![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
তুমি চাঁদ রাতের আকাশে
তুমিহীনা আকাশটা আধার কালো যে।
তারার কত আলো
তারা মিটি মিটি জ্বলে
দূরের তারা দূরেই থাকে
তাই তারে দুরেই রাখে।
এত বড় তারা
সংখ্যায় ও অনেক
সারা আকাশ ভরা;
তারায় তারায় জ্যোৎস্না হয় না
অমবস্যাও তাই তাতে পূর্ণিমা হয় না।
আর চাঁদের ধার করা আলো!
ছোট্ সে চাঁদ
অনেক কাছের অনেক প্রিয় সে চাদ
তাই বুঝি এত আলো তার;
জ্যোৎস্না জোয়ারে ভাসিয়ে দেয় ধরিত্রি
ঘটে যায় পূর্ণিমা অবাক আলোর জোয়ার।
তুমি চন্দ্র আর আমি চন্দ্রগ্রস্ত
তারা চায়না তুমি পূর্ণিমা হয়ে আস
ভালবাসার ভেলায় সত্যি তুমি ভাস।
আলোকিত কর মোরে রূপালী আলোয়
হারিয়ে যাক তারারা গহীন আধার কালোয়।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: