নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূর্ত উঁই

প্রেম মহৎ যদি তা বিশুদ্ধ থাকে

ধূর্ত উঁই

এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

ধূর্ত উঁই › বিস্তারিত পোস্টঃ

পুনর্জন্ম

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৮

তুমি শেষ করেছো আমায় ভালবাসায় ঘৃণায়

সবগুলো পথ বন্ধ রেখেছো অহেতুক বঞ্চনায়,

মিথ্যে অপবাদ দিয়েছো

কেড়ে নিয়েছো সুখ কেড়ে নিয়েছো স্বপ্ন।

কি সুখ পেয়েছো মিথ্যে অপবাদ দিয়ে?

কি আনন্দ পেলে আমায় দুঃখ দিয়ে?

তোমাকে চেনালে,বুঝলাম কতটা জঘন্য তুমি

কতটা নিষ্ঠুরতার সঙ্গে আমাকে নিবৃত্ত করতে চাইলে।

কত বড় পাপ করেছো ভেবেছো একটিবার?

পাপে মরণ জেনো

পাপের অর্জন প্রাশ্চিত্যে যায়

তোমারও তাই হবে।

নতুন করে ভাবলাম

নতুন চেতনার জন্ম হলো

এ আমার পূনর্জন্ম

নতুন উপলব্ধি নিয়ে নতুন করে ভাবছি

অতীতের সব ভুলগুলো ভুলে নতুন আমারে আঁকছি।




মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৮

বেঈমান আমি. বলেছেন: নাইস। :)

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১০

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় বেঈমান আমি ।ভাল থাকবেন। :)

২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২০

বেঈমান আমি. বলেছেন: যতসব কাকতলীয় ব্যপার স্যাপার ;)

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৫

ধূর্ত উঁই বলেছেন: পুনশ্চ কমেন্টে অনেক ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা। কাকতালীয় বলতে হবে।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

একজন আরমান বলেছেন:
ঘৃণা ঝরে পড়লো কবিতা থেকে !

সুন্দর।

শুভকামনা রইলো।

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ। এটি বিরহকাব্য ।প্রেমিকার প্রতারণায় প্রেমিক চরম কষ্ট পেয়েছে। তাই কবিতার প্রতিপাদ্য।ভাল থাকবেন। :)

৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

নীল-দর্পণ বলেছেন: চমৎকার ভাবে অনুভুতির প্রকাশ

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে দারুণ ভাল লাগা। অনেক ধন্যবাদ। ভাল থাকবেন ।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.