নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুপছায়া খেলা

অচেনার খোঁজে, অজানার উদ্দেশ্যে, দিচ্ছি পাড়ি কাঁটা হেরি পথ।

ধুপছায়া খেলা › বিস্তারিত পোস্টঃ

বুদ্ধির খেলায় হারিয়ে দিন অন্যকে

২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৯



আমরা যারা এন্ড্রয়েডে গেমস খেলতে পছন্দ করি তারা সচরাচর একশন ও রেসিং গেমই খেলে থাকি। পাজল বা মাইন্ড গেম খুব কমই খেলা হয়। আমি একটি পাজল গেম খেলি। এটি একটই লজিক্যাল মাইন্ড গেম। এটি যেমন অফলাইনে খেলা যায়, সেইসাথে অনলাইনেও খেলা যায়। তবে অনলাইনে খেলার মজাই বেশি। অফলাইনে আপনাকে খেলতে হবে ডিভাইস মস্তিস্কের সাথে। আর অনলাইনে খেলতে পারবেন বিশ্বের সকল প্লেয়ারের সাথে। খেলাটির নাম, Four in a row.

যেহেতু এটি একটি মাইন্ড গেম এতে অনেক বেশি বুদ্ধি খাটাতে হয়। বলতে গেলে খেলাটি হচ্ছে বুদ্ধি ও কৌশলের। বুদ্ধি দিয়ে অন্যকে হারিয়ে দেওয়া সবসময়ই আনন্দের। আর সেটা যদি হয় অনলাইনে কোন দেশের প্লেয়ারকে হারানো, তাহলে তো কথাই নেই। জাতীয় সীমারেখা ছাড়িয়ে যখন আন্তর্জাতিক পর্যায়ে কোন প্লেয়ারের সাথে খেলবেন, তখন যে কি মজা তা বলে বোঝানো যাবেনা। চিরশত্রু পাকিস্তান-ভারত কিংবা বিশ্ব পরিচালক আমেরিকা, ইংল্যান্ড, চীন, রাশিয়ার প্লেয়ারকে হারানোর মাঝে একটি অব্যক্ত একটি ভাললাগা কাজ করবে। ঘরে বসেই আপনি আন্তর্জাতিক প্লেয়ারদেরকে হারিয়ে দিচ্ছেন, ব্যাপারটা সত্যিই অন্যরকম।



যেভাবে খেলবেনঃ

একটি খেলায় দুজন প্লেয়ার থাকবে। আপনি এবং অন্য কেউ। এক্ষেত্রে আপনি যদি অফলাইনে খেলেন, তাহলে অন্য কেউ বা প্রতিপক্ষ হবে আপনার মোবাইল নিজে। অর্থাৎ আপনি খেল্বেন আপনার মোবাইলের সাথে। আর অনলাইনে আপনার প্রতিপক্ষ হবে বিশ্বের যে কোন দেশের প্লেয়ার। খেলায় দুই পক্ষের দুই রঙের বল থাকবে। অর্থাৎ আপনি লাল রঙের বল পেলে আপনার প্রতিপক্ষ পাবে হলুদ রঙের বল। দুজন খেলোয়াড়ের কাজ হচ্ছে নিজের রঙের বল একসাথে চারটি মিলানো। চারটি বল যেকোন ভাবে মিলানো যেতে পারে। খাড়াভাবে, আনুভূমিক ভাবে, কোণাকুণি ভাবে। অর্থাৎ যেভাবেই হোক এক লাইনে চারটি বল মিলাতে হবে। যে আগে মিলাতে পারবে সে ই বিজয়ী হবে এবং সেই সাথে খেলা শেষ হবে।

খেলা হবে একটি বোর্ডের মাঝে। যেখানে বৃত্তাকার ৪২ টি ঘর আছে। শুরুতে একজন বোর্ডে একটি বল মারবে তারপর দ্বিতীয় জন। এভাবে খেলা চলতে থাকবে। প্রথম বলটি কে মারবে সেটা প্রোগ্রামই সিলেক্ট করে দিবে। প্রতি বল মারার জন্য আপনি ৩০ থেকে ৪৫ সেকেন্ড সময় পাবেন। এটা সফটওয়্যার ভেদে ভিন্ন হয়।

যে সফটওয়্যার গুলোতে খেলতে পারবেনঃ

প্লে-স্টোরে Four in a row নামে অনেকগুলো সফটওয়্যার আছে। এর সবগুলতেই খেলা যায়। তবে সবগুলোর ইন্টারফেস, সুযোগ-সুবিধা একরকম নয়। কিছু আছে শুধু অফলাইনে খেলা যায়। আর কিছু আছে অনলাইনে খেলা গেলেও প্লেয়ার কম বা বলতে গেলে থাকেই না। এক্ষেত্রে আমি আপনাদেরকে দুটো সফটওয়্যার সাজেস্ট করব। ব্যক্তিগতভাবে আমি এগুলোতেই খেলি।



এটি একটি চমৎকার এপ্লিকেশন। এর ইন্টারফেস যথেষ্ট ভাল। এখানে প্লেয়ারদের দেশ, পয়েন্ট, র্যাং কিং জানা যায়। খেলার সময় প্লেয়ারদের সাথে চ্যাটও করা যায়। এপ্লিকেশনটি ইন্সটল করে ওপেন করুন। অফলাইনে খেলার জন্য Play Local ক্লিক করে যেকোন লেভেল সিলেক্ট করুন। প্লে অপশনে ক্লিক করার পর Classic ক্লিক করে খেলা শুরু করতে পারেন।



Play online থেকে Find an Opponent ক্লিক করে অনলাইনে খেলতে পারেন। এখানে অটোমেটিকভাবে যেসব প্লেয়ার অনলাইনে আছে তাদের নাম আসবে। আপনি এক্সেপ্ট অপশনে ক্লিক খেলা শুরু করতে পারেন। ইন্টারফেসের নিচের দিকের প্লাস বাটনে ক্লিক করে যে প্লেয়ারটির সাথে খেলছেন তাকে আপনার ফ্রেন্ডলিস্টে এড করতে পারেন।



প্রোফাইল অপ্সহন থেকে আপনার দেশ, ইউসারনেম ও সাউন্ড ঠিক করে নিতে পারেন। হাইস্কোর অপশনে দেখতে পাবেন সেরা খেলোয়ারদের তালিকা ও তাদের পয়েন্ট সেই সাথে আপনার র্যাং কিং ও পয়েন্ট। শুরুতেই আপনাকে ১০০০ পয়েন্ট দেওয়া হবে। খেলায় জিততে থাকলে পয়েন্ট বাড়বে এবং সেরাখেলোয়ারদের তালিকায় উপরে উঠবেন। এখানে আমার সিরিয়াল সেরা ৩০ জনের মধ্যে। এখানে বাংলাদেশের খেলোয়াড় সংখ্যা প্রায় ১৫০ জনের মত। এখানে মোটামুটি ২৪ ঘন্টাই প্লেয়ার থাকে। তবে দিনের বেলায় কম থাকে। সন্ধ্যার পর থেকে সারারাত অনেক প্লেয়ার থাকে।

এপ্লিকেশনটি ডাউনলোড করুন এখান থেকে





এটি হচ্ছে এই খেলায় আসল যুদ্ধক্ষেত্র। বিশ্বের বাঘাবাঘা সব খেলোয়াড়রা এখানে খেলেন। ইন্টারফেস, সাউন্ড, থিম, 3D ইফেক্ট, বাউন্স ইফেক্ট সমৃদ্ধ এই এপ্লিকেশনটি ব্যাপক জনপ্রিয়। নতুনদের প্রেক্টিসের জন্য আছে প্রায় ৪০০ রিডেলস। অফলাইনে খেলা যাবে ইজি, নরমাল ও হার্ড লেভেলে। একসাথে দুজন মিলে স্ক্রিন শেয়ার করেও খেলা যাবে।



Online Play অপশনে গিয়ে অনলাইনে খেলতে পারেন। এখানে দুই ধরনের খেলা আছে। একটা ৬×৭ এবং অন্যটা 7×7 । স্ট্যান্ডার্ড খেলা হচ্ছে ৬×৭ খেলাটি। খেলা সিলেক্ট করলে এক এক করে প্লেয়ারদের নাম ও রেটিং আসবে। আপনি যে কাউকে সিলেক্ট করতে পারেন। যাদের রেটিং বেশি তারা অনেক এক্সপার্ট প্লেয়ার। এখানে এভারেজ রেটিং 7.5 থেকে 8.00 প্রথম পর্যায়ে আপনার রেটিং থাকবে ৬, এখানে প্রয় কয়েক লাখ প্লেয়ার আছে। যাদের রিটিং ১১ তারা টপ ২৫ এর মধ্যে। রেটিং ৮ হওয়া মানে আপনি টপ ৫ হাজারের মধ্যে। বুঝতেই পারছেন এটা কত কম্পিটিটিভ। এখানে আমার সর্বোচ্চ র্যাং কিং ছিল ২৩২

এপ্লিকেশনটি ডাউনলোড করুন এখান থেকে





যেহেতু এটি মাইন্ড গেম, খেলে অনেক মজা পাবেন। ইন্টারন্যাশনাল প্লেয়ারদের খেলার সময় নিজের দেশের পতাকাটাকে উঁচু করার সুযোগ তো থাকছেই। খেলা সম্পর্কিত সকল প্রকার সাহায্য আমার কাছ থেকে পাবেন। কিছু জানতে চাইলে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন। অসাধারণ এই মাইন্ড গেমের মাধ্যমে আপনার অবসর সময় আরও আনন্দময় করে তুলুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.