![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
ভাবমূর্তি নষ্ট হওয়ার আশংকায়
কাচা বাজারের থলেটা বহন করিনি
করিনি পদভ্রমন
হাত পাতিনি কারু কাছে শত অভাবে
না খেয়ে থেকে কতরাত কাটিয়েছি!
তবু ভাবমূর্তি অক্ষত রেখেছি।
সকাল বেলা কাচা লঙ্কা পান্তা খেয়ে
বন্ধুদের অবলীলায় মিথ্যে বলেছি
পোলাও কোর্মা খাওয়ার চাপা মেরেছি
তখনো কাচা মরিচের ঝালে ঠোটটা লাল
কত উজির নাজির মেরেছি
কত সত্য জলাঞ্জলি দিয়েছি
এমন কি প্রিয়াকে প্রেম নিবেদনও করিনি
তার বিয়ে হয়ে গেছে অন্য কারো সাথে ভুলে গেছি
তবু ভাবমূর্তি অরক্ষিত রেখেছি।
আজ যখন রানা প্লাজায় ধ্বংস যজ্ঞ আর যমদূতের আনাগুনা
তখন দেখলাম রাষ্ট্রনেতারাও ভাবমূর্তি নিয়ে ভাবে আছে
হাজার খানেক লশ হলে কি হবে ভাব মূর্তি ঠিকই আছে
প্রাণের চেয়ে মান বড় !কিন্তু কত বড় সেটা বুঝে এসেছে ।
©somewhere in net ltd.