নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূর্ত উঁই

প্রেম মহৎ যদি তা বিশুদ্ধ থাকে

ধূর্ত উঁই

এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

ধূর্ত উঁই › বিস্তারিত পোস্টঃ

প্রেম যমুনা

২৯ শে মে, ২০১৩ রাত ১০:৪২

তোমার প্রেমিক বলে বল মাথা খারাপ

নিন্দুকেরা যে যাই বলুক সব টিপ্পনী যাক ভেসে যাক।





তোমায় কাছে টানি বলে দূরে থাক তুমি

শতকোটি মাইল দূরে আসবে না এ নীড়ে

যাও ক্রমাগত সরে দূর থেকে বহু দূরে ।



প্রতিক্ষার প্রহরগুলো সুদীর্ঘ হলো তোমার ছলনায়

প্রেমের হিয়া বইতে নারি শত ভাবনায়।



চেয়েছিলাম দিতে সব যত প্রেম আছে সুখ আছে কাব্য ছলে,

অবহেলে দিলে ঠেলে; দেখলেনা কভু দুচোখ মেলে;



প্রেমহীন জীবনে দিকভ্রান্ত এ মন ভাবে সারাক্ষণ

তোমায় দানিব এ মনপ্রাণ উজার করে এ যেন প্রেমি চিরন্তন ।





প্রেমিকেরে বলনা পাগল বলনা উন্মাদ সে যে খাটি সোনা

প্রেম আনলে পুড়ে পুড়ে আজ কালোত্তীর্ণ এক প্রেম যমুনা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.