নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুপছায়া খেলা

অচেনার খোঁজে, অজানার উদ্দেশ্যে, দিচ্ছি পাড়ি কাঁটা হেরি পথ।

ধুপছায়া খেলা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের জন্য নতুন রেকর্ডের হাতছানি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪



বাংলাদেশ নতুন রেকর্ড গড়তে যাচ্ছে আগামীকালের ম্যাচটিতে। এখন পর্যন্ত বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ওডিআইতে সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান। সাকিব ১৪১ ম্যাচে ৩৪.৫৮ গড়ে করেছেন ৩৯৭৭ রান। অর্থাৎ আর মাত্র ২৩ রান করলেই প্রথম বাংলাদেশী খেলোয়াড় হিসেবে নাম লেখাবেন ৪০০০ রানের এলিট ক্লাবে। ৩৯৭৭ রান করতে সাকিব বাউন্ডারি হাকিয়েছেন ৩৫২ টি এবং ছক্কা মেরেছেন ২৯ টি। হাফসেঞ্চুরী করেছেন ২৬ বার এবং সেঞ্চুরির দেখা পেয়েছেন ৬ বার। যেটি এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে যেকোন ব্যাটসম্যানের সর্বাধিক সেঞ্চুরি।

খুব একটা পিছিয়ে নেই ড্যাশিং ওপেনার তামিম ইকবালও। ১৩৫ ম্যাচে ২৯.৮৫ গড়ে তামিমের সংগ্রহ ৩৯৭১ রান। ৪০০০ রান হতে বাকি মাত্র ২৯ রান। ৩৯৭১ রানের মাঝে রয়েছে ৪৪৭ টি বাউন্ডারি ও ৫২ টি ছয়ের মার। ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৭ বার হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন এবং ৪ বার সেঞ্চুরি করার সৌভাগ্য অর্জন করেছেন তামিম ইকবাল।

ওপেনার হিসেবে প্রথম ৪০০০ হাজার রান করার সুযোগটা তামিমেরই বেশি। যদিও সাকিবের লাগবে মাত্র ২৩ রান। আশাকরি দুজনই কাল তাদের ৪০০০ রান পুর্ণ করবেন এবং বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সুচনা করবেন। সবমিলিয়ে কে হতে যাচ্ছে প্রথম ৪০০০ রানের মালিক? জানতে হলে অপেক্ষা করতে হবে কালকের বাংলাদেশ বনাম আফগানিস্থানের ম্যাচ পর্যন্ত।

এগিয়ে যাও টাইগার্স, জয় তোমাদের সুনিশ্চিত ! অপেক্ষায় আছি আমরা ১৬ কোটি বাংলাদেশী।
#RISEOFTHETIGERS

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫

ডিজ৪০৩ বলেছেন: শুভকামনা রইল দলের জন্য এবং অবশ্যয় সাকিবের জন্যও ।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৬

প্রবাসী পাঠক বলেছেন: শুভ কামনা রইল বাংলাদেশ দল এর জন্য। ভারত এর সাথে হারার পর থেকে বাংলাদেশ এর ম্যাচ দেখা বন্ধ করেছিলাম অভিমান করে। কিন্তু সব অভিমান ভুলে কাল বাংলাদেশ এর ম্যাচ দেখব। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৬

ধুপছায়া খেলা বলেছেন: ইনশাআল্লাহ, আপনার অভিমান ভেঙ্গে দিবে টাইগাররা জয়ের মধ্য দিয়ে।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভকামনা রইল

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৬

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৯

ভিটামিন সি বলেছেন: এগিয়ে যাও টাইগার্স, জয় তোমাদের সুনিশ্চিত ! অপেক্ষায় আছি আমরা ১৬ কোটি বাংলাদেশী। - আমি আর কিছু কইতাম না। এইটুকুই যথেষ্ট।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শুভকামনা বাংলাদেশের জন্য।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৩

বিদগ্ধ বলেছেন: ~~এগিয়ে যাও টাইগার্স, জয় তোমাদের সুনিশ্চিত ! অপেক্ষায় আছি আমরা ১৬ কোটি বাংলাদেশী।~~

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৬

ধুপছায়া খেলা বলেছেন: অভিনন্দন সাকিব আল হাসান ! বাংলাদেশের হয়ে প্রথম ৪০০০ রান করলেন। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল, তোমাদের চমৎকার পারফর্মেন্সের জন্য। শুভ কামনা সামনের ম্যাচগুলোর জন্য।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪২

md masud rana বলেছেন: বাংলাদেশের জন্য শুভকামনা ..https://youtu.be/VXbg4wAqjko

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.