে হৃদয়ের কবিতায়।।

দিশা-
প্রতি নিশি নিদ্রায়
ঘুমে বিভোর থাকি কবিতায়,
এ হৃদয়ের যত সুপ্ত কথা-
তা দীর্ঘ অলেখা কবিতা।

দিশা,
তুমি আসবে বলে-
আজো তা হয়নি লেখা,
তোমার অপেক্ষাই দীর্ঘ অদেখা-
তুমি আমার কুমারিকা।।

দিশা-
তোমার যুগল পায়ে যে মাটি মূর্ছা যায়,
সে মাটি আমি ভরে রাখি-
বুক পকেটে হৃদয়ের খাতায়।।

দিশা-
অনুভবে তুমি..................
নিবন্ধ দৃষ্টিতে তাকিয়ে আমি-
তুমি আসবে লাল শাড়িতে
আমার ফুলশয্যা রাতে।।

দিশা-
তোমার প্রেমের সুধায় মিটাব
আমার হৃদয়ের তিশা,
তুমি আমার ভালবাসা
তুমিই আমার সর্বনাশা।।

০২/০৯/১৬
রমনা, ঢাকা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৬

তাওহীদ পলাশ বলেছেন: চালিয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.