নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখ,স্বপ্নেই সাফল্য...

ধূসর প্রহর

আমি মানুষ,আমার বুদ্ধি ও একটু কম, বোকাই বলা চলে।আমি কল্পনা প্রবন ও সহজাত বিবেচনাবধ সম্পন্ন ব্যক্তি। কল্পনা অনুযায়ী সব কিছহু না চললে আমি ভীত হয়ে পরি। কনো আঘাত বা প্রতিকুলতার সম্মুখীন হলে নিজেকে নিজের মাঝে গুটিয়ে ফেলি। আমি অত্তন্ত অনুভুতি প্রবন ও সহজেই মনে আঘাত পাই।সচরাচর কল্পনা শক্তির প্রভাবের জন্য আমি সফতা অর্জন করি।সপ্ন দেখতে ভালবাসি। অত্যন্ত অনুভুতিশীল বলে সহজাত গুলাবলি প্রকাশ করার জন্য অন্যের প্রশংসা চাই।সপ্ন কে বাস্তবে রুপ দেবার জন্য নিজেকে যথেষ্ট স্বাধীন রাখতে ভালবাসি……।। হয়ত আমাকে দেখে আপানার পাগল মনে হতে পারে কিন্তু আমি এমন ই……… আবেগের উত্তাল আটলান্টিক মহাসাগরে প্রতিনিয়ত ডুবছি আর ভাসছি... খুঁজছি যদি তল খুজে পাই, Email : [email protected] . fb: www.facebook.com/shihab.dipu

ধূসর প্রহর › বিস্তারিত পোস্টঃ

প্রেম গবেষনা

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৩৮

কোন এক বিখ্যাত ব্যক্তি বলেছেন,
যদি কোন বিষয়ে আপনার ধারনা না থাকে এবং সে বিষয়ে ধারনা নিতে চান তাহলে সে বিষয়টি নিয়ে গবেষণা শুরু করে দিন।
প্রেমের বিষয়ে আমার বিস্তর জ্ঞান না থাকলেও প্রথম শ্রেনীর নিরানব্বইতম হবার মত জ্ঞান আছে। তাই বিস্তর জ্ঞান লাভের আশায় গবেষনা শুরু করে দিলাম।
কিন্তু ভালবাসা/প্রেম এমনই একজিনিস ওটা নিয়ে যতই গবেষনা করেন না কেন ফলাফল শূন্য না হলেও শুণ্যের কাছাকাছি থাকবে।
বর্তমানে যত যাই বলি সে যত ভালো মানুষই হোকনা কেন দিন শেষে বৃক্ষের ফোকঁরের উষ্ম রোমাঞ্চ আর লিটনের ফ্লাটই যেন মুখ্য।
তবে মেয়েদের ক্ষেত্রে ভালোবাসার সমার্থক শব্দ হচ্ছে,
'' তোর বিএফ টা এতো জোশ? আমারো লাগবে, জিজু'র কোন ফ্রেন্ড নাই ? মানে আমার টাইপ এর? ''
তার পর প্রণয়, রেস্টুরেন্ট, গিফটস, হলিউড স্টাইলে একটু আগডুম বাগডুম। ওহ আমার বাবুটা অনেক জোশ আমাকে কত আদর করে।
ছেলদের ক্ষেত্রে
'' দোস্ত! মালডা তো সেই! খাইতে পারলে যা হইবো না। আহ! পুরাই মাখন।''
'' তোর বউ এর মত যদি একটা বউ পাইতাম রে!! পুরা লাইফটাইম কইরা রাখতাম। কেউ নাই রে বান্ধবি টান্ধবি?''
ছেলে যত ভালোই হোক মধ্য প্রহরে একটু শরীর গরম করা ফোনালাপ আর রিক্সায় একটু স্পর্শ তাদের একটু লাগবেই। ভালোবাসা হচ্ছে তাদের কাছে চ্যালেঞ্জ। পেয়েছি ভাই তাই খেয়েছি।
অবশেষে এই সিদ্ধান্তে উপণিত হলাম যে, বর্তমান কালের ভালোবাসা হচ্ছে সংগ দোষ এবং সেক্স ম্যানিয়াকের মিশ্রন।
প্রেম বা ভালবাসা হচ্ছে একধরনের মানসিক রোগ। এইডস রোগের পরিনামও এধরনের মান্সিক রোগ থেকে শতগুনে ভালো আছে।
তবে ভালবাসা আজও আছে। তবে হাজারে একটা পাওয়া যায় কিনা সন্দেহ। তাদের জন্য লাল সালাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.