![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
স্বপ্নের কুহেলিকা নিশীথ রাত্তিরে রূপালী আলোর জোৎস্না ক্লান্তিহীন
নদীর বাঁকে কাশবনে হাওয়ায় দোলে স্বপ্ন আঁকে নিখুত
নব স্বপ্ন নব উদ্যম নব চেতনা
নব যৌবন মৈথুনে বুনোহাঁস জলতরঙ্গে প্রেমতরঙ্গ
মনের মাঝে বাসা বাঁধে এক শুকপাখি ।
ক্রমাগত কলকাকলীতে মুখর ধরীত্রি,
দুখীর দুঃখ চাপা পরে যায় বিষম ব্যথায়;
ডানা ভাঙ্গা ধান শলিক সেটিও গেয়ে ওঠে;
সঞ্জীবনী গান -নিষ্প্রাণ প্রাণ আনন্দতানে,
গভীর সুখে আপন মনে স্বপ্ন থেকে স্বপ্নান্তরে,
গোধূলীর ধূসর আলোয় স্বপ্ন লীলায়
লাল নীল সাদা কালো নানা রঙের স্বপ্ন
ন্বপ্নের ফেরি ওয়ালা ফেরি করে স্বপ্ন;
প্রিয়াগৃহে প্রবেশ করে কি তার আবেশ?
নাকি স্বপ্ন দোলায় স্বপ্নগুলো শুধুই ছলনা
স্বপ্নের কুহেলিকায় তাই আমি বড্ড ক্লান্ত আর তুমি দূর আকাশের তারা।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪
বোকামন বলেছেন: চমৎকার !!