![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“নি- হুমায়ূন আহমেদ” .
নীলগঞ্জ হাই স্কুল নিয়ে হুমায়ূন আহমেদের কয়েকটি উপন্যাস আছে। এই উপন্যাসের পটভূমিও নীলগঞ্জ হাইস্কুলকে কেন্দ্র করে রচিত। উপন্যাসের উপজীব্য বিষয় হয়ে উঠেছে প্রকৃতিপ্রেম, ফিকশন এবং কিছুটা রোমাঞ্চ। ফিকশন থাকলেও, একে পুরোপুরি ফিকশন ধর্মী বই বলা চলে না। স্বাভাবিক ঘটনা প্রবাহের সাথেই সামান্য পরিমাণে ফিকশন মিশ্রিত ছিল।
“নি” বিশেষশ্রেণীর ক্ষমতাধর কিছু মানুষ। অনেক বছর পর পর প্রকৃতিতে একজন “নি” আসে। প্রকৃতি এদের অসীম সৃষ্টিশীল ক্ষমতা দিয়ে পাঠিয়েছে। উপন্যাসের মুল চরিত্র “মুবিনুর” একজন “নী”। তবে সে এই বিষয়ে অবগত নয়। মাঝে মাঝেই স্বপ্নে কিছু বুড়ো মানুষকে দেখতে পায়, যাদের কথা সে কিছুই বুঝে না।
নীলগঞ্জ হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষক মুবিনুর। বি.এস.সি এবং এম.এস.সি পাশ সিরিয়াস ধরনের মানুষ। মুবিনুর গ্রামের ভিটেবাড়ি বিক্রি করে উঠে এসেছে নীলগঞ্জে। এখানে পরিত্যক্তপ্রায় একটা বাড়িতে ভাড়া করে থাকেন। বাড়ি বিক্রির টাকা দিয়ে অনেকদিনের শখের একটা টেলিস্কোপ কিনেছেন। গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে নদী। মুবিনুর প্রকৃতি প্রেমী মানুষ। নদীতে ভেসে বেড়ানো আর মাঝ নদীতে বসে জোছনা দেখার জন্য সে একটি নৌকাও কিনেছেন।
৮ বছর ধরে নীলগঞ্জে আছেন মুবিনুর। অত্যন্ত সময়নিষ্ঠ মুবিনুর কারো সাতেও নেই, পাঁচেও নেই। এখানকার লোকজন তাকে বেশ শ্রদ্ধা করে। ভেতরে ভেতরে তারা তাকে “গণিতের ডুবোজাহাজ” বলে ডাকে।
বিকেলে মুবিনুর নীলগঞ্জের সবচেয়ে ক্ষমতাবান ও ধনী ব্যাক্তি আফজাল সাহেবের মেয়ে “রূপাকে” পড়াতে যান। অসম্ভব সুন্দর, রূপবতী মেয়ে রুপা, এবার এসএসসি পরীক্ষা দেবে। এই মেয়ের অনেক কিছুই মুবিনুর বুঝতে পারেন না। মেয়েতি অসম্ভব বুদ্ধিমতি তবে পড়াশুনায় মন নেই। মাঝে মাঝে সে পড়া বন্ধ করে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে।
অদ্ভুত স্বভাবের এই স্যারটাকে রূপার ভাল লাগে। প্রায় সময়ই তিনি অন্যমনস্ক হয়ে কী যেন ভাবেন। রূপা অপলক স্যারের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় এই মানুষটার দিকে সারাজীবন তাকিয়ে থাকলেও মন ভরবেনা।
নীলগঞ্জ হাইস্কুলের জন্য “ফুড ফর ওয়ার্ক” প্রজেক্টে সরকারীভাবে ১০ বস্তা গম দেয়া হয়। হেডমাস্টার হাফিজুল কবির মুবিনুরকে দিয়ে সাইন করিয়ে গম আনেন। মূলত গম বরাদ্ধ হয়েছিল ১০০ বস্তা। বাকীগুলা উপজেলা অফিসের লোকজন খালাস করে দিয়েছে। উপর থেকে এই বিষয়ে খোঁজ করা হলে হেডমাস্টার মুবিনুরকে ফাসিয়ে দেয়……
ভারতের বিপক্ষে বাংলাদেশের ৩ বলে ২ রান নিতে না পারার পরাজয় ভুলার জন্য এই উপন্যাস পড়া শুরু করলাম।১০০ পৃষ্ঠার একটা বই। হুমায়ূন আহমেদের উপন্যাস হলে যা হয়, এক বসায় পড়া শেষ। মুবিন চরিত্রটিকে বেশ ভাল লেগেছে। একটু হেঁয়ালি, ভাবুক, প্রকৃতিপ্রেমী। রূপা চরিত্রটিও পছন্দের ছিল। উপন্যাসে একটা রোমাঞ্চকর আবেশের সৃষ্টি করেছে। আমার তো প্রায় প্রেমে পড়ি পড়ি অবস্থা!! নীলগঞ্জ হাইস্কুল নিয়ে উপন্যাসগুলো অনেক ভাল লাগে। পড়তে পড়তে নিজের স্কুল জীবনে হারিয়ে যাই। পুরো উপন্যাস জুড়ে একটা মোহনীয় শক্তি আছে। শেষ না করে উঠতে মন চাইবে না। সবশেষে বলতে চাই, এটি একটি গুড রিড উপন্যাস।
২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৬
ধুপছায়া খেলা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৮
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
+++
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৬
ধুপছায়া খেলা বলেছেন: ধন্যবাদ।
৩| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
মায়াবী রূপকথা বলেছেন: এখানেও হারের কথা তুলে আনলেন
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৭
ধুপছায়া খেলা বলেছেন:
৪| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ৯:২১
কালীদাস বলেছেন: আপনার রিডিং এক্সপেরিয়েন্স হিসাবে লেখাটা সুন্দর হয়েছে, রিভিউ হিসাবে ভাল হয়নি। এই উপন্যাসটা বাংলাদেশের মফস্বলের পটভূমিতে চমৎকার একটা সায়েন্স ফিকশন/থ্রিলার নভেল। আপনি সেটার ব্যাপারে তেমন একটা লেখেননি বললেই চলেন, বরং রোমান্টিক মনে হচ্ছে বেশি। তারপর কিছু ছোটছোট শক্তিশালী ক্যারেক্টার ছিল নভেলটায়, সেগুলো একদমই টাচ করেননি। সবচেয়ে বড় টুইস্টটা ছিল লাস্ট সিনে রুপার আবির্ভাব, সেটার খানিকটা ছোয়া রাখলেও পারতেন।
এনিওয়ে, চালিয়ে যান
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৫
ধুপছায়া খেলা বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ। বই রিভিউ হলেও আমি চেয়েছি আমার মত করে লিখার জন্য। শেষের টুইস্টটা বলে দিলে পাঠক বইটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে, এই জন্য বলিনি।
মন্তব্যের জন্য আপনাকে আবারো ধন্যবাদ।
৫| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১:৩৩
আলভী রহমান শোভন বলেছেন: আমার অন্যতম প্রিয় একটা বই। সুন্দর লিখেছেন রিভিউটা।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫
প্রামানিক বলেছেন: চমৎকার রিভিউ। ধন্যবাদ