![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
গান
তুমি যখন মিষ্টি করে শাসন কর
কপটরাগে আমায় যখন ভালবাস;
তোমার প্রেমের মধুর ছোয়া পাই
তোমায় আরো বেশি ভালবেসে যাই।
কি হবে আমার ভেবে মরি !
যদি তোমাকে না পাই।
থাক তুমি যত দূরে
তোমার পানে আমি ছুটে যাই।
ইচ্ছে করে তোমার বুকে এ মুখ লুকাই
মধুর সুরে তোমায় নিয়ে গান গেয়ে যাই।
চলনা প্রেমের টানে দূর অজনায়
যাই ছুটে যাই প্রেম যমুনায়
নদী যেথা সাগরপানে প্রেম মোহনায়
তোমায় নিয়ে প্রেম সাগরে নৌকা ভাসাই।
তুমি যখন মিষ্টি করে শাসন কর
কপটরাগে আমায় যখন ভালবাস;
তোমার প্রেমের মধুর ছোয়া পাই
তোমায় আরো বেশি ভালবেসে যাই।
উৎসর্গঃ তুমি
বাসর (কবিতা)[/sb
প্রিয়া এটা তোমার আমার বাসরঘর
এখানে কেউ নেই আর আপনপর।
এখানে তুমি বধুসাজে ঘোমটাটেনে
আমি আছি বরবেশে তোমার সনে।
নিরব নির্জন গৃহ
এইখানে সঙ্গম দেখবে না কেহ।
এইখানে মধুর মিলনে
এইখানে নির্জনে তোমার আলীঙ্গনে ।
এইখানে তুমি বধু আমি বর
নির্জনে প্রেমে সখি আকন্ঠ পর।
এইবাসরে দোসর আমি প্রিয়া তোমার
প্রেমকুঞ্জে কোকিল আমি প্রেমে বারেবার।
বসে আছি সঙ্গোপনে
গাইছি গান বিরহ প্রাণে
আসতে যদি এইখানে
বাজত বাঁশি আমারপ্রাণে।
ছবি -নেট
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
ধূর্ত উঁই বলেছেন: তাকে আসতেই হবে।ভালবাসতেই হবে।ধন্যবাদ,কবি।
২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আহা!
প্রেমের কবিতা লিখতে বড্ড সাধ হয়, পারি না।
তবে এগুলো নিখাদ প্রেমের হয়েছে।
প্রেমিকরা আরো ভালো সংজ্ঞা দিতে পারবেন।
ভালো লেগেছে।
শুভকামনা।।
১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৭
ধূর্ত উঁই বলেছেন: কবি।ধন্যবাদ।আপনার ভাল লেগেছে!ধন্যবাদ।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: সে যে কেন এল না কিছু ভাল লাগে না।
১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৫
ধূর্ত উঁই বলেছেন: এখন তো ভাল লাগার কথা।গতকাল অফিসের গাড়ি মিস করেছেন।তার সঙ্গে প্রেম বিনিময় করবেন বলে।এখন রওনা না দিলে আবারো গাড়ি মিস
৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।
১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৩
ধূর্ত উঁই বলেছেন: ১ম টা কি গান হিসেবে গাওয়া যাবে?
কবির প্রাণে বাশি বাজছে কেন?
ধন্যবাদ।
লাইক বাটনে ক্লিক করতে ভুলে গেলে চলবে?
আমি চাই..অন্তত একটি লাইক পাই,একটু ভালবাসা পাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: এইটা আমার বাসরঘর।বউ আসো।