![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
তোমায় নিয়েই লিখলাম
এই কবিতা খানি
জানি আশানিরাশার দোলায় দোলছ তুমি,
আর তোমার সাড়ে তিনহাত ভূমি।
বেধেছো এমনই ভেদ প্রেমি
তবু কবিতা খুজে বেড়াও?
এখানে ওখানে!
তুমি চাও একটি কবিতা হোক তোমার নিয়ে
কেউ লিখুক প্রেমের টানে
সুতীব্র আহবানে
ছুটেআসুক তোমার প্রাণে
আনমনে
তুমি কি ভেবেছো কখনো লিখেছি বহু কবিতা
তোমার প্রেমে
আর মনের গহীনে
অসংখ্য কবিতা সদা অনুরণিত
তোমায় নিয়ে;
তোমার প্রতিটি ছোঁয়া কাব্য আনে
প্রতিটি কথা যেন কবিতার ছত্র
তাই কবিতার ডালি নিয়ে শপেছি প্রেম
জেগেছি রাতের পর রাত
রাতের আঁধার পেরিয়ে এসেছে রাঙা প্রভাত
ভাল করে ভাবতো একটিবার
তুমি শুধু তুমিই কি নও প্রেরণা আমার এ কবিতার।
২| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
ধূর্ত উঁই বলেছেন:
৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬
আরজু পনি বলেছেন:
কাহিনী কি?! স্বর্ণাময় পোস্ট!!!
৪| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২২
সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল স্বর্ণা