নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুপছায়া খেলা

অচেনার খোঁজে, অজানার উদ্দেশ্যে, দিচ্ছি পাড়ি কাঁটা হেরি পথ।

ধুপছায়া খেলা › বিস্তারিত পোস্টঃ

বান্ধবী; কোরিয়ায় প্রবাসি বাঙ্গালির সংগ্রামী জীবন, সাথে একটু খানি সুখের ছোঁয়া।

১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৮





____________বাংলা সাবটাইটেল রিলিজ__________

কোরিয়ান মুভিঃ Bandhobi (বান্ধবী)



উন্নত জীবনের খোঁজে কোরিয়া পাড়ি জমায় মুভির কেন্দ্রীয় চরিত্র বাংলাদেশী ছেলে করিম। এই কষ্টের দিনগুলোতে বান্ধবী হিসেবে পাশে পায় মিন-সুহ নামের এক কোরিয়ান মেয়েকে। প্রবাস জীবনের নানা প্রতিকুলতা, লাঞ্ছনা-গঞ্ছনার মাঝে পাশে পায় বান্ধবীকে। বান্ধবী ও পারিবারিক অশান্তিতে বিতৃষ্ণা হয়ে পেয়ে যায় চমৎকার সঙ্গী।





শুরু হয় একসাথে ঘোরাঘুরি, হাসি, গান আর অভিমান। শেয়ার করে নিজেদের ভাল লাগা, খারাপ লাগার কথা । পরিচয় করিয়ে দেয় বাঙালি সংস্কৃতি ও খাবারের সাথে। পালটে দেয় বান্ধবীর কিছু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি।

জীবনের ছোট ছোট অনুভুতিগুলোর চমৎকার সংমিশ্রন ঘটিয়েছেন পরিচালক। অভিনয় এবং প্রেক্ষাপটও ছিল অসাধারণ। নায়ক বাংলাদেশী হওয়ায়, কোরিয়ান ভাষার মাঝে মাঝে কিছু বাংলা ডায়ালগও শোনা যাবে। যেগুলো মনের ভেতর অদ্ভুত ভালোলাগা তৈরী করে। অন্য ভাষার সাথে বাংলা ভাষার মিশ্রনে, বাংলা ভাষার আসল সৌন্দর্য অনুভব করা যায়।





বাংলা সাবটাইটেল দিয়ে মুভিটি দেখার অনুরোধ করছি সবাইকে। আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু।



IMDB LINK: এখানে ক্লিক করুন



ডিরেক্ট লিঙ্কঃ এখানে ক্লিক করুন



গুগল ড্রাইভ লিঙ্কঃ এখানে দেখুন



বাংলা সাবটাইটেল লিঙ্কঃএখানে ক্লিক করুন



আমার সব সাবটাইটেল লিঙ্কঃ এখানে দেখুন

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১

আমি অথবা অন্য কেউ বলেছেন: নামাচ্ছি

২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার রিভিউ। দেখার ইচ্ছা রাখি।

তবে একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষন করছি - এখন থেকে মুভি রিভিউ দেয়ার ক্ষেত্রে অনুগ্রহ করে টরেন্ট লিংক দেয়া থেকে বিরত থাকুন। কেননা কপিরাইটের একটি বিষয় জড়িত থাকায় এই ধরনের টরেন্ট লিংক দেয়ার ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আমরা অনেক অভিযোগ পাচ্ছি।


তাই অনুরোধ রইল এখন থেকে মুভি রিভিউ দেয়ার সময় টরেন্ট লিংক দেবেন না। এই ক্ষেত্রে ভিন্ন কোন কৌশলের আশ্রয় নেয়া যেতে পারে। তাই অনুগ্রহ করে পোষ্টে উল্লেখিত টরেন্ট লিংকগুলো অনুগ্রহ করে সরিয়ে নিন।

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০২

ধুপছায়া খেলা বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯

পুরান লোক নতুন ভাবে বলেছেন: অনেক আগেই দেখছি!! আসলেই অসাধারণ মুভি!!

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫

মনিরা সুলতানা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.