![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
যখন তুমি ভাল না বেসে অবজ্ঞা দাও তখন আমি অভিমান করি ,বিদ্রোহ করি, তোমাকে অসহযোগিতা করি দিগন্তের গভীরনীলে হারিয়ে যাই,কখনো বজ্রপাতে প্রবল শব্দ করি, আলোর ঝলকানী দেই,কখনো বা কড়া নাড়ি কখনো বা লু হাওয়া ,মরুভূমির মুক্ত বালুকণা,মরীচিকার প্রবঞ্চণায়,প্রখর রৌদ্রে অশান্তির দেবতাকে আহবান করি,তারপর দুমরে মুচড়ে ফেলি ছুটে চলা যান,অগ্নি দিই তাতে, জনপথ জনমুক্ত শপথে আতঙ্ক ছড়াই,।
তবু যদি দেখা মেলে তোমার কিংবা তোমার মুখে প্রকাশিত হয় বাঁকা অপরূপ সেই হাসি ,ডানাহীন কোন পরী রূপের জোয়ারে ভাসিয়ে নিয়ে যায় সব জঞ্জাল ,ঘুঘুদের দল হিজলের বনে ,প্রজাপতিরা পাখা মেলে স্মৃতির আঁকাশে তন্দ্রাজালে ধূসর পৃথিবী মায়ামন্ত্রে বশীভূত হয়।
নিকষ কালো আধার তৃষ্ণার্ত বসুন্ধরায় নিশিকাব্য রচে যায়,জোনাকির নিভু নিভু আলোকবিন্দু আঁধার ঠেলে আলোকসুধা ঢালে,তখন কারো স্মৃতি কারো দৃপ্তিময় হাসি কারো হৃদয়ভাঙ্গা কান্না মিলে মিশে নতুন কোন সুরে আর্তনাদ করে ওঠে।এভাবে প্রেম বিরহের গান এভাবেই সুপ্তোত্থিতা জেগে ওঠে কালোত্তির্ণ এক কাব্য রচনার প্রত্তাশায়,ধূলিধূসরিত কোন এক সকালে মুগ্ধতার পরশ কামনায় জেগে ওঠে পিয়াসীর তৃষ্ণার্ত ঠোট,সুতীব্র কোন এক চুম্বণ উদ্ধত কোন ওষ্ঠে লক্ষ্যভেদী জিজ্ঞাসা ছুড়ে দেয়।মুক্ত বলাকার অপার স্বাধীনতা শূন্যে মেলায়।
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ। কবিতা পঠকরাতে উৎসাহ পেলাম। শুভকামনা।
২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬
ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, এটা খুব চমৎকার হৈসে উঁই ॥
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯
ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ইমরাজ কবির মুন
৩| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ চমৎকার!!!
ভাল লাগল ভীষণ।
শুভ কামনা রইলো।
++++
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২০
ধূর্ত উঁই বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা পাঠে।
৪| ১১ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:২৩
ধূর্ত উঁই বলেছেন: এটা আমার প্রথম নির্বাচিত পোস্ট। দারুণ ভাল লাগছে। সামহুয়ার ইন মডারেশন প্যানেলের প্রতি অনেক কৃতজ্ঞতা থাকলো ।
আজ আমি দারুণ খুশি
৫| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪১
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
দারুণ!
নির্বাচিতে যাওয়ার জন্যে শুভেচ্ছা !
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সবসময় । আসলে জীবনের প্রথম নির্বাচিততে থাকতে পারাটা আমার মত নতুন ব্লগারদের জন্য দারুণ আনন্দের। কি যে ভাল লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না।
৬| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার, ভালো লাগা রেখে গেলাম।
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় কৃতজ্ঞতা। ভাল থাকবেন ।
৭| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৪
আম্মানসুরা বলেছেন: চমৎকার!!
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ।
৮| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২২
এহসান সাবির বলেছেন: কবিতায় ভালোলাগা.......
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
ধূর্ত উঁই বলেছেন: কবি আপনার ভাললাগায় ধইন্যা
৯| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১০
মামুন রশিদ বলেছেন: সুন্দর! ভালো লেগেছে!
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাললাগায় কৃতজ্ঞতা।
১০| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
বোকামন বলেছেন:
বেশ ভালো লাগলো +
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
ধূর্ত উঁই বলেছেন: অনেক ধন্যবাদ বোকামন। ভাল থাকবেন।
১১| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৪
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
জানি!
আমারটা যেদিন প্রথম নির্বাচিততে গিয়েছিলো... আমি সারাদিন মন ভালো রেখে ঘুরে বেড়িয়েছি আর সবাইকে বলে বলে মাথার পোকা বের করে দিয়েছিলাম!!!
শুভেচ্ছা থাকলো অনেক
১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
ধূর্ত উঁই বলেছেন: প্রথম নির্বাচিত হওয়ার অনুভূতিই আলাদা। বিশ্বাস করবেন আমি যে পোকা ভুলেই গিয়েছিলাম।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে পড়তে !
শুভকামনা রইলো অনেক !