![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
রিক্তমনে বিরহপানে চেয়েছি তোমায় প্রেম অঙ্গনে মোর
দূর করে দূর বিষাদ সমুদ্দুর
তোমার বিরহে কাটিছে দিনরাত
ভাল যদি বাসো কারে গড়ো নতুন প্রভাত;
সে আমার প্রেমের সমাধি মরণসম যেন সে ক্ষণ
কাটিব নিরব ক্ষণ করে অশ্রুপাত ।
বিরহবেলা মোর কাটেনা যে কাটেনা তিমিররাত
মনের মাঝে বেঁচে আছ তুমি মোর বিষাদেই জীবনপাত।
ও জোনাকি ভেবেছিলেম তোমায় ধ্রুবতারা মোর জীবনের
কি সুখে উড়েছিলে আঁধার রাতে কি আলোকপথ বুনেছিলে স্বপনের।
আপনালো জ্বেলেছো ক্ষণিকেই তা নিভিয়েছো
ভেবেছিলেম মনের মাঝে আমায় তুমি আপন করে নিয়েছো।
এখন জীবনে আমার শুধুই আঁধার
তুমিহীনা এ জীবন আজ শোকের পাথার
০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৪৫
ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
২| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৪৬
কালোপরী বলেছেন:
০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৪৮
ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ । কালোপরী ।
৩| ১৮ ই জুন, ২০১৩ ভোর ৬:৪৪
খেয়া ঘাট বলেছেন: ছন্দময় কাব্য আমার সবসময়ের প্রিয়।
++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ +
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫১
ধূর্ত উঁই বলেছেন: এটা আসলে গান লেখার চেষ্টা। সুপ্রিয় একজনকে নিয়ে।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৪২
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার।
গুড লাক ||