![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পথে প্রেম, অন্যায়ের বিরুদ্ধে আমার কলম চলবেই
গ্রীক থেকে নামলো দেবী-
নাম তার থেমিস,
সুপ্রিমকোর্টে দাঁড়ালো সে
সম্প্রীতি হলো ফিনিশ।
বড় বড় বাবুদের
মোটা মোটা মাথা
লোডশেডিং-এর বাজারে আগুন
হাওড়ে আছে ব্যাথা।
মিডিয়া, টকশো আর-
পত্র-পত্রিকার হেডলাইন-
জমেছে মৌলবাদের বাজার
লেখ এবার মানবতার ডেডলাইন!
মসজিদে, মন্দিরে আহাঃ কি দম্ভ-
জিন্দা প্রাণ অনাহারে, মানবতা লণ্ডভণ্ড,
নাস্তিক-আস্তিকের ঘুম কেড়ে নিল-
দেখ দেখি মূর্তির কাণ্ড!
০১ লা জুন, ২০১৭ ইং
ঢাকা-১২০৭
২| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:২২
জুন বলেছেন: কবিতা যথার্থ লিখেছেন , তবে ছবিটি আমি গত দুদিন ধরে দেখছি যা আমাকে মুগ্ধ করেছে ।
+
৩| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +
৪| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:৫৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ++++
৫| ০২ রা জুন, ২০১৭ রাত ১০:০০
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: ভালো লিখেছেন। ++++++
৬| ০২ রা জুন, ২০১৭ রাত ১১:৪৮
তোমার জন্য মিনতি বলেছেন: অনেক সুন্দর কবিতা। +++++
৭| ০২ রা জুন, ২০১৭ রাত ১১:৪৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: সময়োপযোগী কবিতা।
ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৭ রাত ৮:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন।++++
শুভকামনা আপনার জন্য।