![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
তোমার প্রেমিক বলে বল মাথা খারাপ
নিন্দুকেরা যে যাই বলুক সব টিপ্পনী যাক ভেসে যাক।
তোমায় কাছে টানি বলে দূরে থাক তুমি
শতকোটি মাইল দূরে আসবে না এ নীড়ে
যাও ক্রমাগত সরে দূর থেকে বহু দূরে ।
প্রতিক্ষার প্রহরগুলো সুদীর্ঘ হলো তোমার ছলনায়
প্রেমের হিয়া বইতে নারি শত ভাবনায়।
চেয়েছিলাম দিতে সব যত প্রেম আছে সুখ আছে কাব্য ছলে,
অবহেলে দিলে ঠেলে; দেখলেনা কভু দুচোখ মেলে;
প্রেমহীন জীবনে দিকভ্রান্ত এ মন ভাবে সারাক্ষণ
তোমায় দানিব এ মনপ্রাণ উজার করে এ যেন প্রেমি চিরন্তন ।
প্রেমিকেরে বলনা পাগল বলনা উন্মাদ সে যে খাটি সোনা
প্রেম আনলে পুড়ে পুড়ে আজ কালোত্তীর্ণ এক প্রেম যমুনা ।
©somewhere in net ltd.